ETV Bharat / sports

হেভিওয়েটদের লড়াইয়ে আইপিএলের ঢাকে কাঠি, মেগা ম্যাচে নজরে কারা ? - IPL 2024 - IPL 2024

Indian Premier League 2024: আইপিএলের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিএসকে’র সামনে আরসিবি ৷ টুর্নামেন্ট শুরুর আগে বিভিন্ন বদল এসেছে দুই দলে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 8:35 PM IST

চেন্নাই, 21 মার্চ: দুই হেভিওয়েট দলের লড়াইয়ে শুরু হতে চলেছে আইপিএলের সপ্তদশ সংস্করণ ৷ ঘরের মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে বদল যাওয়া আরসিবি ৷ শহরের নাম বদলে বিরাট কোহলির দল এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ ট্রফি ধরে রাখতে বদ্ধপরিকর ইয়েলো আর্মি ৷ তেমনই মহিলা দল ডব্লিউপিএল জেতার পর নতুন উদ্যোমে নামবে আরসিবি’ও ৷

নজরে কারা ?

মহেন্দ্র সিং ধোনি ৷ ভারতীয় ক্রিকেটকে যেমন ঋদ্ধ করেছেন, ক্রিকেটও তাঁকে দু’হাত ভরে দিয়েছে ৷ বাইশ গজে আর কিছুই প্রমাণ করার নেই দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের ৷ ফলে দস্তানা বা ব্যাট হাতে সবুজ গালিচায় ‘মাহি ম্যাজিক’ এখন ভক্তকূলের উপরি পাওয়া ৷ অন্যদিকে, বিরাট কোহলি ৷ রানমেশিনের টি-20 আন্তর্জাতিকের ভবিষ্যৎ এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু ভারতীয় ক্রিকেটে ৷ যেখানে কোহলিকে আগামী জুন মাসে টি-20 বিশ্বকাপের দলে রাখা নিয়ে আপত্তি উঠেছে বোর্ডের একাংশে ৷ ফলে আইপিএল বিরাটের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷

চেন্নাই সুপার কিংস:

সদ্য নেতৃত্বের ব্যাটন উঠেছে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ৷ ধোনি জমানায় আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ড রয়েছে দলের ৷ মুম্বই ইন্ডিয়ান্সের পাশাপাশি পাঁচটি ট্রফি জিতেছে সিএসকে ৷ ফলে প্রত্যাশা আকাশচুম্বী ৷ গত বছর চিনে এশিয়ান গেমসে তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন ৷ তাঁর নেতৃত্বেই ভারত এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে সোনা জেতে ৷ ফলে ব্যাটিংয়ের পাশাপাশি নজর থাকবে তাঁর মস্তিষ্কের দিকেও ৷

সদ্য মুম্বইকে রঞ্জি জিতিয়েছেন অজিঙ্ক রাহানে ৷ অধিনায়ক হিসেবেই শুধু নয়, নেতৃত্ব দিয়েছেন ব্যাট হাতেও ৷ টেস্ট প্লেয়ার হিসেবে বন্দিত রাহানে গতবারও ব্যাট হাতে ভালো ছন্দে ছিলেন ৷ চলতি মরশুমেও সেই ছন্দেই তাঁকে দেখতে চাইবে সিএসকে ভক্তরা ৷ নজরে থাকবেন রবীন্দ্র জাদেজাও ৷ বয়স বাড়লেও এখনও একা হাতে ম্যাচের রঙ বদলে দেন জাড্ডু ৷ ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং, তিন বিভাগেই স্যর জাদেজার জুরি মেলা ভার ৷

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:

অজিদের হয়ে গত বছর বিশ্বকাপ জিতেছেন গ্লেন ম্যাক্সওয়েল ৷ আফগানিস্তানের সঙ্গে কোয়ার্টার ফাইনালে কার্যত একা হাতে দলকে জিতিয়েছিলেন ষ ৷ তাঁর ‘বিধ্বংসী’ ব্যাটিংশৈলীতে ভর করেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছিল বিশ্বজয়ীরা ৷ কুড়ি-বিশের সংস্করণে যেকোনও সময় ভয়ংকর হয়ে ওঠেন ম্যাড ম্যাক্স ৷

নজর থাকবে ফ্যাফ দু’প্লেসির দিকেও ৷ প্রোটিয়া ব্যাটার দলের অধিনায়কও ৷ গত তিন মরশুমে প্লে-অফে যায়নি দল ৷ তার ওপর সদ্য ডব্লিউপিএল জিতেছেন স্মৃতি মন্ধানারা ৷ গত 16 মরশুমে আরসিবি-র ছেলেদের দল যা পারেনি, তা একবারেই করে দেখিয়েছেন মেয়েরা ৷ ফ্র্যাঞ্চাইজির 16 বছরের ইতিহাসে প্রথম ট্রফি এনে দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রমিলা ব্রিগেড ৷ ফলে তাঁর থেকে দলের বাড়তি প্রত্যাশা থাকবে ৷

দুই হেভিওয়েট দলের লড়াইয়ে শুরু হতে চলেছে আইপিএলের সপ্তদশ সংস্করণ ৷ সেই ম্যাচে স্পটলাইটে রয়েছেন মহম্মদ সিরাজও ৷ ভারতীয় দলের তারকা পেসার ভয়ংকর হয়ে উঠলে একা হাতে বিপক্ষের ব্যাটিং লাইন-আপ ধ্বংস করে দিতে পারেন ৷

কোনও ম্যাচ জেতার পর সাধারণত উইনিং কম্বিনেশন ভাঙেন না দলের হেডস্যর ৷ বিরাট কোহলি, স্মৃতি মন্ধনার দলের ক্ষেত্রে সেই ধারণা খাটেনি ৷ প্রথমবার ট্রফি ঘরে তোলার পর দলের নামটাই বদলে ফেলেছে আরসিবি ৷ 2014 সালে ব্যাঙ্গালোরের নাম বদলে হয়েছিল বেঙ্গালুরু ৷ 10 বছর পরে সেই পরিবর্তন এসেছে আরসিবি’তেও ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বদলে বিরাটের দলের নাম এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷

বদলেছে চেন্নাই সুপার কিংসও ৷ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জমানার অবসান হয়েছে ! মাহি পরবর্তী নতুন অধিনায়ক বেছে নিয়েছে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ৷ সিএসকে’র নয়া দলনেতা রুতুরাজ গায়কোয়াড় ৷ এর আগে ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন রুতুরাজ ৷ গত বছর চিনে এশিয়ান গেমসে তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন ৷ তাঁর নেতৃত্বেই ভারত এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে সোনা জেতে ৷

আরও পড়ুন:

  1. ধোনি জমানার অবসান, রুতুরাজের নেতৃত্বে আইপিএল জয়ের অঙ্ক কষবে সিএসকে
  2. ট্রফি জিতেই 'বিরাট' পরিবর্তন, আইপিএলের আগে নয়া নামে আত্মপ্রকাশ আরসিবি'র
  3. ধোনির পরিণত মস্তিষ্ক-কর্মক্ষমতাকে বেঞ্জামিন বাটনের সঙ্গে তুলনা মাইক হাসির

চেন্নাই, 21 মার্চ: দুই হেভিওয়েট দলের লড়াইয়ে শুরু হতে চলেছে আইপিএলের সপ্তদশ সংস্করণ ৷ ঘরের মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে বদল যাওয়া আরসিবি ৷ শহরের নাম বদলে বিরাট কোহলির দল এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ ট্রফি ধরে রাখতে বদ্ধপরিকর ইয়েলো আর্মি ৷ তেমনই মহিলা দল ডব্লিউপিএল জেতার পর নতুন উদ্যোমে নামবে আরসিবি’ও ৷

নজরে কারা ?

মহেন্দ্র সিং ধোনি ৷ ভারতীয় ক্রিকেটকে যেমন ঋদ্ধ করেছেন, ক্রিকেটও তাঁকে দু’হাত ভরে দিয়েছে ৷ বাইশ গজে আর কিছুই প্রমাণ করার নেই দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের ৷ ফলে দস্তানা বা ব্যাট হাতে সবুজ গালিচায় ‘মাহি ম্যাজিক’ এখন ভক্তকূলের উপরি পাওয়া ৷ অন্যদিকে, বিরাট কোহলি ৷ রানমেশিনের টি-20 আন্তর্জাতিকের ভবিষ্যৎ এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু ভারতীয় ক্রিকেটে ৷ যেখানে কোহলিকে আগামী জুন মাসে টি-20 বিশ্বকাপের দলে রাখা নিয়ে আপত্তি উঠেছে বোর্ডের একাংশে ৷ ফলে আইপিএল বিরাটের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷

চেন্নাই সুপার কিংস:

সদ্য নেতৃত্বের ব্যাটন উঠেছে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ৷ ধোনি জমানায় আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ড রয়েছে দলের ৷ মুম্বই ইন্ডিয়ান্সের পাশাপাশি পাঁচটি ট্রফি জিতেছে সিএসকে ৷ ফলে প্রত্যাশা আকাশচুম্বী ৷ গত বছর চিনে এশিয়ান গেমসে তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন ৷ তাঁর নেতৃত্বেই ভারত এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে সোনা জেতে ৷ ফলে ব্যাটিংয়ের পাশাপাশি নজর থাকবে তাঁর মস্তিষ্কের দিকেও ৷

সদ্য মুম্বইকে রঞ্জি জিতিয়েছেন অজিঙ্ক রাহানে ৷ অধিনায়ক হিসেবেই শুধু নয়, নেতৃত্ব দিয়েছেন ব্যাট হাতেও ৷ টেস্ট প্লেয়ার হিসেবে বন্দিত রাহানে গতবারও ব্যাট হাতে ভালো ছন্দে ছিলেন ৷ চলতি মরশুমেও সেই ছন্দেই তাঁকে দেখতে চাইবে সিএসকে ভক্তরা ৷ নজরে থাকবেন রবীন্দ্র জাদেজাও ৷ বয়স বাড়লেও এখনও একা হাতে ম্যাচের রঙ বদলে দেন জাড্ডু ৷ ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং, তিন বিভাগেই স্যর জাদেজার জুরি মেলা ভার ৷

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:

অজিদের হয়ে গত বছর বিশ্বকাপ জিতেছেন গ্লেন ম্যাক্সওয়েল ৷ আফগানিস্তানের সঙ্গে কোয়ার্টার ফাইনালে কার্যত একা হাতে দলকে জিতিয়েছিলেন ষ ৷ তাঁর ‘বিধ্বংসী’ ব্যাটিংশৈলীতে ভর করেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছিল বিশ্বজয়ীরা ৷ কুড়ি-বিশের সংস্করণে যেকোনও সময় ভয়ংকর হয়ে ওঠেন ম্যাড ম্যাক্স ৷

নজর থাকবে ফ্যাফ দু’প্লেসির দিকেও ৷ প্রোটিয়া ব্যাটার দলের অধিনায়কও ৷ গত তিন মরশুমে প্লে-অফে যায়নি দল ৷ তার ওপর সদ্য ডব্লিউপিএল জিতেছেন স্মৃতি মন্ধানারা ৷ গত 16 মরশুমে আরসিবি-র ছেলেদের দল যা পারেনি, তা একবারেই করে দেখিয়েছেন মেয়েরা ৷ ফ্র্যাঞ্চাইজির 16 বছরের ইতিহাসে প্রথম ট্রফি এনে দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রমিলা ব্রিগেড ৷ ফলে তাঁর থেকে দলের বাড়তি প্রত্যাশা থাকবে ৷

দুই হেভিওয়েট দলের লড়াইয়ে শুরু হতে চলেছে আইপিএলের সপ্তদশ সংস্করণ ৷ সেই ম্যাচে স্পটলাইটে রয়েছেন মহম্মদ সিরাজও ৷ ভারতীয় দলের তারকা পেসার ভয়ংকর হয়ে উঠলে একা হাতে বিপক্ষের ব্যাটিং লাইন-আপ ধ্বংস করে দিতে পারেন ৷

কোনও ম্যাচ জেতার পর সাধারণত উইনিং কম্বিনেশন ভাঙেন না দলের হেডস্যর ৷ বিরাট কোহলি, স্মৃতি মন্ধনার দলের ক্ষেত্রে সেই ধারণা খাটেনি ৷ প্রথমবার ট্রফি ঘরে তোলার পর দলের নামটাই বদলে ফেলেছে আরসিবি ৷ 2014 সালে ব্যাঙ্গালোরের নাম বদলে হয়েছিল বেঙ্গালুরু ৷ 10 বছর পরে সেই পরিবর্তন এসেছে আরসিবি’তেও ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বদলে বিরাটের দলের নাম এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷

বদলেছে চেন্নাই সুপার কিংসও ৷ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জমানার অবসান হয়েছে ! মাহি পরবর্তী নতুন অধিনায়ক বেছে নিয়েছে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ৷ সিএসকে’র নয়া দলনেতা রুতুরাজ গায়কোয়াড় ৷ এর আগে ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন রুতুরাজ ৷ গত বছর চিনে এশিয়ান গেমসে তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন ৷ তাঁর নেতৃত্বেই ভারত এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে সোনা জেতে ৷

আরও পড়ুন:

  1. ধোনি জমানার অবসান, রুতুরাজের নেতৃত্বে আইপিএল জয়ের অঙ্ক কষবে সিএসকে
  2. ট্রফি জিতেই 'বিরাট' পরিবর্তন, আইপিএলের আগে নয়া নামে আত্মপ্রকাশ আরসিবি'র
  3. ধোনির পরিণত মস্তিষ্ক-কর্মক্ষমতাকে বেঞ্জামিন বাটনের সঙ্গে তুলনা মাইক হাসির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.