ETV Bharat / sports

টি-20 বিশ্বকাপে দ্রুত পরিবেশ ও পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার আশা রোহিতের - T20 WC 2024

T20 WC 2024: টি-20 বিশ্বকাপ নামার আগে, আগামিকাল বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র অনুশীলন ম্যাচ খেলবে ভারত ৷ তার আগে অধিনায়ক রোহিত শর্মা দলের প্রস্তুতি এবং পরিবেশ ও পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়ে জানালেন ৷

ETV BHARAT
নিউইয়র্কে ভারতীয় দলের ট্রেনিং ৷ (ছবি- রোহিত শর্মা এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2024, 12:47 PM IST

নিউইয়র্ক, 31 মে: টি-20 বিশ্বকাপের জন্য তৈরি করা অস্থায়ী নবনির্মিত নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে ৷ এই মাঠেই আগামি 9 জুন পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত ৷ তার আগে অবশ্য দু’টি ম্যাচ পাবেন রোহিত শর্মারা ৷ তবুও, নিউইয়র্কের পরিবেশ ও নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বলতে শোনা গেল রোহিতকে ৷ ভারত আগামী 5 জুন এখানেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করবে ৷

তবে, তার আগে রোহিত অ্যান্ড কোং নিউইয়র্কেরএই ড্রপ-ইন পিচের চরিত্র কেমন ? তা যাচাই করার একটা সুযোগ রোহিতরা পাচ্ছেন ৷ আগামিকাল অর্থাৎ, 1 জুন বাংলাদেশের বিরুদ্ধে টুর্নামেন্ট শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত ৷ নিউইয়র্কের ড্রপ-ইন পিচের চরিত্র যাচাই করতে এই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ ৷ এনিয়ে অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, "আমরা সবার আগে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি ৷ বিশেষ করে, আগে কখনও আমরা এখানে খেলতে আসিনি ৷"

রোহিত মনে করেন, টুর্নামেন্ট পুরোদমে চালু হওয়ার আগে পুরো স্কোয়ারে একটা নির্দিষ্ট 'ছন্দে' আসাটা জরুরি ৷ আর তাই বাংলাদেশের মতো এই ম্যাচগুলিতে পরীক্ষা-নীরিক্ষার পথে হাঁটবে বলে জানিয়েছেন রোহিত ৷ তবে, আয়ারল্যান্ড ম্যাচে দলের পুরো শক্তি নিয়েই নামার পরিকল্পনায় রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ কারণ, তারপরেই পাকিস্তান ম্যাচ ৷ সেখানে প্রথম একাদশের প্রত্যেক ক্রিকেটারের সেরা ছন্দে থাকা জরুরি ৷

রোহিত বলেন, "আমরা চেষ্টা করব, পরিস্থিতি ও পরিবেশকে পুরোপুরিভাবে কাজে লাগাতে ৷ তার সঙ্গে মানিয়ে নিতে ৷ 5 জুন আমাদের প্রথম ম্যাচের আগে সেই কাজটা করে ফেলতে হবে ৷" তবে, ভারতের জন্য সবচেয়ে সমস্যার বিষয় হল, ড্রপ-ইন পিচ ৷ যা খুব একটা দেখা যায় না ৷ তবে, 2019 বিশ্বকাপে ড্রপ-ইন পিচে কয়েকটি ম্যাচ খেলা হয়েছিল ৷ কিন্তু, সেভাবে ভারতীয় ক্রিকেটাররা এমন পিচের সঙ্গে সহজাত নন ৷ বিশেষত, পিচ ব্যাটিং সহায়ক, নাকি মন্থর, না গতি ও বাউন্সে ভরা, তা বোঝাটাও বেশ চ্যালেঞ্জিং এক্ষেত্রে ৷

নিউইয়র্ক, 31 মে: টি-20 বিশ্বকাপের জন্য তৈরি করা অস্থায়ী নবনির্মিত নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে ৷ এই মাঠেই আগামি 9 জুন পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত ৷ তার আগে অবশ্য দু’টি ম্যাচ পাবেন রোহিত শর্মারা ৷ তবুও, নিউইয়র্কের পরিবেশ ও নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বলতে শোনা গেল রোহিতকে ৷ ভারত আগামী 5 জুন এখানেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করবে ৷

তবে, তার আগে রোহিত অ্যান্ড কোং নিউইয়র্কেরএই ড্রপ-ইন পিচের চরিত্র কেমন ? তা যাচাই করার একটা সুযোগ রোহিতরা পাচ্ছেন ৷ আগামিকাল অর্থাৎ, 1 জুন বাংলাদেশের বিরুদ্ধে টুর্নামেন্ট শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত ৷ নিউইয়র্কের ড্রপ-ইন পিচের চরিত্র যাচাই করতে এই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ ৷ এনিয়ে অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, "আমরা সবার আগে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি ৷ বিশেষ করে, আগে কখনও আমরা এখানে খেলতে আসিনি ৷"

রোহিত মনে করেন, টুর্নামেন্ট পুরোদমে চালু হওয়ার আগে পুরো স্কোয়ারে একটা নির্দিষ্ট 'ছন্দে' আসাটা জরুরি ৷ আর তাই বাংলাদেশের মতো এই ম্যাচগুলিতে পরীক্ষা-নীরিক্ষার পথে হাঁটবে বলে জানিয়েছেন রোহিত ৷ তবে, আয়ারল্যান্ড ম্যাচে দলের পুরো শক্তি নিয়েই নামার পরিকল্পনায় রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ কারণ, তারপরেই পাকিস্তান ম্যাচ ৷ সেখানে প্রথম একাদশের প্রত্যেক ক্রিকেটারের সেরা ছন্দে থাকা জরুরি ৷

রোহিত বলেন, "আমরা চেষ্টা করব, পরিস্থিতি ও পরিবেশকে পুরোপুরিভাবে কাজে লাগাতে ৷ তার সঙ্গে মানিয়ে নিতে ৷ 5 জুন আমাদের প্রথম ম্যাচের আগে সেই কাজটা করে ফেলতে হবে ৷" তবে, ভারতের জন্য সবচেয়ে সমস্যার বিষয় হল, ড্রপ-ইন পিচ ৷ যা খুব একটা দেখা যায় না ৷ তবে, 2019 বিশ্বকাপে ড্রপ-ইন পিচে কয়েকটি ম্যাচ খেলা হয়েছিল ৷ কিন্তু, সেভাবে ভারতীয় ক্রিকেটাররা এমন পিচের সঙ্গে সহজাত নন ৷ বিশেষত, পিচ ব্যাটিং সহায়ক, নাকি মন্থর, না গতি ও বাউন্সে ভরা, তা বোঝাটাও বেশ চ্যালেঞ্জিং এক্ষেত্রে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.