কলকাতা, 2 অগস্ট: ওয়েনাড়ে এরাজ্যের 242 জন পরিযায়ী শ্রমিক আটকে রয়েছেন ৷ ইতিমধ্যেই 155 জনকে চিহ্নিত করা গিয়েছে ৷ শুক্রবার বিধানসভায় একথা জানালেন মন্ত্রী মলয় ঘটক ৷
প্রাকৃতিক বিপর্যয় ও ভূমিধসের কারণে বিপর্যস্ত কেরলের ওয়েনাড় । ইতিমধ্যেই সেখানে মৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে । এই রাজ্য থেকেও পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ কেরলে কাজ করতে যান । এই অবস্থায় ওয়েনাড়ে ভূমিধসকাণ্ডে চিন্তিত পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করা পরিবারগুলি । ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে তাঁদের উদ্ধারের একটা চেষ্টা করা হচ্ছে । তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাঁদের দুই সাংসদকে ওয়েনাড়ে পাঠিয়ে পাঠিয়েছেন । আজই তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওয়েনাড়ে যাচ্ছেন ।
আর এই অবস্থাতে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে ওয়েনাড়ে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের সংখ্যা রাজ্যবাসীকে জানাল রাজ্য সরকার । এদিন প্রশ্নোত্তর পর্বে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, ওয়েনাড়ে পশ্চিমবঙ্গের পরিযায়ী 242 জন শ্রমিক আটকে রয়েছেন । এই প্রাকৃতিক বিপর্যয়ের পর তাঁদের মধ্যে থেকে 155 জনকে ইতিমধ্যেই চিহ্নিতকরণ করা হয়েছে । তাঁরা সুস্থই আছেন । বাকিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে । রাজ্য সরকারের কাছে তাঁদের প্রয়োজনীয় তথ্য রয়েছে ।
মন্ত্রী আশাপ্রকাশ করেছেন, দ্রুতই তাঁদের সম্পর্কেও তথ্য পাওয়া যাবে । তিনি এও জানিয়েছেন, আটকে থাকা শ্রমিকদের বেশিরভাগ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ ও বীরভূমের বাসিন্দা । এদিন বিধানসভায় মন্ত্রী আরও জানিয়েছেন, "রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই পরিযায়ী শ্রমিকরা কেরলে কাজ করতে গিয়েছিলেন । যেহেতু আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকদের দক্ষতা অনেক বেশি, তাই অন্য রাজ্যে এই রাজ্যের শ্রমিকদের চাহিদা রয়েছে । তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের একটা ডেটাব্যাঙ্ক তৈরি করা হয়েছে । তার মাধ্যমেই খুব সহজে এদের চিহ্নিতকরণ করা হয়েছে ৷"
প্রসঙ্গত, এই মুহূর্তে কেরলের ওয়েনাড়ে ভূমিধসের কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে । ইতিমধ্যেই সেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে 308 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন । গোটা ঘটনায় এ রাজ্যের মুখ্যমন্ত্রীও উদ্বিগ্ন । গতকালই তিনি এই নিয়ে টুইট করে উদ্বেগ প্রকাশ করেন । এবার ওয়েনাড়ে থাকা বঙ্গের পরিযায়ী শ্রমিকদের উদ্ধারের জন্য রাজ্য সরকার যে তৎপর তা জানা গেল শ্রমমন্ত্রীর কথায় ৷