ETV Bharat / state

ইচ্ছেশক্তির কাছে হার মানে বয়স, উপনির্বাচনে ভোট দিলেন 105 বছরের মন্দাকিনী

গণতান্ত্রিক অধিকার প্রয়োগ যে কতটা গুরুত্বপূর্ণ তার রোল মডেল মেদিনীপুরের মন্দাকিনী পণ্ডা ৷ 105 বছরের এই বৃদ্ধা গত 7 নভেম্বর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন ৷

105 year old voter
105 বছরের ভোটার মন্দাকিনী পণ্ডা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 6:57 PM IST

মেদিনীপুর, 12 নভেম্বর: বয়স সংখ্যা মাত্র ৷ তাই তো ইচ্ছেশক্তির কাছে হার মানে বয়স ৷ বুধবার মেদিনীপুর উপনির্বাচনে তারই দৃষ্টান্ত স্থাপন করেছেন মন্দাকিনী পণ্ডা ৷ 105 বছর বয়সেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগে অবিচল তিনি ৷

মেদিনীপুর উপনির্বাচনে 2607 জন 85 বছর বয়েসের উপরে ভোটার রয়েছেন ৷ তার মধ্যে একজন হলেন সবচেয়ে বয়স্ক 105 বছরের ভোটার মন্দাকিনী । কুঁজো হয়ে হাঁটলেও প্রতি বছর ভোট দেন তিনি । তবে আগের মতো আর বুথে গিয়ে ভোট দেওয়া হয় না ৷ বরং, এরকম একটি মূল্যবান ভোট নিতে তাঁর বাড়িতেই হাজির হন বুথের কর্মীরা । মন্দাকিনী পণ্ডার কথায়, ভোট আমার গণতান্ত্রিক অধিকার এবং তা প্রতিবারই প্রয়োগ করি আমি ।

105 year old voter
সবচেয়ে বয়স্ক ভোটার (নিজস্ব ছবি)

কে এই মন্দাকিনী?

মেদিনীপুর পুরসভার 17 নম্বর ওয়ার্ডের নতুনবাজার এলাকার বাসিন্দা মন্দাকিনী পণ্ডা । স্বামী 40 বছর আগে মারা গিয়েছেন । মন্দাকিনীর বয়স 105 বছর হলেও এখনও নিজের কাজ নিজেই করেন তিনি । ভালো ভাবেই কথা বলতে পারেন ৷ কানেও শোনেন ঠিকঠাক । তবে বয়সের ভারে এখন কুঁজো হয়ে গিয়েছেন । মন্দাকিনী পণ্ডা আগে ভোট দিতে রিকশা করে বাড়ি থেকে 300 মিটার দূরে রামকৃষ্ণ মিশন স্কুলে যেতেন । তবে কয়েক বছর ধরে সেটি বন্ধ হয়েছে ৷ এখন বয়স্ক ভোটার হওয়ার সুবিধা পান তিনি ৷ বাড়িতে বসেই এখন ভোট দেন মন্দাকিনী । এবার গত 7 নভেম্বর তাঁর ভোট দেওয়া হয়ে গিয়েছে ৷

এ বিষয়ে মন্দাকিনী পণ্ডা বলেন, "খুব বেশি পড়াশোনা নেই আমার । অল্প বয়সে বাবা মারা যায় ৷ তাই নিজের নাম টুকু সই করতে পারি মাত্র । ছোট বয়সে বিয়ে হয়ে যায় ৷ তারপর সংসারই সব । একে একে আমার ছ'টি মেয়ে এবং তিন ছেলে হয় ।"

105 year old voter
নতুনবাজার এলাকার বাসিন্দা মন্দাকিনী পণ্ডা (নিজস্ব ছবি)

জানা গিয়েছে, দুই ছেলে কাছে থাকলেও মন্দাকিনী পণ্ডার বড় ছেলের মৃত্যু হয়েছে আগেই । তা-ও মনের জোর হারাননি তিনি ৷ বাড়ির পুত্রবধূদের কথায়, "শাশুড়ি মা যখন ভোট দেন তাঁকে দেখে অনেকেই অবাক হন । যদিও এখন তিনি ঘরেই থাকেন এবং ঘরে ভোট নিতে আসেন ভোট কর্মীরা । তবে অনেকেই ভোট নিতে এলে এত বয়সি ভোটার দেখে তাঁকে প্রণামও করেন । আমরা চাই তিনি তাঁর নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন ।"

রাত ফুরোলেই উপনির্বাচন মেদিনীপুরে । মোট 304টি পোলিং স্টেশনে প্রায় 18 কোম্পানি সেন্ট্রাল ফোর্স ও সঙ্গে সশস্ত্র রাজ্য পুলিশ নিয়ে ভোট হবে এই কেন্দ্রে । মোট 2 লক্ষ 91 হাজার 643 জন ভোটার রয়েছে ৷ তার মধ্যে 2607 জন রয়েছেন 85 বছরের বেশি বয়সি ভোটার । তবে একশো বছরের অধিক ভোটার হিসেবে নাম রয়েছে মেদিনীপুরের মন্দাকিনী পণ্ডার ।

উল্লেখ্য, এবারের মেদিনীপুর উপনির্বাচনে অনেক বেশি বয়স্ক ভোটার অংশগ্রহণ করছেন । তাঁদের কথা মাথায় রেখে সমস্ত ব্যবস্থা করে রেখেছে নির্বাচন কমিশন । যাতে এই বয়স্ক ভোটারদের কোনও অসুবিধা না হয়, সেজন্য অনেকের বাড়ি গিয়েই ভোট নেওয়া হবে ।

মেদিনীপুর, 12 নভেম্বর: বয়স সংখ্যা মাত্র ৷ তাই তো ইচ্ছেশক্তির কাছে হার মানে বয়স ৷ বুধবার মেদিনীপুর উপনির্বাচনে তারই দৃষ্টান্ত স্থাপন করেছেন মন্দাকিনী পণ্ডা ৷ 105 বছর বয়সেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগে অবিচল তিনি ৷

মেদিনীপুর উপনির্বাচনে 2607 জন 85 বছর বয়েসের উপরে ভোটার রয়েছেন ৷ তার মধ্যে একজন হলেন সবচেয়ে বয়স্ক 105 বছরের ভোটার মন্দাকিনী । কুঁজো হয়ে হাঁটলেও প্রতি বছর ভোট দেন তিনি । তবে আগের মতো আর বুথে গিয়ে ভোট দেওয়া হয় না ৷ বরং, এরকম একটি মূল্যবান ভোট নিতে তাঁর বাড়িতেই হাজির হন বুথের কর্মীরা । মন্দাকিনী পণ্ডার কথায়, ভোট আমার গণতান্ত্রিক অধিকার এবং তা প্রতিবারই প্রয়োগ করি আমি ।

105 year old voter
সবচেয়ে বয়স্ক ভোটার (নিজস্ব ছবি)

কে এই মন্দাকিনী?

মেদিনীপুর পুরসভার 17 নম্বর ওয়ার্ডের নতুনবাজার এলাকার বাসিন্দা মন্দাকিনী পণ্ডা । স্বামী 40 বছর আগে মারা গিয়েছেন । মন্দাকিনীর বয়স 105 বছর হলেও এখনও নিজের কাজ নিজেই করেন তিনি । ভালো ভাবেই কথা বলতে পারেন ৷ কানেও শোনেন ঠিকঠাক । তবে বয়সের ভারে এখন কুঁজো হয়ে গিয়েছেন । মন্দাকিনী পণ্ডা আগে ভোট দিতে রিকশা করে বাড়ি থেকে 300 মিটার দূরে রামকৃষ্ণ মিশন স্কুলে যেতেন । তবে কয়েক বছর ধরে সেটি বন্ধ হয়েছে ৷ এখন বয়স্ক ভোটার হওয়ার সুবিধা পান তিনি ৷ বাড়িতে বসেই এখন ভোট দেন মন্দাকিনী । এবার গত 7 নভেম্বর তাঁর ভোট দেওয়া হয়ে গিয়েছে ৷

এ বিষয়ে মন্দাকিনী পণ্ডা বলেন, "খুব বেশি পড়াশোনা নেই আমার । অল্প বয়সে বাবা মারা যায় ৷ তাই নিজের নাম টুকু সই করতে পারি মাত্র । ছোট বয়সে বিয়ে হয়ে যায় ৷ তারপর সংসারই সব । একে একে আমার ছ'টি মেয়ে এবং তিন ছেলে হয় ।"

105 year old voter
নতুনবাজার এলাকার বাসিন্দা মন্দাকিনী পণ্ডা (নিজস্ব ছবি)

জানা গিয়েছে, দুই ছেলে কাছে থাকলেও মন্দাকিনী পণ্ডার বড় ছেলের মৃত্যু হয়েছে আগেই । তা-ও মনের জোর হারাননি তিনি ৷ বাড়ির পুত্রবধূদের কথায়, "শাশুড়ি মা যখন ভোট দেন তাঁকে দেখে অনেকেই অবাক হন । যদিও এখন তিনি ঘরেই থাকেন এবং ঘরে ভোট নিতে আসেন ভোট কর্মীরা । তবে অনেকেই ভোট নিতে এলে এত বয়সি ভোটার দেখে তাঁকে প্রণামও করেন । আমরা চাই তিনি তাঁর নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন ।"

রাত ফুরোলেই উপনির্বাচন মেদিনীপুরে । মোট 304টি পোলিং স্টেশনে প্রায় 18 কোম্পানি সেন্ট্রাল ফোর্স ও সঙ্গে সশস্ত্র রাজ্য পুলিশ নিয়ে ভোট হবে এই কেন্দ্রে । মোট 2 লক্ষ 91 হাজার 643 জন ভোটার রয়েছে ৷ তার মধ্যে 2607 জন রয়েছেন 85 বছরের বেশি বয়সি ভোটার । তবে একশো বছরের অধিক ভোটার হিসেবে নাম রয়েছে মেদিনীপুরের মন্দাকিনী পণ্ডার ।

উল্লেখ্য, এবারের মেদিনীপুর উপনির্বাচনে অনেক বেশি বয়স্ক ভোটার অংশগ্রহণ করছেন । তাঁদের কথা মাথায় রেখে সমস্ত ব্যবস্থা করে রেখেছে নির্বাচন কমিশন । যাতে এই বয়স্ক ভোটারদের কোনও অসুবিধা না হয়, সেজন্য অনেকের বাড়ি গিয়েই ভোট নেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.