ETV Bharat / sports

ডাবলসের সঙ্গীকে হারিয়ে ফের গ্র্য়ান্ড স্ল্যামের সেমিতে চুয়াল্লিশের বোপান্না - US OPEN 2024 - US OPEN 2024

ROHAN BOPANNA IN US OPEN SEMI: প্রতিযোগিতার চতুর্থ বাছাইদের হারিয়ে ফ্লাশিং মেডোয় শেষ চারে রোহন বোপান্না-আলদিলা সুতজিয়াদি জুটি ৷ বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্য়াম জয় থেকে দু'ধাপ দূরে ভারতীয় তারকা ৷ সেমিতে ওঠার পথে বোপান্না হারালেন তাঁর ডাবলসের সঙ্গী ম্যাথু এবডেনকে ৷

ROHAN BOPANNA IN US OPEN SEMI
ডাবলস সঙ্গী এবডেনকে মিক্সড ডাবলসে হারালেন বোপান্না (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 3, 2024, 1:14 PM IST

নিউইয়র্ক, 3 সেপ্টেম্বর: ডাবলস থেকে ছিটকে গেলেও যুক্তরাষ্ট্র ওপেনের মিক্সড ডাবলসের সেমিফাইনালে পৌঁছলেন রোহন বোপান্না ৷ ইন্দোনেশিয়ার আলদিলা সুতজিয়াদিকে সঙ্গী করে 2015 সালের পর ফের বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে পৌঁছলেন 44 বছরের ভারতীয় টেনিস তারকা ৷ মজার বিষয় হল সেমিতে পৌঁছনোর পথে বোপান্না মঙ্গলবার হারালেন তাঁর ডাবলস পার্টনার ম্য়াথু এবডেনকে ৷

অজি টেনিস প্লেয়ার এবডেনকে সঙ্গী করেই চলতি যুক্তরাষ্ট্র ওপেনে নেমেছিলেন ভারতীয় ৷ কিন্তু প্রি-কোয়ার্টারেই থেমে যায় বোপান্না-এবডেন জুটির লড়াই ৷ তবে মিক্সড ডাবলসে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জয় থেকে আর মাত্র দু'ধাপ দূরে চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনে ডাবলস জয়ী ৷ আলদিলার সঙ্গে জুটি বেঁধে এদিন কোয়ার্টার ফাইনালে বোপান্না হারালেন চতুর্থ বাছাই চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজিকোভা এবং অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেন জুটিকে ৷ বোপান্নাদের পক্ষে ম্যাচের ফল 7-6 (7-4), 2-6, 10-7 ৷

অষ্টম বাছাই বোপান্না-আলদিলা জুটি প্রথম সেট জেতে টাইব্রেকারে ৷ মিক্সড ডাবলসে তিনটি গ্র্য়ান্ড স্ল্যামের মালকিন ক্রেজিকোভা ও এবডেন জুটিকে প্রথম সেট হারতে হলেও তুল্যমূল্য লড়াই ছুড়ে দেন দু'জনে ৷ 7-6 ব্যবধানে প্রথম সেট জয়ের পর দ্বিতীয় সেটে হারতে হয় বোপান্না-আলদিলা জুটিকে ৷ প্রত্যাঘাতে ম্যাচে সমতা ফেরান বোপান্নাদের প্রতিপক্ষ ৷ 2-6 ব্যবধানে দ্বিতীয় সেট হারতে হয় অষ্টম বাছাইদের ৷

ম্যাচ গড়ায় নির্ণায়ক তৃতীয় সেটে ৷ থ্রিলার নির্ণায়ক সেট গড়ায় টাইব্রেকারে ৷ যেখানে 6-0 ব্যবধানে এগিয়ে যান বোপান্না-আলদিলা ৷ শেষ একটা চেষ্টা করেছিলেন ক্রেজিকোভা-এবডেন ৷ কিন্তু শেষ হাসি হাসেন বোপান্নারাই ৷ 10-7 ব্য়বধানে টাইব্রেকারে বাজিমাত করে সেমির টিকিট নিশ্চিত করেন তাঁরা ৷ শেষ চারে বোপান্না-আলদিলা মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের টেলর টাউনসেন্ড এবং ডোনাল্ড ইয়ং জুটির ৷

নিউইয়র্ক, 3 সেপ্টেম্বর: ডাবলস থেকে ছিটকে গেলেও যুক্তরাষ্ট্র ওপেনের মিক্সড ডাবলসের সেমিফাইনালে পৌঁছলেন রোহন বোপান্না ৷ ইন্দোনেশিয়ার আলদিলা সুতজিয়াদিকে সঙ্গী করে 2015 সালের পর ফের বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে পৌঁছলেন 44 বছরের ভারতীয় টেনিস তারকা ৷ মজার বিষয় হল সেমিতে পৌঁছনোর পথে বোপান্না মঙ্গলবার হারালেন তাঁর ডাবলস পার্টনার ম্য়াথু এবডেনকে ৷

অজি টেনিস প্লেয়ার এবডেনকে সঙ্গী করেই চলতি যুক্তরাষ্ট্র ওপেনে নেমেছিলেন ভারতীয় ৷ কিন্তু প্রি-কোয়ার্টারেই থেমে যায় বোপান্না-এবডেন জুটির লড়াই ৷ তবে মিক্সড ডাবলসে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জয় থেকে আর মাত্র দু'ধাপ দূরে চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনে ডাবলস জয়ী ৷ আলদিলার সঙ্গে জুটি বেঁধে এদিন কোয়ার্টার ফাইনালে বোপান্না হারালেন চতুর্থ বাছাই চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজিকোভা এবং অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেন জুটিকে ৷ বোপান্নাদের পক্ষে ম্যাচের ফল 7-6 (7-4), 2-6, 10-7 ৷

অষ্টম বাছাই বোপান্না-আলদিলা জুটি প্রথম সেট জেতে টাইব্রেকারে ৷ মিক্সড ডাবলসে তিনটি গ্র্য়ান্ড স্ল্যামের মালকিন ক্রেজিকোভা ও এবডেন জুটিকে প্রথম সেট হারতে হলেও তুল্যমূল্য লড়াই ছুড়ে দেন দু'জনে ৷ 7-6 ব্যবধানে প্রথম সেট জয়ের পর দ্বিতীয় সেটে হারতে হয় বোপান্না-আলদিলা জুটিকে ৷ প্রত্যাঘাতে ম্যাচে সমতা ফেরান বোপান্নাদের প্রতিপক্ষ ৷ 2-6 ব্যবধানে দ্বিতীয় সেট হারতে হয় অষ্টম বাছাইদের ৷

ম্যাচ গড়ায় নির্ণায়ক তৃতীয় সেটে ৷ থ্রিলার নির্ণায়ক সেট গড়ায় টাইব্রেকারে ৷ যেখানে 6-0 ব্যবধানে এগিয়ে যান বোপান্না-আলদিলা ৷ শেষ একটা চেষ্টা করেছিলেন ক্রেজিকোভা-এবডেন ৷ কিন্তু শেষ হাসি হাসেন বোপান্নারাই ৷ 10-7 ব্য়বধানে টাইব্রেকারে বাজিমাত করে সেমির টিকিট নিশ্চিত করেন তাঁরা ৷ শেষ চারে বোপান্না-আলদিলা মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের টেলর টাউনসেন্ড এবং ডোনাল্ড ইয়ং জুটির ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.