ETV Bharat / sports

‘পদক কেড়ে নেওয়া যুক্তিসঙ্গত নয়’, ভিনেশের হয়ে ব্যাট ধরলেন মাস্টার ব্লাস্টার - Paris Olympics 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 9, 2024, 5:22 PM IST

Updated : Aug 10, 2024, 11:02 AM IST

Vinesh Phogat: ডিসকোয়ালিফিকেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে আবেদন করেছেন ভিনেশ ও তাঁর টিম ৷ ভারতীয় কুস্তিগীর রুপো পাবেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে ৷ তার আগেই ভিনেশের হয়ে ব্যাট ধরলেন সচিন তেন্ডুলকর ৷

Sachin Tendulkar Backs Vinesh Phogat
ভিনেশের হয়ে ব্যাট ধরলেন মাস্টার ব্লাস্টার (ইটিভি ভারত)

মুম্বই, 9 অগস্ট: হতাশায় অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ৷ শেষ চেষ্টা হিসেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছেন ভিনেশ ফোগত ৷ দেশের পালোয়ানের গলায় মেডেল ঝোলাতে যথাসাধ্য চেষ্টা করতে সরকারও ৷ আরবিট্রেশন কোর্ট জানিয়েছে, অলিম্পিক্স শেষ হওয়ার আগে ভিনেশ ফোগতের আবেদনের সিদ্ধান্ত জানানো হবে ৷ তারমধ্যেই এবার ভিনেশের পাশে দাঁড়িয়ে মুখ খুললেন সচিন তেন্ডুলকর ৷

এক্স পোস্টে সচিন লিখেছেন, ‘‘প্রতিটি খেলার নির্দিষ্ট নিয়ম আছে ৷ সেই নিয়মগুলিকে বিভিন্ন প্রেক্ষাপটে দেখা দরকার ৷ ভিনেশ ফোগত ফাইনালে স্বচ্ছভাবে যোগ্যতা অর্জন করেছেন ৷ ওজন সমস্যায় তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে ৷ তাঁর যোগ্য রুপো পদক ‘ছিনতাই’ করার যুক্তি খুঁজে পাচ্ছি না ৷ এটি খেলোয়াড়সুলভ নয় ৷’’

একই সঙ্গে তিনি লিখেছেন, ‘‘এটা বোধগম্য হত যদি কোনও ক্রীড়াবিদকে নৈতিকতা লঙ্ঘনের জন্য অযোগ্য ঘোষণা করা হত ৷ যেমন পারফরম্যান্স বাড়ানোর ওষুধের ব্যবহার করলে । সেক্ষেত্রে, কোনও পদক না দেওয়া এবং তালিকায় সর্বশেষে রাখা যুক্তিসঙ্গত । কিন্তু, ভিনেশ দুর্দান্ত লড়াই করে তাঁর প্রতিপক্ষকে পরাজিত করে শীর্ষে পৌঁছেছেন । ফাইনালে যোগ্যতা অর্জন করার আগে পর্যন্ত সমস্ত কিছু নিয়মমাফিক চলেছিল ৷ সে অবশ্যই রুপো পাওয়ার যোগ্য। আমরা সবাই আরবিট্রেশন কোর্টের রায়ের জন্য অপেক্ষা করছি ৷ আশা করি এবং প্রার্থনা করি যে ভিনেশ তাঁর প্রাপ্য স্বীকৃতি পাবে ৷’’

কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে ভিনেশে আবেদন জানিয়েছেন, তাঁকে যুগ্মভাবে রুপো দেওয়া হোক ৷ আরবিট্রেশন কোর্ট অবশ্য জানিয়েছে, অলিম্পিক্স শেষ হওয়ার আগে ভিনেশ ফোগতের আবেদনে সিদ্ধান্ত জানানো হবে ৷

মুম্বই, 9 অগস্ট: হতাশায় অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ৷ শেষ চেষ্টা হিসেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছেন ভিনেশ ফোগত ৷ দেশের পালোয়ানের গলায় মেডেল ঝোলাতে যথাসাধ্য চেষ্টা করতে সরকারও ৷ আরবিট্রেশন কোর্ট জানিয়েছে, অলিম্পিক্স শেষ হওয়ার আগে ভিনেশ ফোগতের আবেদনের সিদ্ধান্ত জানানো হবে ৷ তারমধ্যেই এবার ভিনেশের পাশে দাঁড়িয়ে মুখ খুললেন সচিন তেন্ডুলকর ৷

এক্স পোস্টে সচিন লিখেছেন, ‘‘প্রতিটি খেলার নির্দিষ্ট নিয়ম আছে ৷ সেই নিয়মগুলিকে বিভিন্ন প্রেক্ষাপটে দেখা দরকার ৷ ভিনেশ ফোগত ফাইনালে স্বচ্ছভাবে যোগ্যতা অর্জন করেছেন ৷ ওজন সমস্যায় তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে ৷ তাঁর যোগ্য রুপো পদক ‘ছিনতাই’ করার যুক্তি খুঁজে পাচ্ছি না ৷ এটি খেলোয়াড়সুলভ নয় ৷’’

একই সঙ্গে তিনি লিখেছেন, ‘‘এটা বোধগম্য হত যদি কোনও ক্রীড়াবিদকে নৈতিকতা লঙ্ঘনের জন্য অযোগ্য ঘোষণা করা হত ৷ যেমন পারফরম্যান্স বাড়ানোর ওষুধের ব্যবহার করলে । সেক্ষেত্রে, কোনও পদক না দেওয়া এবং তালিকায় সর্বশেষে রাখা যুক্তিসঙ্গত । কিন্তু, ভিনেশ দুর্দান্ত লড়াই করে তাঁর প্রতিপক্ষকে পরাজিত করে শীর্ষে পৌঁছেছেন । ফাইনালে যোগ্যতা অর্জন করার আগে পর্যন্ত সমস্ত কিছু নিয়মমাফিক চলেছিল ৷ সে অবশ্যই রুপো পাওয়ার যোগ্য। আমরা সবাই আরবিট্রেশন কোর্টের রায়ের জন্য অপেক্ষা করছি ৷ আশা করি এবং প্রার্থনা করি যে ভিনেশ তাঁর প্রাপ্য স্বীকৃতি পাবে ৷’’

কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে ভিনেশে আবেদন জানিয়েছেন, তাঁকে যুগ্মভাবে রুপো দেওয়া হোক ৷ আরবিট্রেশন কোর্ট অবশ্য জানিয়েছে, অলিম্পিক্স শেষ হওয়ার আগে ভিনেশ ফোগতের আবেদনে সিদ্ধান্ত জানানো হবে ৷

Last Updated : Aug 10, 2024, 11:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.