ETV Bharat / sports

'ওর খিদে আর প্য়াশন স্পষ্ট', রোহিতদের কোচ হিসেবে গম্ভীরই পসন্দ মহারাজের - SOURAV PRAISES GAMBHIR - SOURAV PRAISES GAMBHIR

Team India New Coach: ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন গৌতম গম্ভীর ৷ প্রাক্তন সতীর্থ যদি রোহিত-বিরাটদের পরবর্তী কোচ হন, তাহলে কেমন হবে? এ বিষয়ে মতামত জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ জেনে নিন কী বললেন প্রাক্তন বিসিসিআই সভাপতি ৷

SOURAV GANGULY
সৌরভ গঙ্গোপাধ্যায় (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 4:55 PM IST

মুম্বই, 01 জুন: আবেদন করে থাকলে ভারতের পরবর্তী কোচ হিসেবে গৌতম গম্ভীর যোগ্য প্রার্থী ৷ প্রাক্তন সতীর্থের জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সদ্যসমাপ্ত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে গম্ভীরের মধ্যে যে খিদে এবং প্যাশন সৌরভ লক্ষ্য করেছেন, তার পরিপ্রেক্ষিতেই প্রাক্তন সতীর্থকে ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে দারুণ বিকল্প বলে মনে করছেন 'মহারাজ' ৷

শনিবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে সৌরভ বলেন, "আমদের দেশে প্রচুর প্রতিভা এবং দক্ষ ক্রিকেটার রয়েছে, যারা ভারতীয় ক্রিকেটে বিস্ময় ঘটিয়েছে ৷ তাঁদের সিস্টেমের শরিক করতে আমি ভারতীয় কোচকেই পছন্দ করব ৷" এই দৌড়ে গম্ভীর যেহেতু একদম সামনের সারিতে রয়েছেন তাই এ বিষয়ে সৌরভের কাছে স্বাভাবিকভাবেই প্রশ্ন যায় ৷

প্রাক্তন বিসিসিআই সভাপতি এ ব্যাপারে প্রথমে খোঁজখবর নেন আদৌ গম্ভীর কোচের পদে আবেদন করেছেন কি না ৷ এরপর তিনি বলেন, "আপনারা টিভিতে দেখে থাকবেন ও এই বছর কেকেআরের হয়ে কী দারুণ কাজ করেছে ৷ ওর চোখেমুখে খিদে আর প্যাশন স্পষ্ট এবং জয়ের জন্য সবসময় মুখিয়ে থাকে ৷ তাই আমি ভীষণ খুশি হব যদি গম্ভীর আবেদন করে থাকে এবং বোর্ড যদি ওকে কোচ হিসেবে নির্বাচন করে ৷ আমার মনে হয় কোচ হিসেবে ও ভালো একজন প্রার্থী ৷"

দিনদু'য়েক আগেই জাতীয় দলের নয়া কোচ নির্বাচন নিয়ে সোশাল মিডিয়ায় তাঁর মতামত ব্যক্ত করেছিলেন সৌরভ ৷ প্রাক্তন বোর্ড সভাপতি বিসিসিআই'কে কোচ নির্বাচনের বিষয়ে আরও বিচক্ষণ হতে বলেছিলেন ৷ প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ""কারও জীবনে প্রশিক্ষকের অবদান, তাঁদের পথ দেখানো এবং অবিরত অনুশীলনের পদ্ধতি জীবন বদলে দেয়। তাই কোচ এবং প্রতিষ্ঠান বিচক্ষণতার সঙ্গে বাছাই করতে হবে।""

মুম্বই, 01 জুন: আবেদন করে থাকলে ভারতের পরবর্তী কোচ হিসেবে গৌতম গম্ভীর যোগ্য প্রার্থী ৷ প্রাক্তন সতীর্থের জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সদ্যসমাপ্ত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে গম্ভীরের মধ্যে যে খিদে এবং প্যাশন সৌরভ লক্ষ্য করেছেন, তার পরিপ্রেক্ষিতেই প্রাক্তন সতীর্থকে ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে দারুণ বিকল্প বলে মনে করছেন 'মহারাজ' ৷

শনিবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে সৌরভ বলেন, "আমদের দেশে প্রচুর প্রতিভা এবং দক্ষ ক্রিকেটার রয়েছে, যারা ভারতীয় ক্রিকেটে বিস্ময় ঘটিয়েছে ৷ তাঁদের সিস্টেমের শরিক করতে আমি ভারতীয় কোচকেই পছন্দ করব ৷" এই দৌড়ে গম্ভীর যেহেতু একদম সামনের সারিতে রয়েছেন তাই এ বিষয়ে সৌরভের কাছে স্বাভাবিকভাবেই প্রশ্ন যায় ৷

প্রাক্তন বিসিসিআই সভাপতি এ ব্যাপারে প্রথমে খোঁজখবর নেন আদৌ গম্ভীর কোচের পদে আবেদন করেছেন কি না ৷ এরপর তিনি বলেন, "আপনারা টিভিতে দেখে থাকবেন ও এই বছর কেকেআরের হয়ে কী দারুণ কাজ করেছে ৷ ওর চোখেমুখে খিদে আর প্যাশন স্পষ্ট এবং জয়ের জন্য সবসময় মুখিয়ে থাকে ৷ তাই আমি ভীষণ খুশি হব যদি গম্ভীর আবেদন করে থাকে এবং বোর্ড যদি ওকে কোচ হিসেবে নির্বাচন করে ৷ আমার মনে হয় কোচ হিসেবে ও ভালো একজন প্রার্থী ৷"

দিনদু'য়েক আগেই জাতীয় দলের নয়া কোচ নির্বাচন নিয়ে সোশাল মিডিয়ায় তাঁর মতামত ব্যক্ত করেছিলেন সৌরভ ৷ প্রাক্তন বোর্ড সভাপতি বিসিসিআই'কে কোচ নির্বাচনের বিষয়ে আরও বিচক্ষণ হতে বলেছিলেন ৷ প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ""কারও জীবনে প্রশিক্ষকের অবদান, তাঁদের পথ দেখানো এবং অবিরত অনুশীলনের পদ্ধতি জীবন বদলে দেয়। তাই কোচ এবং প্রতিষ্ঠান বিচক্ষণতার সঙ্গে বাছাই করতে হবে।""

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.