ETV Bharat / state

জগন্নাথ সরকারের কেন্দ্রেই বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ 200 জনের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: রানাঘাট লোকসভায় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বুথ-সহ আরবান্দিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল দু’শো জনের বেশি ৷ যেখানে আরবান্দির একাধিক বুথ সভাপতির নাম রয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 3:41 PM IST

রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান 200 জনের

রানাঘাট, 2 এপ্রিল: নির্বাচনের আগে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে ৷ এমনকি বহুক্ষেত্রে মানুষের মধ্যে বিজেপি সাংসদকে নিয়ে ক্ষোভও রয়েছে ৷ তারই মধ্যে এবার সাংসদের নিজের পঞ্চায়েত এলাকা ও নিজের বুথে বিজেপিতে ভাঙন ধরল ৷ আরবান্দি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথের বিজেপি সভাপতি ও শক্তি প্রমুখ-সহ 200 জন তৃণমূলে যোগদান করল ৷ রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী নিজে তাঁদের যোগদান করান ৷

13 মে চতুর্থ দফায় রানাঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন ৷ যেখানে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের প্রতিপক্ষ তৃণমূলের মুকুটমণি অধিকারী ৷ যিনি সম্প্রতি বিজেপি থেকে তৃণমূলে গিয়ে লোকসভা নির্বাচনের টিকিট পেয়েছেন ৷ উল্লেখ্য, এই রানাঘাট লোকসভার অধিকাংশটাই মতুয়া ভোটের উপর নির্ভরশীল ৷ এমনকি জগন্নাথ সরকার এবং মুকুটমণি অধিকারী দু’জনেই মতুয়া সম্প্রদায়ের ৷ ফলে এখানে লড়াইটাও হবে সেয়ানে-সেয়ানে ৷ 2019 লোকসভায় জগন্নাথ সরকার প্রায় 2 লক্ষ 33 হাজার ভোটে জিতেছিলেন ৷ কিন্তু, এবার তাঁর জয়ের পথে বড় কাঁটা একদা বিজেপি নেতা মুকুটমণি অধিকারী ৷

এমনকি যে সব বিজেপি নেতা ও কর্মীরা বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরা জগন্নাথ সরকারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন ৷ সন্তোষ রাজ বলেন, "আমরা দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে বিজেপি করেছি ৷ তখন থেকে, যখন বিজেপির পতাকা দেখা যেত না ৷ এখানে লোকসভা ভোট থেকে শুরু করে বিধানসভা ও পঞ্চায়েত প্রতিটি ভোটে বিজেপি জয়লাভ করেছে ৷ কিন্তু, একাধিকবার সংগঠন করতে গিয়ে তাঁর দুর্ব্যবহারের শিকার হয়েছি আমরা ৷ আমাদের কোনও কথাকেই গুরুত্ব দিত না ৷ তাই আমরা অবশেষে বাধ্য হয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম ৷"

যদিও, তৃণমূলের বিরুদ্ধে রানাঘাটে বিজেপি কর্মীদের উপর দলবদলের জন্য চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ যা নিয়ে তৃণমূল প্রার্থীর দাবি তিনি কাউকে যোগদান করতে বলেননি ৷ বরং নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে তৃণমূলকে শক্তিশালী করার কথা বলেছেন ৷ যোগদানের বিষয়টি পুরোপুরি বিজেপি থেকে আসা লোকজনের সিদ্ধান্ত ৷ তাঁরাই নাকি নির্বাচনের আগে তৃণমূলে এসে ভোটের কাজ করতে চেয়েছিলেন ৷ তবে, যাঁরা যোগদান করেছেন, তাঁদের স্বাগত জানালেন মুকুটমণি অধিকারী ৷

তিনি বলেন, "জগন্নাথ সরকারের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে ৷ 'জগাসুর বধ' হবে ৷ আরবান্দি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত রানাঘাট কেন্দ্রে তৃণমূলকে দিশা দেখাচ্ছে ৷ ব্যাপক উচ্ছ্বাস আমি সাধারণ মানুষের মধ্যে দেখেছি ৷ আর মতুয়া সম্প্রদায়ের সঙ্গে আমার আত্মীয় সম্পর্ক ৷ ওটার সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেললে চলবে না ৷" এই ইস্যুতে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হয় ৷ তবে, তিনি ফোন তোলেননি ৷

আরও পড়ুন:

  1. দেওয়াল তুমি কার! দখল নিয়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষ; পলাতক মালিক
  2. ঝড় বিধ্বস্ত আলিপুরদুয়ার-জলপাইগুড়িতে ভোট দিতে দরকার কেবল ভোটার স্লিপ, জানাল কমিশন
  3. বালুরঘাট জমজমাট! লক্ষাধিক ভোটে জিতবেন, মনোনয়ন জমা দিয়ে দাবি তৃণমূল প্রার্থীর

রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান 200 জনের

রানাঘাট, 2 এপ্রিল: নির্বাচনের আগে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে ৷ এমনকি বহুক্ষেত্রে মানুষের মধ্যে বিজেপি সাংসদকে নিয়ে ক্ষোভও রয়েছে ৷ তারই মধ্যে এবার সাংসদের নিজের পঞ্চায়েত এলাকা ও নিজের বুথে বিজেপিতে ভাঙন ধরল ৷ আরবান্দি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথের বিজেপি সভাপতি ও শক্তি প্রমুখ-সহ 200 জন তৃণমূলে যোগদান করল ৷ রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী নিজে তাঁদের যোগদান করান ৷

13 মে চতুর্থ দফায় রানাঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন ৷ যেখানে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের প্রতিপক্ষ তৃণমূলের মুকুটমণি অধিকারী ৷ যিনি সম্প্রতি বিজেপি থেকে তৃণমূলে গিয়ে লোকসভা নির্বাচনের টিকিট পেয়েছেন ৷ উল্লেখ্য, এই রানাঘাট লোকসভার অধিকাংশটাই মতুয়া ভোটের উপর নির্ভরশীল ৷ এমনকি জগন্নাথ সরকার এবং মুকুটমণি অধিকারী দু’জনেই মতুয়া সম্প্রদায়ের ৷ ফলে এখানে লড়াইটাও হবে সেয়ানে-সেয়ানে ৷ 2019 লোকসভায় জগন্নাথ সরকার প্রায় 2 লক্ষ 33 হাজার ভোটে জিতেছিলেন ৷ কিন্তু, এবার তাঁর জয়ের পথে বড় কাঁটা একদা বিজেপি নেতা মুকুটমণি অধিকারী ৷

এমনকি যে সব বিজেপি নেতা ও কর্মীরা বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরা জগন্নাথ সরকারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন ৷ সন্তোষ রাজ বলেন, "আমরা দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে বিজেপি করেছি ৷ তখন থেকে, যখন বিজেপির পতাকা দেখা যেত না ৷ এখানে লোকসভা ভোট থেকে শুরু করে বিধানসভা ও পঞ্চায়েত প্রতিটি ভোটে বিজেপি জয়লাভ করেছে ৷ কিন্তু, একাধিকবার সংগঠন করতে গিয়ে তাঁর দুর্ব্যবহারের শিকার হয়েছি আমরা ৷ আমাদের কোনও কথাকেই গুরুত্ব দিত না ৷ তাই আমরা অবশেষে বাধ্য হয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম ৷"

যদিও, তৃণমূলের বিরুদ্ধে রানাঘাটে বিজেপি কর্মীদের উপর দলবদলের জন্য চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ যা নিয়ে তৃণমূল প্রার্থীর দাবি তিনি কাউকে যোগদান করতে বলেননি ৷ বরং নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে তৃণমূলকে শক্তিশালী করার কথা বলেছেন ৷ যোগদানের বিষয়টি পুরোপুরি বিজেপি থেকে আসা লোকজনের সিদ্ধান্ত ৷ তাঁরাই নাকি নির্বাচনের আগে তৃণমূলে এসে ভোটের কাজ করতে চেয়েছিলেন ৷ তবে, যাঁরা যোগদান করেছেন, তাঁদের স্বাগত জানালেন মুকুটমণি অধিকারী ৷

তিনি বলেন, "জগন্নাথ সরকারের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে ৷ 'জগাসুর বধ' হবে ৷ আরবান্দি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত রানাঘাট কেন্দ্রে তৃণমূলকে দিশা দেখাচ্ছে ৷ ব্যাপক উচ্ছ্বাস আমি সাধারণ মানুষের মধ্যে দেখেছি ৷ আর মতুয়া সম্প্রদায়ের সঙ্গে আমার আত্মীয় সম্পর্ক ৷ ওটার সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেললে চলবে না ৷" এই ইস্যুতে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হয় ৷ তবে, তিনি ফোন তোলেননি ৷

আরও পড়ুন:

  1. দেওয়াল তুমি কার! দখল নিয়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষ; পলাতক মালিক
  2. ঝড় বিধ্বস্ত আলিপুরদুয়ার-জলপাইগুড়িতে ভোট দিতে দরকার কেবল ভোটার স্লিপ, জানাল কমিশন
  3. বালুরঘাট জমজমাট! লক্ষাধিক ভোটে জিতবেন, মনোনয়ন জমা দিয়ে দাবি তৃণমূল প্রার্থীর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.