ETV Bharat / sports

'হালকা নিয়ে ভুগেছে পাকিস্তান', বাংলাদেশ সিরিজের আগে রোহিতদের সতর্কবার্তা গাভাসকরের - GAVASKAR WARNS TEAM INDIA

GAVASKAR TO INDIAN CRICKET TEAM: বাংলাদেশ এখন যে কোনও প্রতিপক্ষের কাছেই সমীহ জাগানো নাম ৷ পাকিস্তানকে হারানোর পর তো লড়াই কোনওভাবেই সহজ হবে না ৷ সিরিজ শুরুর আগে রোহিত ব্রিগেডকে সতর্কবার্তা সুনীল গাভাসকরের ৷

GAVASKAR WARNS TEAM INDIA
রোহিতদের সতর্ক করলেন গাভাসকর (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 16, 2024, 8:58 PM IST

নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর: পাকিস্তানকে তাঁদের দেশের মাটিতে হোয়াইট-ওয়াশ করে আসলেও ভারতের মাটিতে সেভাবে দাগ কাটতে পারবে না বাংলাদেশ ৷ এমনটাই মত বিশেষজ্ঞদের ৷ বর্তমান পাকিস্তান দলের থেকে ভারতীয় দল যে কয়েক যোজন এগিয়ে আছে, তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, অজয় জাদেজার মত প্রাক্তনীরা ৷ কিন্তু খানিক উলটো সুর কিংবদন্তি সুনীল গাভাসকরের গলায় ৷ বাংলাদেশ বর্তমানে যে কোনও দলকে কঠিন লড়াই ছুড়ে দিতে সিদ্ধহস্ত ৷ তাই সিরিজ শুরুর আগে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানিকে সতর্ক করলেন 'লিটল মাস্টার' ৷

মিড-ডে'তে সানি লিখেছেন, "পাকিস্তানকে পাকিস্তানেরই মাটিতে জোড়া টেস্টে হারিয়ে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে তাঁদের হেলাফেলা করা চলবে না ৷ এমনকী বছরদু'য়েক আগে ভারত যখন বাংলাদেশে গিয়েছিল তখনও ভালো লড়াই ছুড়ে দিয়েছিল ওরা ৷ এখন তো পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের পর ভারতের বিরুদ্ধে কিছু করে দেখানোর জন্য মরিয়া থাকবে ৷"

এ প্রসঙ্গে বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটারের প্রশংসা করেছেন কিংবদন্তি ৷ সানি লিখেছেন, "বাংলাদেশ দলে বেশ কিছু ভালো এবং প্রতিভাবান ক্রিকেটার রয়েছে ৷ ফলত তারা আর প্রতিপক্ষকে ভয় করে না, যেটা আন্তর্জাতিক ক্রিকেটের শুরুতে তাঁদের মধ্যে লক্ষ্য করা যেত ৷ এখন বাংলাদেশের মুখোমুখি যারাই হোক না কেন সমীহ না-করলেই বিপদ ৷ পাকিস্তান যেমন হালকা নিয়ে বিপদে পড়েছে ৷ সবমিলিয়ে ভারতের বিরুদ্ধে সিরিজটা উত্তেজক হতে চলেছে ৷"

এ যাবৎ টেস্ট ক্রিকেটে ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান ৷ 13টি ম্য়াচের মধ্যে 11টি ম্য়াচে জিতেছে ভারত এবং দু'টি ম্যাচ ড্র হয়েছে ৷ তবে শেষবার 2022 সালে ভারত যখন বাংলাদেশে খেলতে গিয়েছিল তখন ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল 'টাইগার'রা ৷ 145 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে 74 রানে 7 উইকেট খুইয়ে বসেছিল ভারত ৷ কিন্তু অষ্টম উইকেটে রবিচন্দ্রন অশ্বিন এবং শ্রেয়স আইয়ারের 71 রানের জুটি 2-0 ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে ভারতের ৷

নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর: পাকিস্তানকে তাঁদের দেশের মাটিতে হোয়াইট-ওয়াশ করে আসলেও ভারতের মাটিতে সেভাবে দাগ কাটতে পারবে না বাংলাদেশ ৷ এমনটাই মত বিশেষজ্ঞদের ৷ বর্তমান পাকিস্তান দলের থেকে ভারতীয় দল যে কয়েক যোজন এগিয়ে আছে, তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, অজয় জাদেজার মত প্রাক্তনীরা ৷ কিন্তু খানিক উলটো সুর কিংবদন্তি সুনীল গাভাসকরের গলায় ৷ বাংলাদেশ বর্তমানে যে কোনও দলকে কঠিন লড়াই ছুড়ে দিতে সিদ্ধহস্ত ৷ তাই সিরিজ শুরুর আগে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানিকে সতর্ক করলেন 'লিটল মাস্টার' ৷

মিড-ডে'তে সানি লিখেছেন, "পাকিস্তানকে পাকিস্তানেরই মাটিতে জোড়া টেস্টে হারিয়ে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে তাঁদের হেলাফেলা করা চলবে না ৷ এমনকী বছরদু'য়েক আগে ভারত যখন বাংলাদেশে গিয়েছিল তখনও ভালো লড়াই ছুড়ে দিয়েছিল ওরা ৷ এখন তো পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের পর ভারতের বিরুদ্ধে কিছু করে দেখানোর জন্য মরিয়া থাকবে ৷"

এ প্রসঙ্গে বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটারের প্রশংসা করেছেন কিংবদন্তি ৷ সানি লিখেছেন, "বাংলাদেশ দলে বেশ কিছু ভালো এবং প্রতিভাবান ক্রিকেটার রয়েছে ৷ ফলত তারা আর প্রতিপক্ষকে ভয় করে না, যেটা আন্তর্জাতিক ক্রিকেটের শুরুতে তাঁদের মধ্যে লক্ষ্য করা যেত ৷ এখন বাংলাদেশের মুখোমুখি যারাই হোক না কেন সমীহ না-করলেই বিপদ ৷ পাকিস্তান যেমন হালকা নিয়ে বিপদে পড়েছে ৷ সবমিলিয়ে ভারতের বিরুদ্ধে সিরিজটা উত্তেজক হতে চলেছে ৷"

এ যাবৎ টেস্ট ক্রিকেটে ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান ৷ 13টি ম্য়াচের মধ্যে 11টি ম্য়াচে জিতেছে ভারত এবং দু'টি ম্যাচ ড্র হয়েছে ৷ তবে শেষবার 2022 সালে ভারত যখন বাংলাদেশে খেলতে গিয়েছিল তখন ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল 'টাইগার'রা ৷ 145 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে 74 রানে 7 উইকেট খুইয়ে বসেছিল ভারত ৷ কিন্তু অষ্টম উইকেটে রবিচন্দ্রন অশ্বিন এবং শ্রেয়স আইয়ারের 71 রানের জুটি 2-0 ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে ভারতের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.