নিউইয়র্ক, 9 জুন: নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তান মহারণ রবিবার ৷ তার আগে ম্যাচের দিন সকালে নিউইয়র্কে টি20 বিশ্বকাপ 2024-এর ফ্যান পার্কে দেখা মিলল মাস্টার-ব্লাস্টার সচিন তেন্ডুলকরের ৷ তাঁর সঙ্গী ছিলেন রবি শাস্ত্রী ৷ তবে, ফ্যান পার্কে ক্রিকেট নয়, দু'জনকে বেসবল খেলতে দেখা গেল ৷ ফ্যান পার্কের ক্রিকেট পিচে বেসবলের ব্যাট নিয়ে নেমে পড়লেন কিংবদন্তি ৷
সচিন শনিবারই নিউইয়র্কে পৌঁছেছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তানের মহারণের সাক্ষী থাকতে ৷ রবিবার রাতের এই ম্যাচকে ঘিরে ক্রিকেট অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ৷ ভারত ইতিমধ্যে আয়ারল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টে পয়েন্ট তালিকায় খাতা খুলে ফেলেছে ৷ সেখানে পাকিস্তান তাদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে চাপে ৷ তার উপর নাসাউ কাউন্টির মাঠে পাকিস্তানের এটা প্রথম ম্যাচ ৷ ফলে এখানকার পিচের যা চরিত্র তা, পাকিস্তানকে আরও বেশি করে চাপে রাখবে বলে মনে করছে বিশেষজ্ঞমহলের একাংশ ৷
এদিন আইসিসি তাদের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছে ৷ সেখানে সচিনকে একটি বেসবলের ব্যাট হাতে এবং রবি শাস্ত্রীকে বেসবল ও গ্লাভসহাতে দেখা যাচ্ছে ৷ এমনকি ফ্যান পার্কের টার্ফে বেসবলের ব্যাটে ক্রিকেট খেলতে দেখা গেল সচিনকে ৷ যেখানে শাস্ত্রীকে তাঁর ব্যারিটন স্বরে ছোট্ট ও মজার প্রতিযোগিতা নিয়ে ধারাভাষ্য দিতে শোনা গিয়েছে ৷ আইসিসি ওই ভিডিয়োতে ক্যাপশন দিয়েছে, "ভারতের কিংবদন্তি সচিন তেন্ডুলকর আরেক ক্রিকেট আইকন রবি শাস্ত্রীর সঙ্গে নিউইয়র্কে আইসিসি টি20 বিশ্বকাপে মেজর লিগ বেসবল ও নিউইয়র্ক ইয়ানকিসের মেজাজ নিয়ে এসেছেন ৷"
টি20 বিশ্বকাপের আরও খবর জানুন...
অন্যদিকে, ভিডিয়োতে শাস্ত্রীকে বলতে শোনা যায়, "প্রস্তুত হয়ে যান !" শাস্ত্রী সচিনকে বেসবল থ্রো করেন ৷ তাঁর ছোড়া দু’টি বলই বেসবল ব্যাটে দারুণভাবে খেলেন মাস্টার ব্লাস্টার ৷ উল্লেখ্য, প্রথমবার মার্কিন মুলুকে আয়োজিত আইসিসি টুর্নামেন্টের প্রচারে অংশ নিয়েছেন সচিন তেন্ডুলকর এবং রবি শাস্ত্রী ৷ সেই সঙ্গে 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকসের প্রচারও করছেন তাঁরা ৷ যেখানে প্রথমবার অলিম্পিকসের মঞ্চে ক্রিকেট খেলা হবে ৷