নয়াদিল্লি, 17 মার্চ: বিরাট কোহলি, এবি ডি'ভিলিয়ার্সরা যা পারেননি; সেটাই করে দেখাল রয়্যাল চ্যালেঞ্জার্সের মহিলা ব্রিগেড ৷ দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে মহিলাদের প্রিমিয়র লিগের দ্বিতীয় সংস্করণ নিজেদের নামে করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ ব্য়াটে-বলে দুরন্ত আরসিবি রবিবাসরীয় মেগা ফাইনালে 8 উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালসকে ৷ রুদ্ধশ্বাস ম্যাচে তিন বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় 114 রান তুলে ফেলল তারা ৷ বল চার উইকেট নিলেন শ্রেয়াঙ্কা পাতিল ৷ ব্যাট হাতে অপরাজিত 35 রানের ইনিংস খেলে জয়ের নায়িকা এলিস পেরি ৷ যদিও আরসিবি'র উইনিং শট এল বঙ্গতনয়া রিচা ঘোষের ব্যাটে ৷
আরসিবি ট্রফি জেতায় ফের একবার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল দিল্লিকে ৷ অথচ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ইনিংসের শুরুটা দুর্দান্ত করে রানার্সরা ৷ সৌজন্যে শেফালি বর্মা ৷ ভারতীয় ওপেনারের 27 বলে ঝোড়ো 44 রানে ভর করে প্রথম সাত ওভারে 64 রান তোলে দিল্লি ৷ অষ্টম ওভারে সোফি মোলিনেক্সের স্পিনের জাদুতে ম্যাচের রাশ চলে আসে আরসিবি'র হাতে ৷ হ্যাটট্রিক না-হলেও ওই ওভারে তিনটি উইকেট তুলে নিয়ে মেগ ল্য়ানিংয়ের দলের কোমর ভেঙে দেন অজি স্পিনার ৷
এরপর আর সেই অর্থে ঘুরে দাঁড়াতে পারেনি ক্য়াপিটালস ৷ নিয়মিত ব্যবধানে উইকেট খোয়াতে থাকে তারা ৷ মোলিনেক্সের সঙ্গে উইকেট পার্টিতে সামিল হন শ্রেয়াঙ্কা এবং শোভানা আশা ৷ আরসিবি'র এই ত্রিফলা আক্রমণে কোনওক্রমে একশোর গণ্ডি পেরোয় দিল্লি ৷ শেষমেশ 18.3 ওভারে 113 রানেই গুটিয়ে যায় তারা ৷ শেফালির পর দিল্লির হয়ে দ্বিতীয় সর্বাধিক 23 রান করেন অধিনায়িকা ল্য়ানিং ৷
জবাবে ব্যাট করতে নেমে কখনোই দিল্লিকে ম্য়াচে জাঁকিয়ে বসতে দেননি আরসিবি ব্য়াটাররা ৷ 49 রানের ওপেনিং জুটিই জয়ের ভিত গড়ে দেয় রয়্য়াল চ্যালেঞ্জার্সের ৷ 31 রানে আউট হন মন্ধনা, সোফি ডিভাইন করেন 32 রান ৷ দু'জনে আউট হলেও দলকে জয় এনে দেন পেরি এবং রিচা (17*) ৷ মহিলা দলের জয় আইপিএলে পুরুষ দলকে কতটা উজ্জীবিত করে, এখন সেটাই দেখার ৷
আরও পড়ুন: