ETV Bharat / sports

সর্বাধিক রান-ক্যাচ থেকে দ্রুততম শতরান, একাধিক রেকর্ড ভাঙতে পারে আসন্ন টি-20 বিশ্বকাপে - ICC T20 WORLD CUP

Top Records Could be Broken in T20 World Cup 2024: দিনদু'য়েকের অপেক্ষা ৷ তারপরই শুরু হচ্ছে কুড়ি-বিশের বিশ্বযুদ্ধের আসর ৷ মার্কিন মুলুক ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বসতে চলেছে টি-20 বিশ্বকাপের জমজমাট এই 'শো' ৷ ট্রফি জয়ের লড়াইয়ে নামছে 20টি দেশ ৷ আর বিশ্বকাপ মানেই শুধু খেতাব জেতা নয়, একাধিক রেকর্ডের দিকে নজর থাকে ক্রিকেটপ্রেমীদের ৷ এবারের বিশ্বকাপে পুরনো রেকর্ড ভেঙে একাধিক নতুন নজির হতে পারে ৷

Top Records Could be Broken in T20 World Cup 2024
টি-20 বিশ্বকাপের ট্রফি (ইটিভি ভারত)
author img

By ANI

Published : May 30, 2024, 1:46 PM IST

নয়াদিল্লি, 30 মে: রেকর্ড যেমন গড়ে, তেমনই ভাঙে ৷ আর রেকর্ড ভাঙা-গড়ার সেরা মঞ্চ যে কোনও বিশ্বকাপ, তার উপর সেটা যদি টি-20 ফরম্যাটে হয়, তাহলে তো কথাই নেই ৷ এই ফরম্যাটে কোনও রের্কডই বেশিদিন স্থায়ী হয় না ৷ সদ্য আইপিএল শেষ হয়েছে ৷ সেখানেও এবার নানা রেকর্ড গড়েছে ও ভেঙেেছে ৷ তবে ক্রিকেট এখন ঢুকে পড়েছে বিশ্বকাপ বৃত্তে ৷ আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে 2 জুন থেকে বসছে টি-20 বিশ্বকাপের আসর ৷ আগামী 2 জুন কানাডা ও আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে বিশ্বকাপের নবম আসর ৷ 20টি দেশের মধ্যে অনুষ্ঠিত হতে চলা এই এই রের্কডগুলো ভাঙার সম্ভাবনা প্রবল ৷ একনজরে দেখে নেওয়া যাক কী কী সেই রেকর্ড ৷

  • সবচেয়ে বেশি চার:

ব্যক্তিগত সর্বাধিক বল বাউন্ডারিতে পাঠানোর তালিকায় শীর্ষে রয়েছেন-শ্রীলঙ্কা প্রাক্তন ক্রিকেটার মাহেলা জয়বর্ধন ৷ তিনি টি-20 বিশ্বকাপে 111টি চার মেরেছেন ৷ 103টি চার মেরে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ৷ আর 9টি চার মারলেই চেজ মাস্টার ভেঙে দেবেন এই রেকর্ড ৷ 91টি চার নিয়ে এই তালিকার চার নম্বরে রয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা ৷ তাঁরও সম্ভাবনা রয়েছে টি-20 বিশ্বকাপে বাউন্ডারির নিরিখে শীর্ষস্থানে উঠে আসার ৷

  • সবচেয়ে বেশি ক্যাচ:

এবি ডি'ভিলিয়ার্স বর্তমানে এই তালিকার শীর্ষে রয়েছেন ৷ বর্তমানে পুরুষদের টি-20 বিশ্বকাপে 23টি ক্যাচ নিয়ে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার তালিকায় শীর্ষে রয়েছেন প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার। এরপরেই রয়েছেন ডেভিড ওয়ার্নার ৷ 21টি ক্যাচ নিয়ে এই তালিকার পরেই রয়েছেন তিনি। অস্ট্রেলিয়ান তারকা চাইবেন আর 3টি উইকেট নিয়ে রেকর্ডটি নিজের নামে করতে ৷ রোহিত শর্মা এবং গ্লেন ম্যাক্সওয়েল 16টি ক্যাচ নিয়ে তালিকার তৃতীয়-চতুর্থ স্থানে রয়েছেন।

  • দ্রুততম সেঞ্চুরি:

47 ও 50 বলের সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিস গেইল বর্তমানে পুরুষদের টি-20 বিশ্বকাপে দ্রুততম শতরানকারী হিসেবে শীর্ষ দু'টি স্থান ধরে রেখেছেন। তবে সামগ্রিকভাবে নেপালের জান নিকোল এবছর মাত্র 33 বলে টি-20 ফরম্যাটে সেঞ্চুরি করেছেন। এবারের আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র হোক বা ওয়েস্ট ইন্ডিজের মাঠ খুব একটা বড় নয়, ফলে চার ও ছক্কার বন্যায় গেইলের রেকর্ড ভেঙে যেতেই পারে ৷ নজর থাকবে সেদিকে ৷

  • সব ফরম্যাটে বিশ্বজয়ের নজিরের সামনে অজিরা:

একই সময়ে সমস্ত আইসিসি ট্রফি জেতার হাতছানি অস্ট্রেলিয়ার সামনে ৷ গত বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং এক দিনের বিশ্বকাপ জিতেছে তারা। এবার টি-20 বিশ্বকাপ জিতলে ঐতিহাসিক নজির তৈরি করবে অস্ট্রেলিয়া। পাশাপাশি, অস্ট্রেলিয়া আইসিসি অনূর্ধ্ব-19 (পুরুষ) বিশ্বকাপ, আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপ এবং আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বটে।

বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে জঙ্গি হামলার হুমকি, নিউইর্য়কে কড়া নিরাপত্তা

নয়াদিল্লি, 30 মে: রেকর্ড যেমন গড়ে, তেমনই ভাঙে ৷ আর রেকর্ড ভাঙা-গড়ার সেরা মঞ্চ যে কোনও বিশ্বকাপ, তার উপর সেটা যদি টি-20 ফরম্যাটে হয়, তাহলে তো কথাই নেই ৷ এই ফরম্যাটে কোনও রের্কডই বেশিদিন স্থায়ী হয় না ৷ সদ্য আইপিএল শেষ হয়েছে ৷ সেখানেও এবার নানা রেকর্ড গড়েছে ও ভেঙেেছে ৷ তবে ক্রিকেট এখন ঢুকে পড়েছে বিশ্বকাপ বৃত্তে ৷ আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে 2 জুন থেকে বসছে টি-20 বিশ্বকাপের আসর ৷ আগামী 2 জুন কানাডা ও আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে বিশ্বকাপের নবম আসর ৷ 20টি দেশের মধ্যে অনুষ্ঠিত হতে চলা এই এই রের্কডগুলো ভাঙার সম্ভাবনা প্রবল ৷ একনজরে দেখে নেওয়া যাক কী কী সেই রেকর্ড ৷

  • সবচেয়ে বেশি চার:

ব্যক্তিগত সর্বাধিক বল বাউন্ডারিতে পাঠানোর তালিকায় শীর্ষে রয়েছেন-শ্রীলঙ্কা প্রাক্তন ক্রিকেটার মাহেলা জয়বর্ধন ৷ তিনি টি-20 বিশ্বকাপে 111টি চার মেরেছেন ৷ 103টি চার মেরে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ৷ আর 9টি চার মারলেই চেজ মাস্টার ভেঙে দেবেন এই রেকর্ড ৷ 91টি চার নিয়ে এই তালিকার চার নম্বরে রয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা ৷ তাঁরও সম্ভাবনা রয়েছে টি-20 বিশ্বকাপে বাউন্ডারির নিরিখে শীর্ষস্থানে উঠে আসার ৷

  • সবচেয়ে বেশি ক্যাচ:

এবি ডি'ভিলিয়ার্স বর্তমানে এই তালিকার শীর্ষে রয়েছেন ৷ বর্তমানে পুরুষদের টি-20 বিশ্বকাপে 23টি ক্যাচ নিয়ে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার তালিকায় শীর্ষে রয়েছেন প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার। এরপরেই রয়েছেন ডেভিড ওয়ার্নার ৷ 21টি ক্যাচ নিয়ে এই তালিকার পরেই রয়েছেন তিনি। অস্ট্রেলিয়ান তারকা চাইবেন আর 3টি উইকেট নিয়ে রেকর্ডটি নিজের নামে করতে ৷ রোহিত শর্মা এবং গ্লেন ম্যাক্সওয়েল 16টি ক্যাচ নিয়ে তালিকার তৃতীয়-চতুর্থ স্থানে রয়েছেন।

  • দ্রুততম সেঞ্চুরি:

47 ও 50 বলের সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিস গেইল বর্তমানে পুরুষদের টি-20 বিশ্বকাপে দ্রুততম শতরানকারী হিসেবে শীর্ষ দু'টি স্থান ধরে রেখেছেন। তবে সামগ্রিকভাবে নেপালের জান নিকোল এবছর মাত্র 33 বলে টি-20 ফরম্যাটে সেঞ্চুরি করেছেন। এবারের আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র হোক বা ওয়েস্ট ইন্ডিজের মাঠ খুব একটা বড় নয়, ফলে চার ও ছক্কার বন্যায় গেইলের রেকর্ড ভেঙে যেতেই পারে ৷ নজর থাকবে সেদিকে ৷

  • সব ফরম্যাটে বিশ্বজয়ের নজিরের সামনে অজিরা:

একই সময়ে সমস্ত আইসিসি ট্রফি জেতার হাতছানি অস্ট্রেলিয়ার সামনে ৷ গত বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং এক দিনের বিশ্বকাপ জিতেছে তারা। এবার টি-20 বিশ্বকাপ জিতলে ঐতিহাসিক নজির তৈরি করবে অস্ট্রেলিয়া। পাশাপাশি, অস্ট্রেলিয়া আইসিসি অনূর্ধ্ব-19 (পুরুষ) বিশ্বকাপ, আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপ এবং আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বটে।

বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে জঙ্গি হামলার হুমকি, নিউইর্য়কে কড়া নিরাপত্তা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.