ETV Bharat / state

জয়নগরে ঘুমের মধ্যে ভেঙে পড়ল ঘরের দেওয়াল ! মৃত মা, আহত 4 ছেলেমেয়ে - Wall Collapse in Jaynagar - WALL COLLAPSE IN JAYNAGAR

Mud House Collapse: রাত তখন গভীর ৷ ঘুমে আচ্ছন্ন সকেলই ৷ ভারী বৃষ্টি হয়েই চলেছে ৷ আচমকাই মাটির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৷ বাড়ির সকলেই ভেঙে পড়া দেওয়ালের নীচে চাপা পড়ে চিৎকার করছে ৷ কারোরই বেরোনোর ক্ষমতা নেই সেখান থেকে ৷ কেই শিশু তো কেউ কিশোর ৷ আওয়াজ পেয়ে তাড়াতাড়ি ছুটে আসেন প্রতিবেশীরা ৷ কোনওরকম উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতেই যেতেই একজনের মৃত্যু হয় ৷

Mud House Collapse
মাটির ঘর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 5, 2024, 11:56 AM IST

Updated : Aug 5, 2024, 2:42 PM IST

জয়নগর, 5 অগস্ট: বেশ কয়েকদিন ধরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ হওয়ার কারণে বৃষ্টির ঝোড়ো ইনিংস চলছে ৷ অবিরাম এই বৃষ্টির কারণে ঘটল বিপত্তি ! মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার ৷ আহত তাঁর 4 ছেলেমেয়ে ৷ ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে দক্ষিণ 24 পরগনার জয়নগরের বকুলতলা থানার বেলেদুর্গানগর এলাকায়।

জয়নগরে ঘুমের মধ্যে ভেঙে পড়ল ঘরের দেওয়াল (ইটিভি ভারত)

মাটির দেওয়াল চাপা পড়ে মৃত ওই মহিলার নাম শাহানারা জমাদার (32)। আহতদের নাম মিরাজ আলি জমাদার (15), সূরজ জমাদার (13), নাসরিন জমাদার (9) ও সরফরাজ জমাদার (5)। আহতদের ও শাহানারাকে স্থানীয়রা উদ্ধার করে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ৷ কলকাতায় নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয় শাহানারা জমাদারের ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল অর্থাৎ রবিবার রাতে খাওয়া-দাওয়া করে চার ছেলেমেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন শাহানারা ৷ এরপর রাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীদের ৷ তাড়াতাড়ি তাঁরা বাইরে এসে দেখেন পাশের শাহানারাদের বাড়ির দেওয়াল বৃষ্টির কারণে ভেঙে পড়েছে ৷ সেই মাটির দেওয়ালে চাপা পড়ে চিৎকার করছেন জমাদার পরিবারের ছেলেমেয়েরা। প্রতিবেশীরা তড়িঘড়ি ভাঙা দেওয়াল সরিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

প্রথমে নিয়ে যাওয়া হয় নিমপীঠ গ্রামীণ হাসপাতালে। পরে শাহানারা-সহ তিন জনকে সেখান থেকে স্থানান্তর করা হয় কলকাতায় চিত্তরঞ্জন হাসপাতালে। সেই সময় রাস্তাতেই মৃত্যু হয় শাহনারার। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে গত কয়েক দিন ধরে বৃষ্টির কারণেই মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়তে পারে বলে অনুমান করছেন এলাকাবাসীরা ৷

জয়নগর, 5 অগস্ট: বেশ কয়েকদিন ধরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ হওয়ার কারণে বৃষ্টির ঝোড়ো ইনিংস চলছে ৷ অবিরাম এই বৃষ্টির কারণে ঘটল বিপত্তি ! মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার ৷ আহত তাঁর 4 ছেলেমেয়ে ৷ ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে দক্ষিণ 24 পরগনার জয়নগরের বকুলতলা থানার বেলেদুর্গানগর এলাকায়।

জয়নগরে ঘুমের মধ্যে ভেঙে পড়ল ঘরের দেওয়াল (ইটিভি ভারত)

মাটির দেওয়াল চাপা পড়ে মৃত ওই মহিলার নাম শাহানারা জমাদার (32)। আহতদের নাম মিরাজ আলি জমাদার (15), সূরজ জমাদার (13), নাসরিন জমাদার (9) ও সরফরাজ জমাদার (5)। আহতদের ও শাহানারাকে স্থানীয়রা উদ্ধার করে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ৷ কলকাতায় নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয় শাহানারা জমাদারের ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল অর্থাৎ রবিবার রাতে খাওয়া-দাওয়া করে চার ছেলেমেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন শাহানারা ৷ এরপর রাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীদের ৷ তাড়াতাড়ি তাঁরা বাইরে এসে দেখেন পাশের শাহানারাদের বাড়ির দেওয়াল বৃষ্টির কারণে ভেঙে পড়েছে ৷ সেই মাটির দেওয়ালে চাপা পড়ে চিৎকার করছেন জমাদার পরিবারের ছেলেমেয়েরা। প্রতিবেশীরা তড়িঘড়ি ভাঙা দেওয়াল সরিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

প্রথমে নিয়ে যাওয়া হয় নিমপীঠ গ্রামীণ হাসপাতালে। পরে শাহানারা-সহ তিন জনকে সেখান থেকে স্থানান্তর করা হয় কলকাতায় চিত্তরঞ্জন হাসপাতালে। সেই সময় রাস্তাতেই মৃত্যু হয় শাহনারার। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে গত কয়েক দিন ধরে বৃষ্টির কারণেই মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়তে পারে বলে অনুমান করছেন এলাকাবাসীরা ৷

Last Updated : Aug 5, 2024, 2:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.