ETV Bharat / state

লক্ষ্মীপুজোয় চলবে 190টি মেট্রো, রইল বিস্তারিত - METRO IN KOLKATA

16 অক্টোবর লক্ষ্মীপুজো উপলক্ষে কম সংখ্যায় মেট্রো চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ কেমন হবে মেট্রোর সময়সূচি তা তুলে ধরল ইটিভি ভারত।

METRO IN KOLKATA
ছুটির দিনও কম চলবে মেট্রো (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2024, 4:42 PM IST

কলকাতা, 14 অক্টোবর: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। শেষ হয়েছে দুর্গাপুজো। আর তার রেশ কাটতে না কাটতেই আগামী বুধবার অর্থাৎ 16 অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো। তাই ওইদিন কেমন থাকবে মেট্রো পরিষেবা? সেই তালিকা প্রকাশ করল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।

16 অক্টোবর লক্ষ্মীপুজো উপলক্ষে একাধিক অফিস, স্কুল ও কলেজ ছুটি থাকবে ৷ আবার কোথাও অর্ধদিবস কাজ হবে ৷ তাই স্বাভাবিকের চেয়ে অনেক কম সংখ্যক মেট্রো চালানো হবে বলেই জানিয়েছে মেট্রো কতৃপক্ষ। ওইদিন নর্থ-সাউথ করিডোরে অর্থাৎ মেন লাইনে স্বাভাবিকের চেয়ে অনেক কম সংখ্যক মেট্রো চলবে। ওইদিন ব্লু লাইনে সারাদিনে চলবে 190টি মেট্রো। মোট 190টির মধ্যে 95টি আপ এবং 95টি ডাউন মেট্রো চলবে বলে জানা গিয়েছে। দিনের প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে সকাল 6.50 মিনিটে এবং দিনের শেষ পরিষেবা মিলবে রাত 9.40 মিনিটে।

ব্লু লাইনে দিনের প্রথম পরিষেবা:

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6:50 মিনিটে।

দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে 6:50 মিনিটে।

দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6:55 মিনিটে।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7:00 টার সময়।

ব্লু লাইনে দিনের প্রথম পরিষেবা:

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.28 মিনিটে।

দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.40 মিনিটে।

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:30 মিনিটে।

কবি সুভাষ থেকে দমদম যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে ৷

অন্যদিকে, ব্লু লাইনে যে রাত্রিকালীন বিশেষ পরিষেবা দেওয়া হয়ে থাকে সেটি স্বাভাবিক সময় অর্থাৎ কবি সুভাষ ও দমদম মেট্রো স্টেশন থেকে রাত 10.40 মিনিটেই ছাড়বে।

গ্রিন লাইন- 1

গ্রিন লাইনে 16 অক্টোবর সারাদিনে চলবে 90টি মেট্রো ৷ এর মধ্যে 45টি আপ ও 45টি ডাউন। প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6:55 মিনিটে এবং শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে। প্রথম 20 মিনিট অন্তর মিলবে মেট্রো।

দিনের প্রথম পরিষেবা: শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6:55 মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7:05 মিনিটে।

দিনের শেষ পরিষেবা: শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:35 মিনিটে। শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে।

গ্রিন লাইন- 2

16 অক্টোবর গ্রিন লাইন-2-এ সারাদিনে চলবে 118টি মেট্রো ৷ 59টি আপ এবং 59টি ডাউন পরিষেবা। সকাল 7 টা থেকে রাত 9:54 মিনিট পর্যন্ত মিলবে মেট্রো। প্রতি 12 থেকে 20 মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো।

দিনের প্রথম পরিষেবা: এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার দিনের প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল 7 টার সময়। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7:10 মিনিটে।

দিনের শেষ পরিষেবা: এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:44 মিনিটে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:54 মিনিটে। পার্পেল লাইন ও অরেঞ্জ লাইনে স্বাভাবিকের মতোই চলবে মেট্রো পরিষেবা।

কলকাতা, 14 অক্টোবর: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। শেষ হয়েছে দুর্গাপুজো। আর তার রেশ কাটতে না কাটতেই আগামী বুধবার অর্থাৎ 16 অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো। তাই ওইদিন কেমন থাকবে মেট্রো পরিষেবা? সেই তালিকা প্রকাশ করল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।

16 অক্টোবর লক্ষ্মীপুজো উপলক্ষে একাধিক অফিস, স্কুল ও কলেজ ছুটি থাকবে ৷ আবার কোথাও অর্ধদিবস কাজ হবে ৷ তাই স্বাভাবিকের চেয়ে অনেক কম সংখ্যক মেট্রো চালানো হবে বলেই জানিয়েছে মেট্রো কতৃপক্ষ। ওইদিন নর্থ-সাউথ করিডোরে অর্থাৎ মেন লাইনে স্বাভাবিকের চেয়ে অনেক কম সংখ্যক মেট্রো চলবে। ওইদিন ব্লু লাইনে সারাদিনে চলবে 190টি মেট্রো। মোট 190টির মধ্যে 95টি আপ এবং 95টি ডাউন মেট্রো চলবে বলে জানা গিয়েছে। দিনের প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে সকাল 6.50 মিনিটে এবং দিনের শেষ পরিষেবা মিলবে রাত 9.40 মিনিটে।

ব্লু লাইনে দিনের প্রথম পরিষেবা:

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6:50 মিনিটে।

দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে 6:50 মিনিটে।

দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6:55 মিনিটে।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7:00 টার সময়।

ব্লু লাইনে দিনের প্রথম পরিষেবা:

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.28 মিনিটে।

দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.40 মিনিটে।

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:30 মিনিটে।

কবি সুভাষ থেকে দমদম যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে ৷

অন্যদিকে, ব্লু লাইনে যে রাত্রিকালীন বিশেষ পরিষেবা দেওয়া হয়ে থাকে সেটি স্বাভাবিক সময় অর্থাৎ কবি সুভাষ ও দমদম মেট্রো স্টেশন থেকে রাত 10.40 মিনিটেই ছাড়বে।

গ্রিন লাইন- 1

গ্রিন লাইনে 16 অক্টোবর সারাদিনে চলবে 90টি মেট্রো ৷ এর মধ্যে 45টি আপ ও 45টি ডাউন। প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6:55 মিনিটে এবং শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে। প্রথম 20 মিনিট অন্তর মিলবে মেট্রো।

দিনের প্রথম পরিষেবা: শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6:55 মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7:05 মিনিটে।

দিনের শেষ পরিষেবা: শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:35 মিনিটে। শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে।

গ্রিন লাইন- 2

16 অক্টোবর গ্রিন লাইন-2-এ সারাদিনে চলবে 118টি মেট্রো ৷ 59টি আপ এবং 59টি ডাউন পরিষেবা। সকাল 7 টা থেকে রাত 9:54 মিনিট পর্যন্ত মিলবে মেট্রো। প্রতি 12 থেকে 20 মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো।

দিনের প্রথম পরিষেবা: এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার দিনের প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল 7 টার সময়। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7:10 মিনিটে।

দিনের শেষ পরিষেবা: এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:44 মিনিটে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:54 মিনিটে। পার্পেল লাইন ও অরেঞ্জ লাইনে স্বাভাবিকের মতোই চলবে মেট্রো পরিষেবা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.