ETV Bharat / sports

অভিষেকেই টস হারলেন রুতুরাজ, মেগা ম্যাচে ব্যাট করছে বেঙ্গালুরু - IPL 2024 - IPL 2024

Indian Premier League 2024: আইপিএলের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিএসকে’র সামনে আরসিবি ৷ টুর্নামেন্ট শুরুর আগে বিভিন্ন বদল এসেছে দুই দলে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 7:50 PM IST

Updated : Mar 22, 2024, 8:10 PM IST

চেন্নাই, 22 মার্চ: দুই হেভিওয়েট দলের লড়াইয়ে শুরু হল আইপিএলের সপ্তদশ সংস্করণ ৷ ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে চেন্নাই সুপার কিংস ৷ ট্রফি ধরে রাখতে বদ্ধপরিকর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ তেমনই মহিলা দল ডব্লিউপিএল জেতার পর নতুন উদ্যোমে আরসিবি’ও ৷ মেগা ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন আরসিবি অধিনায়ক ফ্যাফ দু’প্লেসি ৷

অভিনায়কের দায়িত্ব না-থাকলেও এই ম্যাচে স্পটলাইটে দুই কিংবদন্তি ৷ মহেন্দ্র সিং ধোনি ও তাঁর একসময়ের ডেপুটি বিরাট কোহলি ৷ ধোনি ভারতীয় ক্রিকেটকে যেমন ঋদ্ধ করেছেন, ক্রিকেটও তাঁকে দু’হাত ভরে দিয়েছে ৷ দস্তানা বা ব্যাট হাতে সবুজ গালিচায় ‘মাহি ম্যাজিক’ এখন ভক্তকূলের উপরি পাওয়া ৷ অন্যদিকে, বিরাট কোহলির টি-20 আন্তর্জাতিকের ভবিষ্যৎ এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু ভারতীয় ক্রিকেটে ৷ যেখানে কোহলিকে আগামী জুন মাসে টি-20 বিশ্বকাপের দলে রাখা নিয়ে আপত্তি উঠেছে বোর্ডের একাংশে ৷ ফলে আইপিএল বিরাটের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ফ্যাফ দু’প্লেসি, বিরাট কোহলি, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দিনেশ কার্তিক, অনুজ রাওয়াত, কর্ণ শর্মা, আলজারি জোসেফ, ময়ঙ্ক ডগর, মহম্মদ সিরাজ

ইমপ্যাক্ট প্লেয়ার: যশ দয়াল, আকাশদীপ, সুয়শ প্রভুদেশাই, বিজয়কুমার বৈশ্য, স্বপ্নীল সিং

চেন্নাই সুপার কিংস: রুতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, ডারেল মিচেল, রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, মাহিশ থিকশানা, তুষার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান

ইমপ্যাক্ট প্লেয়ার: শার্দূল ঠাকুর, শিভম দুবে, সাইক রশিদ, নিশাদ সিন্ধু, মইন আলি

সদ্য নেতৃত্বের ব্যাটন উঠেছে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ৷ মাহি পরবর্তী নতুন অধিনায়ক বেছে নিয়েছে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ৷ ধোনি জমানায় আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ড রয়েছে দলের ৷ ফলে এই ম্যাচে নজর থাকবে ইয়েলো আর্মির নয়া দলনেতার উপর ৷

আরও পড়ুন:

  1. শনিবার ইডেনে শাহরুখ, ক্লাসেন-ট্রাভিসদের বাউন্সি উইকেটে ফলতে চায় নাইটরা
  2. ঘরোয়া ক্রিকেটে হয়নি, আইপিএল জিতে প্রত্যাশা পূরণে প্রত্যয়ী আইয়ার
  3. হেভিওয়েটদের লড়াইয়ে আইপিএলের ঢাকে কাঠি, মেগা ম্যাচে নজরে কারা ?

চেন্নাই, 22 মার্চ: দুই হেভিওয়েট দলের লড়াইয়ে শুরু হল আইপিএলের সপ্তদশ সংস্করণ ৷ ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে চেন্নাই সুপার কিংস ৷ ট্রফি ধরে রাখতে বদ্ধপরিকর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ তেমনই মহিলা দল ডব্লিউপিএল জেতার পর নতুন উদ্যোমে আরসিবি’ও ৷ মেগা ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন আরসিবি অধিনায়ক ফ্যাফ দু’প্লেসি ৷

অভিনায়কের দায়িত্ব না-থাকলেও এই ম্যাচে স্পটলাইটে দুই কিংবদন্তি ৷ মহেন্দ্র সিং ধোনি ও তাঁর একসময়ের ডেপুটি বিরাট কোহলি ৷ ধোনি ভারতীয় ক্রিকেটকে যেমন ঋদ্ধ করেছেন, ক্রিকেটও তাঁকে দু’হাত ভরে দিয়েছে ৷ দস্তানা বা ব্যাট হাতে সবুজ গালিচায় ‘মাহি ম্যাজিক’ এখন ভক্তকূলের উপরি পাওয়া ৷ অন্যদিকে, বিরাট কোহলির টি-20 আন্তর্জাতিকের ভবিষ্যৎ এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু ভারতীয় ক্রিকেটে ৷ যেখানে কোহলিকে আগামী জুন মাসে টি-20 বিশ্বকাপের দলে রাখা নিয়ে আপত্তি উঠেছে বোর্ডের একাংশে ৷ ফলে আইপিএল বিরাটের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ফ্যাফ দু’প্লেসি, বিরাট কোহলি, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দিনেশ কার্তিক, অনুজ রাওয়াত, কর্ণ শর্মা, আলজারি জোসেফ, ময়ঙ্ক ডগর, মহম্মদ সিরাজ

ইমপ্যাক্ট প্লেয়ার: যশ দয়াল, আকাশদীপ, সুয়শ প্রভুদেশাই, বিজয়কুমার বৈশ্য, স্বপ্নীল সিং

চেন্নাই সুপার কিংস: রুতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, ডারেল মিচেল, রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, মাহিশ থিকশানা, তুষার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান

ইমপ্যাক্ট প্লেয়ার: শার্দূল ঠাকুর, শিভম দুবে, সাইক রশিদ, নিশাদ সিন্ধু, মইন আলি

সদ্য নেতৃত্বের ব্যাটন উঠেছে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ৷ মাহি পরবর্তী নতুন অধিনায়ক বেছে নিয়েছে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ৷ ধোনি জমানায় আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ড রয়েছে দলের ৷ ফলে এই ম্যাচে নজর থাকবে ইয়েলো আর্মির নয়া দলনেতার উপর ৷

আরও পড়ুন:

  1. শনিবার ইডেনে শাহরুখ, ক্লাসেন-ট্রাভিসদের বাউন্সি উইকেটে ফলতে চায় নাইটরা
  2. ঘরোয়া ক্রিকেটে হয়নি, আইপিএল জিতে প্রত্যাশা পূরণে প্রত্যয়ী আইয়ার
  3. হেভিওয়েটদের লড়াইয়ে আইপিএলের ঢাকে কাঠি, মেগা ম্যাচে নজরে কারা ?
Last Updated : Mar 22, 2024, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.