ETV Bharat / sports

জন্মদিনে স্বপ্নপূরণ ! মণিকার পর দ্বিতীয় প্যাডলার হিসেবে ‘ইতিহাসে’ সৃজা - Paris Olympics 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Jul 31, 2024, 8:06 PM IST

Updated : Jul 31, 2024, 8:20 PM IST

Sreeja Akula in Paris Olympics 2024: মণিকা বাত্রার পর ইতিহাসে সৃজা আকুলা ৷ দেশের দ্বিতীয় প্যাডলার হিসেবে অলিম্পিক্সের প্রি-কোয়ার্টারে পা রাখলেন তিনি ৷ জন্মদিনে নয়া কীর্তি হায়দরাবাদী তারকার ৷

Sreeja Akula
ইতিহাসে সৃজা আকুলা (ইটিভি ভারত)

প্যারিস, 31 জুলাই: ইতিহাস গড়ে স্বপ্নের পথে আরেকধাপ এগোলেন সৃজা আকুলা ৷ 25তম জন্মদিনের দুপুরে উড়িয়ে দিলেন সিঙ্গাপুরের জেং জিয়ানকে ৷ মণিকা বাত্রার পর দ্বিতীয় ভারতীয় প্যাডলার হিসেবে অলিম্পিক্সের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন বছর ছাব্বিশের টেবিল টেনিস তারকা ৷ আগামিকাল ‘রাউন্ড অফ 16’-এর ম্যাচে সৃজার প্রতিপক্ষ চিনের সান ইঙ্গসা ৷

সাউথ প্যারিস এরিনাতে এদিন ফেভারিট ছিলেন হায়দরাবাদের তারকাই ৷ যদিও অঘটন ঘটিয়ে প্রথম গেমেই 11-9 ব্যবধানে হেরে গিয়েছিলেন সৃজা ৷ দ্বিতীয় গেমেই ভুল শুধরে ম্যাচে ফেরেন ৷ 12-10 ব্যবধানে কষ্টার্জিত জয় আসলেও তৃতীয় ও চতুর্থ গেমে সৃজার নিয়ন্ত্রণ দেখল দর্শক ৷ 11-4, 11-5 ব্যবধানে ম্যাচ প্রায় মুঠোয় পুরে ফেলেছিলেন আকুলা ৷ পঞ্চম গেমে টাই হওয়ার পরই ম্যাচ পকেটে পুরে ফেলতে পারতেন ভারতীয় প্যাডলার ৷ যদিও 12-10 ব্যবধানে সৃজাকে হারিয়ে গেম জিতে নেন জেং ৷ পরপর কয়েকটা ভুলে গেম হাতছাড়া হয় সৃজার ৷

3-2 গেমে ম্যাচেও ফেরেন সিঙ্গাপুরের তারকা ৷ যদিও সৃজার ম্যাচ জয়ের অপেক্ষা দীর্ঘায়িত হয়নি ৷ 12-10 ব্যবধানে ষষ্ঠ গেম জিতে শেষ ষোলোয় জায়গা করে নেন আকুলা ৷ বিশ্বের 54 নম্বরকে হারাতে 51 মিনিট সময় খরচ করেছেন ভারতীয় প্যাডলার ৷

সমালোচনা পাশ কাটিয়ে প্রি-কোয়ার্টারে দীপিকা, রাতে নামছেন তরুণদীপ

পুরুষ টেবল টেনিসেও এর আগে সর্বাধিক রাউন্ড অফ 32 পর্যন্ত পৌঁছনোর রেকর্ড ছিল শরথ কমলের নামে ৷ গতকাল দেশের প্রথম প্যাডলার হিসেবে অলিম্পিক্সের প্রি-কোয়ার্টারে পা রাখেন মণিকা বাত্রা ৷ ফ্রান্সের মাটিতে দাঁড়িয়ে ফরাসি প্যাডলারকে হারিয়ে নয়া কীর্তি গড়েছিলেন দিল্লির মেয়ে ৷ 24 ঘণ্টার মধ্যেই শেষ ষোলোয় পৌঁছলেন সৃজা ৷

প্যারিস, 31 জুলাই: ইতিহাস গড়ে স্বপ্নের পথে আরেকধাপ এগোলেন সৃজা আকুলা ৷ 25তম জন্মদিনের দুপুরে উড়িয়ে দিলেন সিঙ্গাপুরের জেং জিয়ানকে ৷ মণিকা বাত্রার পর দ্বিতীয় ভারতীয় প্যাডলার হিসেবে অলিম্পিক্সের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন বছর ছাব্বিশের টেবিল টেনিস তারকা ৷ আগামিকাল ‘রাউন্ড অফ 16’-এর ম্যাচে সৃজার প্রতিপক্ষ চিনের সান ইঙ্গসা ৷

সাউথ প্যারিস এরিনাতে এদিন ফেভারিট ছিলেন হায়দরাবাদের তারকাই ৷ যদিও অঘটন ঘটিয়ে প্রথম গেমেই 11-9 ব্যবধানে হেরে গিয়েছিলেন সৃজা ৷ দ্বিতীয় গেমেই ভুল শুধরে ম্যাচে ফেরেন ৷ 12-10 ব্যবধানে কষ্টার্জিত জয় আসলেও তৃতীয় ও চতুর্থ গেমে সৃজার নিয়ন্ত্রণ দেখল দর্শক ৷ 11-4, 11-5 ব্যবধানে ম্যাচ প্রায় মুঠোয় পুরে ফেলেছিলেন আকুলা ৷ পঞ্চম গেমে টাই হওয়ার পরই ম্যাচ পকেটে পুরে ফেলতে পারতেন ভারতীয় প্যাডলার ৷ যদিও 12-10 ব্যবধানে সৃজাকে হারিয়ে গেম জিতে নেন জেং ৷ পরপর কয়েকটা ভুলে গেম হাতছাড়া হয় সৃজার ৷

3-2 গেমে ম্যাচেও ফেরেন সিঙ্গাপুরের তারকা ৷ যদিও সৃজার ম্যাচ জয়ের অপেক্ষা দীর্ঘায়িত হয়নি ৷ 12-10 ব্যবধানে ষষ্ঠ গেম জিতে শেষ ষোলোয় জায়গা করে নেন আকুলা ৷ বিশ্বের 54 নম্বরকে হারাতে 51 মিনিট সময় খরচ করেছেন ভারতীয় প্যাডলার ৷

সমালোচনা পাশ কাটিয়ে প্রি-কোয়ার্টারে দীপিকা, রাতে নামছেন তরুণদীপ

পুরুষ টেবল টেনিসেও এর আগে সর্বাধিক রাউন্ড অফ 32 পর্যন্ত পৌঁছনোর রেকর্ড ছিল শরথ কমলের নামে ৷ গতকাল দেশের প্রথম প্যাডলার হিসেবে অলিম্পিক্সের প্রি-কোয়ার্টারে পা রাখেন মণিকা বাত্রা ৷ ফ্রান্সের মাটিতে দাঁড়িয়ে ফরাসি প্যাডলারকে হারিয়ে নয়া কীর্তি গড়েছিলেন দিল্লির মেয়ে ৷ 24 ঘণ্টার মধ্যেই শেষ ষোলোয় পৌঁছলেন সৃজা ৷

Last Updated : Jul 31, 2024, 8:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.