পুরুলিয়া, 1 জুন: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল নীলাচল এক্সপ্রেস ৷ চলন্ত অবস্থায় শনিবার ট্রেনের ওভার হেডের তার ছিঁড়ে ঘটে বিপত্তি ৷ পুরুলিয়ার সুইসা স্টেশন থেকে খানিক দূরে ঘটে এই বিপত্তি ৷
রেল ও স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে রাঁচি থেকে টাটার দিকে যাচ্ছিল দিল্লি -পুরী নীলাচল এক্সপ্রেস ৷ সেই সময় রাঁচি রেল শাখার অন্তর্গত পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সুইসা রেল স্টেশন পার হওয়ার পরই চলন্ত ট্রেনের ইঞ্জিনের পেন্টোগ্রাফ ভেঙে ওভার হেডের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ৷ ঘটনায় গুরুতর আহত হন ট্রেনের দুই যাত্রী ৷ আহতরা হলেন, রাহুল কুমার ও রাম শঙ্কর ৷ তাঁরা উত্তরপ্রদেশের রায়বরেলির বাসিন্দা ৷ ঘটনায় স্বাভাবিকভাবে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ আহতদের উদ্ধার করে জিআরপি, আরপিএফ, সুইসা ফাঁড়ির পুলিশ ও স্থানীয় মানুষজনের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
অন্যদিকে, ওভার হেড তার ছিঁড়ে পড়ায় ওই রেল পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ৷ এই বিষয়ে স্থানীয়রা জানান, তারা হঠাৎই বিকট শব্দ পেয়ে ছুটে আসেন ৷ এসে দেখেন সবকিছু এভাবে লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে ৷ দুজন যাত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ৷ এরপর আহদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনার জন্য তারা রেলের গাফিলতিকে দায় করছেন তারা ৷
ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয় যাত্রীদের মধ্যে৷ এদিকে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে রেল কর্তৃপক্ষ ৷ আহতদের উদ্ধার করার পাশাপাশি ওভারহেডের তার সারাইয়ের কাজও শুরু করা হয় রেলের তরফে ৷ অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের সুবিধার কথা ভেবে সমস্ত রেল যাত্রীদের পানীয় জল ও বিস্কুট বিতরণ করেন স্থানীয় এক ওষুধ ব্যবসায়ী ৷