হায়দরাবাদ, 29 নভেম্বর: কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ডেয়ারডেভিলস (পূর্ব নাম), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ ৷ আইপিএলে একাধিক দলে সুনামের সঙ্গে খেললেও এবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগের কোনও দল তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি ৷ নিলামে চারদিনের মাথায় অবসর ঘোষণা করলেন জাতীয় দলে খেলা প্রাক্তন তারকা ৷
প্রাক্তন ভারতীয় পেসার সিদ্ধার্থ কউল 2018 সালে ‘মেন ইন ব্লু’র হয়ে খেলেছিলেন তিনটি ওডিআই এবং 3টি টি-20 ম্যাচ ৷ কুড়ি-বিশের ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে তাঁর নামের পাশে রয়েছে 4টি উইকেট ৷ বৃহস্পতিবার সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন তিনি ।
ক্রিকেট কেরিয়ারে সিদ্ধার্থ কউলের সবচেয়ে বড় প্রাপ্তি বিশ্বকাপ জয় ৷ 2008 সালে ভারতের অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন সিদ্ধার্থ ৷ বিরাট কোহলির নেতৃত্বে বিশ্বসেরা হয়েছিল ভারত । অনূর্ধ্ব-19 পাঁচটি ম্যাচ খেলেছিলেন তিনি ৷ 10 উইকেট নিয়ে রবীন্দ্র জাদেজা ও ইকবাল আবদুল্লার সঙ্গে ভারতের যৌথ-সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকাতে তাঁর নাম ছিল ।
When I was a child playing cricket in the fields in Punjab, I had one dream. A dream to represent my country. In 2018, by Gods grace, I received my India Cap Number 75 in the T20i team and Cap Number 221 in the ODI team.
— Siddharthh Kaul (@iamsidkaul) November 28, 2024
The time has now come to call time on my career in India… pic.twitter.com/XiNQ0NBqou
2008 সালে কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে নেয় ৷ 2022 আইপিএলে শেষবার আরসিবি’র জার্সিতে মাঠে নামেন সিদ্ধার্থ ৷ এক্স পোস্টে তিনি লিখেছেন, “ছোটবেলায় পঞ্জাবের মাঠে ক্রিকেট খেলতাম ৷ আমার একটা স্বপ্ন ছিল । তা হল দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন । 2018 সালে ঈশ্বরের কৃপায়, আমি জাতীয় দলের জার্সিতে টি-20 দলে ক্যাপ নম্বর 75 এবং ওডিআই দলে ক্যাপ নম্বর 221 পেয়েছি ৷ ভারতে আমার কেরিয়ার শেষ করার সময় এসেছে ৷’’
যদিও সিদ্ধার্থ জানিয়েছেন, তাঁর এখনও 3-4 বছর ক্রিকেট চালিয়ে যাওয়ার মতো শারীরিক ও মানসিক সক্ষমতা রয়েছে ৷ আপাতত তিনি অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেট থেকে ৷ অর্থাৎ পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কিংবা লেজেন্ডস লিগের মতো টুর্নামেন্টে তাঁকে দেখা যেতে পারে ৷