ETV Bharat / sports

ফের কামাল শ্রীলঙ্কার লোয়ার-অর্ডারের, ভারতের জয়ের জন্য চাই 241 রান - India vs Sri Lanka 2nd ODI

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 4, 2024, 7:22 PM IST

India vs Sri Lanka 2nd ODI: ফের একবার ভারতীয় বোলারদের বিরুদ্ধে লড়াই করল শ্রীলঙ্কার লোয়ার-অর্ডার ৷ দেড়শো রানেরও কমে 6 উইকেট হারিয়েও, 50 ওভার পুরো খেলল চরিথ আসালঙ্কার দল ৷ সেই সঙ্গে প্রেমদাসার মন্থর উইকেটে লড়াকু টোটাল দাঁড় করাল শ্রীলঙ্কা ৷

India vs Sri Lanka 2nd ODI
ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ান-ডে ৷ (ছবি- বিসিসিআই এক্স হ্যান্ডেল)

কলম্বো, 4 অগস্ট: প্রথম ওভারের প্রথম বলেই শ্রীলঙ্কার ওপেনার পথুম নিসাঙ্কার উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ ৷ যেন গতবছরের এশিয়া কাপের স্মৃতি ফিরিয়ে আনার মুডে ছিলেন ভারতীয় পেসার ৷ কিন্তু, ভারতের পেস ব্যাটারির জ্বলে ওঠা সেখানেই শেষ ৷ দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচে ফের একবার নিজেদের ধার দেখাল ভারতের তরুণ স্পিন ব্রিগেড ৷ তবে, তা সত্ত্বেও শ্রীলঙ্কাকে 50 ওভারে 240 রান করা থেকে আটকাতে পারল না ভারত ৷

এদিন টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ৷ শুরুতেই ওপেনার নিসাঙ্কার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লঙ্কাবাহিনী ৷ তবে, দ্বিতীয় উইকেটে 74 রানের লড়াকু পার্টনারশিপে শ্রীলঙ্কাকে ম্যাচে ফিরিয়ে আনেন আভিষ্কা ফার্নান্দো (40) এবং কুশল মেন্ডিস (30) ৷ তবে, দু’জনকেই প্যাভিলিয়নে পাঠান ওয়াশিংটন সুন্দর ৷ এরপর একে একে সাদিরা সমরবিক্রমা (14), আসালঙ্কা (25) এবং জনিথ লিয়েনানগে (12) আউট হতেই চাপে পড়ে যায় দ্বীপরাষ্ট্রের দলটি ৷

মাত্র 136 রানে 6 উইকেট হারিয়ে তখন চাপের মুখে শ্রীলঙ্কা ৷ কিন্তু, ফের একবার ভারতের পথের কাঁটা হয়ে দাঁড়ালেন দুনিথ ওয়ালেলাগে (39) ৷ গত ম্যাচে অপরাজিত অর্ধশতরানের পর, আজও শ্রীলঙ্কার ইনিংস দু’শো পার করিয়ে দেন ৷ তাঁকে যোগ্য সঙ্গত দিলেন কামিন্দু মেন্ডিস (40) ৷ দু’জনের মধ্যে 68 রানের পার্টনারশিপ হয় ৷ 50 ওভারে 9 উইকেট হারিয়ে 240 রান তুলেছে শ্রীলঙ্কা ৷

ভারতের হয়ে সবচেয়ে বেশি 3 উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর ৷ 2 উইকেট নেন কুলদীপ যাদব এবং একটি করে উইকেট পান মহম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল ৷ আর্শদীপ সিং আজ কোনও উইকেট পাননি ৷ বরং প্রায় সাড়ে ছ’রান প্রতি ওভার খরচ করেছেন ৷ তাঁর শেষ ওভারে দু’টি রান আউট হওয়ায়, শ্রীলঙ্কা আড়াইশো টপকাতে পারেনি ৷

কলম্বো, 4 অগস্ট: প্রথম ওভারের প্রথম বলেই শ্রীলঙ্কার ওপেনার পথুম নিসাঙ্কার উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ ৷ যেন গতবছরের এশিয়া কাপের স্মৃতি ফিরিয়ে আনার মুডে ছিলেন ভারতীয় পেসার ৷ কিন্তু, ভারতের পেস ব্যাটারির জ্বলে ওঠা সেখানেই শেষ ৷ দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচে ফের একবার নিজেদের ধার দেখাল ভারতের তরুণ স্পিন ব্রিগেড ৷ তবে, তা সত্ত্বেও শ্রীলঙ্কাকে 50 ওভারে 240 রান করা থেকে আটকাতে পারল না ভারত ৷

এদিন টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ৷ শুরুতেই ওপেনার নিসাঙ্কার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লঙ্কাবাহিনী ৷ তবে, দ্বিতীয় উইকেটে 74 রানের লড়াকু পার্টনারশিপে শ্রীলঙ্কাকে ম্যাচে ফিরিয়ে আনেন আভিষ্কা ফার্নান্দো (40) এবং কুশল মেন্ডিস (30) ৷ তবে, দু’জনকেই প্যাভিলিয়নে পাঠান ওয়াশিংটন সুন্দর ৷ এরপর একে একে সাদিরা সমরবিক্রমা (14), আসালঙ্কা (25) এবং জনিথ লিয়েনানগে (12) আউট হতেই চাপে পড়ে যায় দ্বীপরাষ্ট্রের দলটি ৷

মাত্র 136 রানে 6 উইকেট হারিয়ে তখন চাপের মুখে শ্রীলঙ্কা ৷ কিন্তু, ফের একবার ভারতের পথের কাঁটা হয়ে দাঁড়ালেন দুনিথ ওয়ালেলাগে (39) ৷ গত ম্যাচে অপরাজিত অর্ধশতরানের পর, আজও শ্রীলঙ্কার ইনিংস দু’শো পার করিয়ে দেন ৷ তাঁকে যোগ্য সঙ্গত দিলেন কামিন্দু মেন্ডিস (40) ৷ দু’জনের মধ্যে 68 রানের পার্টনারশিপ হয় ৷ 50 ওভারে 9 উইকেট হারিয়ে 240 রান তুলেছে শ্রীলঙ্কা ৷

ভারতের হয়ে সবচেয়ে বেশি 3 উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর ৷ 2 উইকেট নেন কুলদীপ যাদব এবং একটি করে উইকেট পান মহম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল ৷ আর্শদীপ সিং আজ কোনও উইকেট পাননি ৷ বরং প্রায় সাড়ে ছ’রান প্রতি ওভার খরচ করেছেন ৷ তাঁর শেষ ওভারে দু’টি রান আউট হওয়ায়, শ্রীলঙ্কা আড়াইশো টপকাতে পারেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.