নয়াদিল্লি, 7 অগস্ট: ভিনেশ ফোগতের ঘটনা দেশের সকল মানুষের কাছে দুঃখের ৷ তাই আমাদের যতদূর যেতে হয় যাব ৷ ডিসকোয়ালিফিকেশন হওয়ার ঘটনায় কুস্তিগীরের পাশে দাঁড়িয়ে এমনটাই জানালেন দেশের কুস্তি ফেডারেশনের সভাপতি সঞ্জয় সিং ৷
ওজন 100 গ্রাম বেশি থাকায় বুধবার অর্থাৎ, সোনার পদক জয়ের বাউটের সকালে ভিনেশকে 'অযোগ্য' বলে ঘোষণা করা হয় ৷ আর এই খবরে মুষড়ে পড়ে সমগ্র দেশ ৷ এই বিষয়ে সংবাদসংস্থা এএনআই'কে ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি সঞ্জয় সিং বলেন, "আমাদের হাতে সময় কুব কম ৷ তবে যতদূর যাওয়া সম্ভব আমরা যাব ৷" তিনি আরও বলেন, "ওজন কমাতে সারারাত সে চেষ্টা চালিয়েছে ৷ ফলে সামান্য ডিহাইড্রেশনের সমস্যা হয়েছিল ৷ তবে আপাতত সে ফিট আছে এবং গেমস ভিলেজে বিশ্রাম নিচ্ছে ৷"
এরপরই সংবাদসংস্থাকে সঞ্জয় সিং বলেন, "এটা সমগ্র দেশের কাছেই খুব দুঃখের বিষয় যে আমরা প্রথম স্বর্ণপদক জয়ের সুযোগ হারালাম ৷ আমাদের অ্যাথলিটরা দারুণভাবে প্রস্তুত ছিল এবং দারুণ খেলছিল ৷ আমরা এখনও 2-3 পদকের অপেক্ষা করছি ৷"
#WATCH | Paris: On Indian wrestler Vinesh Phogat's disqualification from #ParisOlympics2024, Wrestling Federation of India (WFI) president Sanjay Singh says, " it is extremely unfortunate for our country that even after wrestling so well and qualifying for the finals, she was… pic.twitter.com/4VaaDYeDfo
— ANI (@ANI) August 7, 2024
এদিন সকালে ভিনেশের বাতিল ঘোষণা হওয়ার খবরে সিলমোহর দেয় ভারতীয় অলিম্পিক সংস্থা ৷ তারা এক বিবৃতিতে লেখে, "খুব দুঃখের সঙ্গে ভারতীয় দল জানাচ্ছে যে মহিলাদের কুস্তির 50 কেজি বিভাগে ভিনেশ ফোগতকে অযোগ্য ঘোষণা করা হয়েছে ৷ সারারাত দলের তরফে সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও সকালে নির্ধারিত 50 কেজির সামান্য বেশি ওজন ধরা পড়ে তাঁর ৷ আপাতত ভারতীয় দলের তরফে কোনও মন্তব্য করা হবে না ৷ এমতাবস্থায় ভিনেশকে প্রাইভেসিকে সম্মান দেওয়ার অনুরোধ করা হচ্ছে ৷"
টানা তিন বাউট জিতে মঙ্গলবার 50 কেজি ক্যাটেগরির ফাইনালে পৌঁছন ভিনেশ ৷ দেশের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্স ফাইনালে পৌঁছনোর নজির গড়েন তিনি ৷ 'দঙ্গল গার্ল' ভিনেশের গলায় প্য়ারিসে প্রথম সোনার পদক দেখার আশায় বুক বেঁধেছিল 140 কোটি ৷ কিন্তু তার আগে বয়ে গেল সবচেয়ে বড় দুঃসংবাদ ৷ (ANI Input)