ETV Bharat / sports

ব্য়াডমিন্টন ডাবলসেও জয় দিয়ে শুরু ভারতের, ফরাসি জুটিকে স্ট্রেট গেমে ওড়ালেন সাত্বিক-চিরাগ - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

SATWIKSAIRAJ-CHIRAG WIN FIRST MATCH: সহজ জয়ে অলিম্পিক্সে অভিযান শুরু করলেন ভারতের সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি ৷ ফরাসি প্রতিপক্ষকে স্ট্রেট গেমে ওড়ালেন তাঁরা ৷ ভারতীয় শাটলার জুটির পক্ষে ফল 21-17, 21-14 ৷

SATWIKSAIRAJ CHIRAG WIN FIRST MATCH
জয়ে শুরু সাত্বিক চিরাগের (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 27, 2024, 10:17 PM IST

প্য়ারিস, 26 জুলাই: ব্যাডমিন্টনে প্য়ারিস অলিম্পিক্সের প্রথম দিনটা দারুণ গেল ভারতের জন্য ৷ গুয়াতেমালার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে স্ট্রেট গেমে জয় দিয়ে শুরুটা করেছিলেন লক্ষ্য সেন ৷ কিছুক্ষণের মধ্যে পুরুষদের ডাবলসেও সহজ জয় এল ভারতীয় জুটির জন্য ৷ গ্রুপ পর্বের প্রথম ম্য়াচে ফরাসি প্রতিপক্ষকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি ৷ বিশ্বের তিন নম্বর জুটির পক্ষে ম্যাচের ফল 21-17, 21-14 ৷

ফ্রান্সের লুকাস কোভরে এবং লোনান ল্যাবার জুটির বিপক্ষে এদিন 46 মিনিটেই ম্যাচ মুঠোয় ভরে নেন সাত্বিক-চিরাগ ৷ প্রথম গেমে প্রতিপক্ষ বেশ লড়াই দিলেও দ্বিতীয় গেম সহজেই জিতে নেন কমনওয়েলথে দু'বার এবং এশিয়াডে একবারের সোনাজয়ী জুটি ৷ প্রথম গেমের বিরতিতে এদিন 11-6 ব্যবধানে এগিয়ে যান ভারতীয় জুটি ৷ সেই ব্যবধান ধরে রেখেই ম্যাচের প্রথম গেম নিজেদের নামে করে নেন তারা ৷

21-17 ব্যবধানে প্রথম গেম জয়ের পর দ্বিতীয় গেম ভারতের জন্য আরও সহজ হয় ৷ দ্বিতীয় সেটের প্রথমার্ধে তুলনামূলক কঠিন লড়াই ছুড়ে দেয় ভারতীয় জুটির ফরাসি প্রতিপক্ষ ৷ তা সত্ত্বেও 11-8 ব্যবধানে এগিয়ে যান চিরাগ-সাত্বিক ৷ কিন্তু বিরতির পর দ্বিতীয় গেমে ভারতীয় জুটির সামনে আর দাঁড়াতে পারেননি কোভরে-ল্যাবার জুটি ৷ শেষপর্যন্ত ফরাসি জুটিকে 14-য় দাঁড় করিয়ে রেখে দ্বিতীয় গেম এবং ম্য়াচ জিতে নেয় ভারতীয় জুটি ৷ সোমবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে জার্মান প্রতিপক্ষের সামনে ভারতের শাটলার জুটি ৷

এর আগে শনিবাপ পুরুষদের সিঙ্গলসে স্ট্রেট জয়েই অভিযান শুরু করেন লক্ষ্য সেন ৷ গুয়াতেমালার কেভিন কর্ডনকে গ্রুপের প্রথম ম্যাচে 21-8, 22-20 ব্যবধানে হারিয়ে দেন 2021 বিশ্বচ্য়াম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী ৷ 16-20 ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় টানা ছয় পয়েন্ট সংগ্রহ করে বাজিমাত করেন আলমোরার শাটলার ৷

প্য়ারিস, 26 জুলাই: ব্যাডমিন্টনে প্য়ারিস অলিম্পিক্সের প্রথম দিনটা দারুণ গেল ভারতের জন্য ৷ গুয়াতেমালার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে স্ট্রেট গেমে জয় দিয়ে শুরুটা করেছিলেন লক্ষ্য সেন ৷ কিছুক্ষণের মধ্যে পুরুষদের ডাবলসেও সহজ জয় এল ভারতীয় জুটির জন্য ৷ গ্রুপ পর্বের প্রথম ম্য়াচে ফরাসি প্রতিপক্ষকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি ৷ বিশ্বের তিন নম্বর জুটির পক্ষে ম্যাচের ফল 21-17, 21-14 ৷

ফ্রান্সের লুকাস কোভরে এবং লোনান ল্যাবার জুটির বিপক্ষে এদিন 46 মিনিটেই ম্যাচ মুঠোয় ভরে নেন সাত্বিক-চিরাগ ৷ প্রথম গেমে প্রতিপক্ষ বেশ লড়াই দিলেও দ্বিতীয় গেম সহজেই জিতে নেন কমনওয়েলথে দু'বার এবং এশিয়াডে একবারের সোনাজয়ী জুটি ৷ প্রথম গেমের বিরতিতে এদিন 11-6 ব্যবধানে এগিয়ে যান ভারতীয় জুটি ৷ সেই ব্যবধান ধরে রেখেই ম্যাচের প্রথম গেম নিজেদের নামে করে নেন তারা ৷

21-17 ব্যবধানে প্রথম গেম জয়ের পর দ্বিতীয় গেম ভারতের জন্য আরও সহজ হয় ৷ দ্বিতীয় সেটের প্রথমার্ধে তুলনামূলক কঠিন লড়াই ছুড়ে দেয় ভারতীয় জুটির ফরাসি প্রতিপক্ষ ৷ তা সত্ত্বেও 11-8 ব্যবধানে এগিয়ে যান চিরাগ-সাত্বিক ৷ কিন্তু বিরতির পর দ্বিতীয় গেমে ভারতীয় জুটির সামনে আর দাঁড়াতে পারেননি কোভরে-ল্যাবার জুটি ৷ শেষপর্যন্ত ফরাসি জুটিকে 14-য় দাঁড় করিয়ে রেখে দ্বিতীয় গেম এবং ম্য়াচ জিতে নেয় ভারতীয় জুটি ৷ সোমবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে জার্মান প্রতিপক্ষের সামনে ভারতের শাটলার জুটি ৷

এর আগে শনিবাপ পুরুষদের সিঙ্গলসে স্ট্রেট জয়েই অভিযান শুরু করেন লক্ষ্য সেন ৷ গুয়াতেমালার কেভিন কর্ডনকে গ্রুপের প্রথম ম্যাচে 21-8, 22-20 ব্যবধানে হারিয়ে দেন 2021 বিশ্বচ্য়াম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী ৷ 16-20 ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় টানা ছয় পয়েন্ট সংগ্রহ করে বাজিমাত করেন আলমোরার শাটলার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.