কলকাতা, 29 জুন: সাত মাসের মধ্যে ফের বিশ্বকাপের ফাইনাল হারলে রোহিত শর্মা বার্বাডোজ সমুদ্রে ঝাঁপ দেবে। টি-20 বিশ্বকাপ ফাইনাল নিয়ে মন্তব্য প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। দক্ষিণ কলকাতার এক পাঁচতারা হোটেলে একটি বহুজাতিক কোম্পানির অনুষ্ঠানে এসেছিলেন বাংলার মহারাজ। সেখানে টি-20 বিশ্বকাপে ভারতের ট্রফি জেতা নিয়ে সৌরভ টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট ধরলেন।
দাদার কথায়, "ভারত জিতবে। অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত, অসাধারণ দল। আইপিএলে 16টা ম্যাচ খেলে বিশ্বকাপে খেলতে গিয়েছে রোহিতরা। অপরাজিত হয়ে ফাইনালে পৌঁছেছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাও প্রথমবার বিশ্বকাপ ফাইনাল খেলছে। অসাধারণ কৃতিত্ব। আমি অবশ্য রোহিতের জন্য খুশি। ভারতীয় দল প্রচুর উন্নতি করেছে ৷" এই বিশ্বকাপে টস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই প্রথমে ব্যাট করলে যেকোনও দলই সমস্যায় পড়ছে। সৌরভের হুঁশিয়ারি, "পরে ব্যাট করলে দক্ষিণ আফ্রিকা বিপদে পড়বে।"
বিরাট কোহলির রানে খরা চলছে। অনেকেই বলছেন, কোহলির ওপেন করার বদলে তিন নম্বরে ব্যাট করা উচিত। সৌরভ অবশ্য সেই দিকে হাঁটতে নারাজ। বরং কোহলির পক্ষে ব্যাট ধরলেন।
তিনি বললেন, "বিরাট কোহলির অবশ্যই ওপেন করা উচিত। তেন্ডুলকর, দ্রাবিড়, কোহলির মতো ক্রিকেটাররা প্রতিষ্ঠান। কোহলি যেকোনও দিন রান পাবে। হয়তো ফাইনালেই রান পাবে," বলেছেন সৌরভ।
গত 11 বছর ধরে আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত। বারবার ফাইনালে পৌঁছেও ট্রফি জয় হয়নি ভারতের। যা নিয়ে আক্ষেপ অব্যাহত। সৌরভ অবশ্য বিষয়টিকে নেতিবাচক ভাবতে দেখতে রাজি নন।
তাঁর মতে, "ফাইনালে পৌঁছনো অবশ্যই কৃতিত্বের। সাত মাস আগে অন্যতম সেরা দল হিসেবে বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছিল ভারত। অপরাজিত দল হিসেবে শেষ ধাপে পৌঁছেছিল রোহিতরা। আজ, ভাগ্যের সহায়তা রোহিত পাক এটাই চাইব। আইপিএল জয়ের কৃতিত্ব রয়েছে রোহিতের। পাঁচটি আইপিএল জয় কম কৃতিত্বের নয়। 16 থেকে 17টা ম্যাচ আইপিএলে জিততে হয়। আট থেকে ন'টা জয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া যায়। তাই বলে আমি বিশ্বকাপকে ছোট করছি না। সম্মানের দিক থেকে বিশ্বকাপ জয় সবসময়ই বড়ো। আশা করি রোহিতরা সেই সম্মান অর্জন করবে। অধিনায়ক হিসেবে রোহিত দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। রান করছে। ফাইনালেও রানের ধারা অব্যাহত থাকবে রোহিতের ব্যাটে। সাত মাসের মধ্যে দু'টো ফাইনাল খেলছে। হারলে বার্বাডোজ সমুদ্রে ঝাঁপ দেবে রোহিত।"
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রতিটি ম্যাচে উইকেট গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। সৌরভ বলছেন টস গুরুত্বপূর্ণ।
"ক্যারিবিয়ানের উইকেট অনেক বদল হয়েছে। বহুদিন ধরেই এই বদল হয়েছে। স্পিনাররা সাহায্য পাচ্ছে। সেই কারণেই ভারত চারটে স্পিনার নিয়ে গিয়েছে। অক্ষর, কুলদীপ আইপিএলে আমার দলে (দিল্লি ক্যাপিটালস) খেলে। সেই জন্য আমি গর্বিত। আশা করব জয়ী হিসেবে ভারত যেন বিশ্বকাপটা শেষ করে," বলেছেন সৌরভ ৷
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, তিনি ইউরো কাপও দেখছেন। ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, জার্মানি ইতিমধ্যেই পরের পর্বে কোয়ালিফাই করেছে । প্রতিটা দলের ম্যাচই দেখেছেন বলে জানালেন সৌরভ।