কলকাতা, 17 মার্চ: অনুশীলনে নেমে পড়লেন শ্রেয়স আইয়ার। শনিবার রাতে নাইট শিবিরে যোগ দেন কেকেআর অধিনায়ক। রবিবার ছিল কলকাতা নাইট রাইডার্সের প্রথম প্র্যাকটিস ম্যাচ। সেখানেই নাইটদের কোচিং ব্রিগেড পুরো দলের প্রস্তুতির রূপরেখা বুঝে নিতে চেয়েছেন। শনিবারের অনুশীলন নজর যদি থেকে থাকে আন্দ্রে রাসেলের ব্যাটিংয়ে তাহলে রবিবার দলের প্রথম প্রস্তুতি ম্যাচে আকর্ষণ ছিল অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর ফিটনেস ঘিরে অনেক জল্পনা।
শিবিরে যোগ দেওয়ার চব্বিশ ঘণ্টা পরে ম্যাচ খেলতে নেমে নাইট অধিনায়ক প্রথমে ফিল্ডিং করলেন। সেখানেও যে খুব স্বচ্ছন্দ তাঁকে দেখে মনে হয়নি। যদিও তাঁকে আইপিএলে প্রথম থেকে পাওয়ার ব্যাপারে একটা আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু ফিল্ডিংয়ের অস্বাচ্ছন্দ্যতা দেখা যায়নি ব্যাটিং করার সময়। তিন নম্বরে ব্যাট করতে নেমে শ্রেয়স বুঝিয়েছেন তিনি আইপিএলের ঝক্কি প্রথম দিন থেকেই নিতে তৈরি। যা নাইট শিবিরের কাছে স্বস্তির। রবিবার ইডেনে সন্ধ্যা সাতটায় প্র্যাকটিস ম্যাচ খেলতে নামে নাইটরা। টিম গোল্ড এবং টিম পার্পল এই দুই নামে দু'টো দলে ভাগ হয়ে পরস্পরের মুখোমুখি হয়েছিল নাইটরা।
প্রথমে ব্যাট করতে নেমে টিম গোল্ড 20 ওভারে 4 উইকেটে 237 রান তোলে। ইংরেজ ব্যাটার ফিল সল্ট 41 বলে 74 রান করেন। নীতিশ রানা অপরাজিত থেকে 30 বলে 51 রান করেছেন। আন্দ্রে রাসেল শনিবার প্র্যাকটিসে বিধ্বংসী মেজাজে ব্যাট করেছিলেন। কিন্তু রবিবার প্র্যাকটিস ম্যাচে পাঁচ বলে 13 রানে আউট হন। রিঙ্কু সিং প্রস্তুতি ম্যাচে মাত্র 16 বলে 37 রানে ফিরে গিয়েছেন। রামনদীপ সিং 16 বলে 19 রান করেছেন। তবে জয়-পরাজয়ের চেয়ে এই ম্যাচের নজর ছিল শ্রেয়স আইয়ারের দিকে।
তাঁর ব্যাটিং এবং ফিল্ডিং পারফরম্যান্সে নাইট ব্রিগেড আশার আলো দেখতেই পারে। সোমবার অনুশীলন নেই। আগামী 23 তারিখ ইডেনে হায়দরাবাদ সানরাইজার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে কেকেআর। টিম মেন্টর গৌতম গম্ভীর ইতিমধ্যেই বলেছেন, ট্রফির জন্য ঝাঁপানো তাঁদের পাখির চোখ। সফলতম ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করতে নেমে চ্যাম্পিয়নদের মতো মনোভাব এবং আচরণ মেলে ধরা জরুরি। এতদিনের সাফল্যকে কাঁধে নিয়ে চলতে হবে। যাতে কলকাতার মানুষের মুখে হাসি ফোটানো যায়। প্রস্তুতি ম্যাচের স্কোরবোর্ডে তারই প্রতিফলন।
আরও পড়ুন: