চণ্ডীতলা, 24 সেপ্টেম্বর: দিন তিনেক আগে সন্ধ্যায় বাজার করতে গিয়েছিল দুই ছাত্রী । অভিযোগ, রাস্তা থেকে তাদের একটি চারচাকা গাড়িতে করে তুলে নিয়ে যায় দুই পরিচিত যুবক । বাড়ি ফিরতে দেরি হওয়ায় ফোনে যোগাযোগের চেষ্টা করে এক ছাত্রীর বাবা । কিন্তু মেয়ের মোবাইল সুইচড অফ থাকায় কথা বলা সম্ভব হয়নি। তারপরই থেকে মেয়েদের হন্যে হয়ে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা ৷
পরে অর্থাৎ শনিবার রাতেই হুগলির চণ্ডীতলা থানার পুলিশ দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের পাশ থেকে দু'জনকে উদ্ধার করে । পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে ৷ মঙ্গলবারই তাদের শ্রীরামপুর আদালতে তোলা হয় ৷ ঘটনায় জড়িত ওই দুই যুবক নির্যাতিতাদের পরিচিত বলে জানা গিয়েছে ৷ এমনই অভিযোগ করা হয়েছে ছাত্রীদের পরিবারের তরফে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই যুবক যাদের তুলে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে একজন প্রথম বর্ষের ও আরেক জন দশম শ্রেণির ছাত্রী । মেয়েরা বাড়ি ফিরতেই বাবা পরেরদিন সকালে অর্থাৎ রবিবার থানায় গিয়ে ঘটনার অভিযোগ জানান ৷ এদিকে ছেলেদের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তদের পরিবার ৷
স্থানীয় সূত্রে খবর, ওই দুই যুবকের বাড়িও এলাকাতেই ৷ তাদের মধ্যে একজন কলকাতায় গাড়ি চালায় ৷ পুলিশ জানিয়েছে, পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। মেয়ের উপর নির্যাতনে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন দুই ছাত্রীর বাবা ৷ অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ৷ নির্যাতিতা দুই ছাত্রীর স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে।