ETV Bharat / sports

কোনও অফার থাকলে জানাবেন...দেশকে বিশ্বসেরা করে কাতর আর্তি 'বেকার' রাহুলের - RAHUL DRAVID Unemployed quote - RAHUL DRAVID UNEMPLOYED QUOTE

Rahul Dravid Interview: ক্রিকেটার হিসেবে তাঁর সাফল্যের ঝুলি কার্যত ফাঁকাই থেকে গিয়েছে ৷ অন্তত আইসিসি ট্রফি জয়ের নিরিখে ৷ তার উপর 2007 সালের বিশ্বকাপে ব্যর্থতার কলঙ্ক ৷ সেখান থেকে 14 বছর পর ভারতের কোচ হওয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই 17 বছর আগের কলঙ্ক ধুয়ে মুছে সাফ ৷ রাহুল দ্রাবিড় যেন এক রূপকথা ৷

ETV BHARAT
ভারতীয় দলের টি20 বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড় ৷ (ছবি- বিসিসিআই এক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 5:39 PM IST

কলকাতা, 30 জুন: রিসিভিং এন্ড থেকে এবার স্ট্রাইকিং এন্ডে রাহুল দ্রাবিড় ৷ ভারতীয় ক্রিকেটে তিনি অর্জুন নন, চিরকালীন কর্ণ ৷ যাঁর জয়রথ বারংবার অদৃষ্টের পাকে বসে গিয়েছে ৷ লড়াই করেও তিনি সহনায়ক ৷ লর্ডস হোক বা ইডেন ৷ কিংবা, 2007-এর 23 মার্চ ৷ গত বছরের 19 নভেম্বর ৷ রাহুল দ্রাবিড় সবসময়ই রিসিভিং এন্ডে ৷ তবে, এবার আর নয় ৷ 29 জুন, 2024 সালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বিশ্বজয় করে ফিরছেন তিনি ৷ তবে, মনে করিয়ে দিলেন, এবার তিনি বেকার ৷ শুধু ঝুলিতে থাকবে টি20 বিশ্বকাপ ৷

2007 থেকে 2024, মাঝের সতেরো বছরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে ৷ বদলে গিয়েছে ক্রিকেট ৷ কিন্তু দ্রাবিড় দর্শনে বদল হয়নি ৷ যেখানে সাফল্যের নিরন্তর চেষ্টাই শেষ কথা ৷ নিরন্তর চেষ্টায় ফাঁক না-রাখার কথা বলেন দ্রাবিড় ৷ সাফল্য না এলেও চেষ্টায় ত্রুটি না-রাখার মন্ত্র ভবিষ্যতের মনে ঢুকিয়ে দিতে চান তিনি ৷ সেই চেষ্টা যে অবশেষে সফল, তা 29 জুন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মাটিতে রোহিত শর্মার হাতে কাপ ওঠার মধ্যে দিয়ে প্রমাণিত ৷

দু’দিন আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বলছিলেন, "অনেক বড় খেলোয়াড় ৷ আমার সঙ্গে তিনটে ফাইনাল খেলেছে ৷ তিনটেতে সহ-অধিনায়ক ছিলেন 2001, 2002, 2003 সালে আমার ডেপুটি ছিলেন ৷ পাকিস্তানে অসাধারণ জয়ের সঙ্গী ছিলেন ৷ অস্ট্রেলিয়া, ইংল্যান্ডেও জয়ের সঙ্গী ৷ সাতমাস আগে বিশ্বকাপ ফাইনালে ওঠার পরে, ফের বিশ্বকাপ ফাইনাল খেলবে ৷ সাতমাসের মধ্যে দু’টো বিশ্বকাপ ফাইনাল খেলা প্রমাণ করে দলটার গভীরতা কতটা ৷ রাহুল দ্রাবিড় আমার বোর্ড প্রেসিডেন্ট থাকার সময় কোচ হয়েছিল ৷ ক্যাপ্টেন রোহিত শর্মাও আমার সময়ে নেতৃত্বের দায়িত্ব নিয়েছিল ৷ রাহুল দ্রাবিড় ফেনোমেনাল ৷ শুধু ক্রিকেটার হিসেবে নয়, কোচ হিসেবেও ফেনোমেনাল ৷"

টি20 বিশ্বকাপের আরও খবর জানুন...

টি-20 বিশ্বকাপ জয়, রাহুল দ্রাবিড়ের ক্রিকেট কেরিয়ারে অবশেষে কিছু প্রাপ্তির তালিকায় রেখে দিয়ে গেল ৷ এই সাফল্য নিয়ে রাহুল দ্রাবিড় নিজে কী বলছেন ? কিংস্টোন ওভালের মাঠে দাঁড়িয়ে রাহুল জানালেন, "আমি তেমন ব্যক্তি নই যে কোনও কিছুর প্রত্যাশায় থাকে ৷ আর বিশেষত ক্রিকেটার হিসেবে আমি খুব একটা ট্রফি তোলার সুযোগ পাইনি ৷ তবে, রোহিত এবং এই তরুণ ক্রিকেটাররা কোচ হিসেবে আমাকে সেই সুযোগটা করে দিয়েছে ৷ তবে, আমি প্রসেসে বিশ্বাস করি...৷"

কোচ হিসেবে 2021 সালের শেষে দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড় ৷ সংযুক্ত আরব শাহিতে টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকে ভারত ছিটকে যাওয়ার পর, ইন্ডিয়ান ক্রিকেটের অন্দরের অস্থির পরিবেশ তৈরি হয়েছিল ৷ সেই সময় বোর্ডের সঙ্গে তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির চাপানউতর শিরোনামে ছিল ৷ সেখান থেকে রোহিত শর্মার হাতে অধিনায়কত্ব আসা ও সেখান থেকে ভারতীয় ক্রিকেটের এক নতুন যাত্রা শুরু হওয়া ৷ প্রায় তিন বছরের একটা পথচলার শুভ সমাপ্তি ঘটল শনিবার বার্বাডোজে ৷

এনিয়ে রাহুল দ্রাবিড় বলেন, "2 বছরের বেশি সময়, 2021 সালে দায়িত্ব নিয়েছিলাম ৷ কোচিংয়ের একটা কোর টিমকে সঙ্গে নিয়ে দলটাকে তৈরি করেছি ৷ মাঝে একাধিক ব্যর্থতা এসেছে ৷ 2022 সালের টি-20 বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ আর সাম্প্রতিক সময়ে 2023 সালের বিশ্বকাপে ব্যর্থতা ৷ একটা সময় মনে হচ্ছিল, আমরা ভালো খেলছি, সব ম্যাচ জিতছি ৷ কিন্তু, শেষে এসে কেন লাইন ক্রস করতে পারছি না ? অবশেষে সেই না-পারাটা সাফল্যে পরিণত হল ৷"

বার্বাডোজের মাঠে সাংবাদিকদের সঙ্গে কথার মাঝে রসিকতাও করলেন জ্যামি ৷ এই মাসটাই শেষ ৷ 1 জুলাই থেকে রাহুল দ্রাবিড় আর ভারতীয় দলের কোচ থাকবেন না ৷ তাঁর জায়গায় নতুন কোচ এবং তাঁর নতুন সাপোর্ট স্টাফ ৷ তাই রাহুল রসিকতার ছলেই বললেন, "আগামী সপ্তাহ থেকে আমি বেকার ৷ এই সবকিছু স্মৃতি হিসেবে থেকে যাবে ৷ রোহিত এবং বাকিদের সঙ্গে যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে, সেটা আশা করছি ভবিষ্যতেও থাকবে ৷ তবে, এটা সত্যি, আমি বেকার ৷ কারও কাছে কোনও অফার থাকলে জানাবেন ৷"

কলকাতা, 30 জুন: রিসিভিং এন্ড থেকে এবার স্ট্রাইকিং এন্ডে রাহুল দ্রাবিড় ৷ ভারতীয় ক্রিকেটে তিনি অর্জুন নন, চিরকালীন কর্ণ ৷ যাঁর জয়রথ বারংবার অদৃষ্টের পাকে বসে গিয়েছে ৷ লড়াই করেও তিনি সহনায়ক ৷ লর্ডস হোক বা ইডেন ৷ কিংবা, 2007-এর 23 মার্চ ৷ গত বছরের 19 নভেম্বর ৷ রাহুল দ্রাবিড় সবসময়ই রিসিভিং এন্ডে ৷ তবে, এবার আর নয় ৷ 29 জুন, 2024 সালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বিশ্বজয় করে ফিরছেন তিনি ৷ তবে, মনে করিয়ে দিলেন, এবার তিনি বেকার ৷ শুধু ঝুলিতে থাকবে টি20 বিশ্বকাপ ৷

2007 থেকে 2024, মাঝের সতেরো বছরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে ৷ বদলে গিয়েছে ক্রিকেট ৷ কিন্তু দ্রাবিড় দর্শনে বদল হয়নি ৷ যেখানে সাফল্যের নিরন্তর চেষ্টাই শেষ কথা ৷ নিরন্তর চেষ্টায় ফাঁক না-রাখার কথা বলেন দ্রাবিড় ৷ সাফল্য না এলেও চেষ্টায় ত্রুটি না-রাখার মন্ত্র ভবিষ্যতের মনে ঢুকিয়ে দিতে চান তিনি ৷ সেই চেষ্টা যে অবশেষে সফল, তা 29 জুন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মাটিতে রোহিত শর্মার হাতে কাপ ওঠার মধ্যে দিয়ে প্রমাণিত ৷

দু’দিন আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বলছিলেন, "অনেক বড় খেলোয়াড় ৷ আমার সঙ্গে তিনটে ফাইনাল খেলেছে ৷ তিনটেতে সহ-অধিনায়ক ছিলেন 2001, 2002, 2003 সালে আমার ডেপুটি ছিলেন ৷ পাকিস্তানে অসাধারণ জয়ের সঙ্গী ছিলেন ৷ অস্ট্রেলিয়া, ইংল্যান্ডেও জয়ের সঙ্গী ৷ সাতমাস আগে বিশ্বকাপ ফাইনালে ওঠার পরে, ফের বিশ্বকাপ ফাইনাল খেলবে ৷ সাতমাসের মধ্যে দু’টো বিশ্বকাপ ফাইনাল খেলা প্রমাণ করে দলটার গভীরতা কতটা ৷ রাহুল দ্রাবিড় আমার বোর্ড প্রেসিডেন্ট থাকার সময় কোচ হয়েছিল ৷ ক্যাপ্টেন রোহিত শর্মাও আমার সময়ে নেতৃত্বের দায়িত্ব নিয়েছিল ৷ রাহুল দ্রাবিড় ফেনোমেনাল ৷ শুধু ক্রিকেটার হিসেবে নয়, কোচ হিসেবেও ফেনোমেনাল ৷"

টি20 বিশ্বকাপের আরও খবর জানুন...

টি-20 বিশ্বকাপ জয়, রাহুল দ্রাবিড়ের ক্রিকেট কেরিয়ারে অবশেষে কিছু প্রাপ্তির তালিকায় রেখে দিয়ে গেল ৷ এই সাফল্য নিয়ে রাহুল দ্রাবিড় নিজে কী বলছেন ? কিংস্টোন ওভালের মাঠে দাঁড়িয়ে রাহুল জানালেন, "আমি তেমন ব্যক্তি নই যে কোনও কিছুর প্রত্যাশায় থাকে ৷ আর বিশেষত ক্রিকেটার হিসেবে আমি খুব একটা ট্রফি তোলার সুযোগ পাইনি ৷ তবে, রোহিত এবং এই তরুণ ক্রিকেটাররা কোচ হিসেবে আমাকে সেই সুযোগটা করে দিয়েছে ৷ তবে, আমি প্রসেসে বিশ্বাস করি...৷"

কোচ হিসেবে 2021 সালের শেষে দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড় ৷ সংযুক্ত আরব শাহিতে টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকে ভারত ছিটকে যাওয়ার পর, ইন্ডিয়ান ক্রিকেটের অন্দরের অস্থির পরিবেশ তৈরি হয়েছিল ৷ সেই সময় বোর্ডের সঙ্গে তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির চাপানউতর শিরোনামে ছিল ৷ সেখান থেকে রোহিত শর্মার হাতে অধিনায়কত্ব আসা ও সেখান থেকে ভারতীয় ক্রিকেটের এক নতুন যাত্রা শুরু হওয়া ৷ প্রায় তিন বছরের একটা পথচলার শুভ সমাপ্তি ঘটল শনিবার বার্বাডোজে ৷

এনিয়ে রাহুল দ্রাবিড় বলেন, "2 বছরের বেশি সময়, 2021 সালে দায়িত্ব নিয়েছিলাম ৷ কোচিংয়ের একটা কোর টিমকে সঙ্গে নিয়ে দলটাকে তৈরি করেছি ৷ মাঝে একাধিক ব্যর্থতা এসেছে ৷ 2022 সালের টি-20 বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ আর সাম্প্রতিক সময়ে 2023 সালের বিশ্বকাপে ব্যর্থতা ৷ একটা সময় মনে হচ্ছিল, আমরা ভালো খেলছি, সব ম্যাচ জিতছি ৷ কিন্তু, শেষে এসে কেন লাইন ক্রস করতে পারছি না ? অবশেষে সেই না-পারাটা সাফল্যে পরিণত হল ৷"

বার্বাডোজের মাঠে সাংবাদিকদের সঙ্গে কথার মাঝে রসিকতাও করলেন জ্যামি ৷ এই মাসটাই শেষ ৷ 1 জুলাই থেকে রাহুল দ্রাবিড় আর ভারতীয় দলের কোচ থাকবেন না ৷ তাঁর জায়গায় নতুন কোচ এবং তাঁর নতুন সাপোর্ট স্টাফ ৷ তাই রাহুল রসিকতার ছলেই বললেন, "আগামী সপ্তাহ থেকে আমি বেকার ৷ এই সবকিছু স্মৃতি হিসেবে থেকে যাবে ৷ রোহিত এবং বাকিদের সঙ্গে যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে, সেটা আশা করছি ভবিষ্যতেও থাকবে ৷ তবে, এটা সত্যি, আমি বেকার ৷ কারও কাছে কোনও অফার থাকলে জানাবেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.