ETV Bharat / sports

লেওয়ানডস্কির জোড়া গোলে জিতল বার্সা, লা লিগায় আজ নামছে রিয়াল - Laliga - LALIGA

Barcelona beats Valencia in Laliga: রবার্ট লেওয়ানডস্কির জোড়া গোলের সুবাদে ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা ৷ আজ মাল্লোর্কার বিরুদ্ধে নামছে রিয়াল মাদ্রিদ ৷

Barcelona beats Valencia
লেওয়ানডস্কির জোড়া গোল (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 18, 2024, 12:35 PM IST

Updated : Aug 18, 2024, 12:49 PM IST

বার্সেলোনা, 18 অগস্ট: জোড়া গোল করলেন রবার্ট লেওয়ানডস্কি ৷ কোচ হ্যান্সি ফ্লিকের স্প্যানিশ লিগ অভিষেকেই জিতল বার্সেলোনা । পোলিশ তারকার জোড়া গোলের সৌজন্যে ভ্যালেন্সিয়াকে 2-1 গোলে হারাল কাতালান ক্লাব ৷ গত মরশুমে জাভি হার্নান্দেজের স্থলাভিষিক্ত হওয়ার পর এটি ছিল ফ্লিকের প্রথম অফিসিয়াল ম্যাচ ৷ ফ্লিক বলেন, ‘‘জয় দিয়ে অভিষেক হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ।’’

44 মিনিটে হুগো ডুরোর হেডারে ভ্যালেন্সিয়া এগিয়ে যায় ৷ প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল শোধ করে দেন লেওয়ানডস্কি ৷ লামিন ইয়ামালের পাস থেকে বল জালে জড়িয়ে দেন পোল্যান্ডের তারকা ফরোয়ার্ড ৷ দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের দলকে এগিয়ে দেন তিনি ৷ 49 মিনিটে পাওয়া স্পটকিক থেকে বিপক্ষের জাল খুঁজে নিতে ভুল করেননি তিনি ৷ পরের ম্যাচে অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে নামবে লিও মেসির প্রাক্তন ক্লাব ৷

লা লিগার বাকি দুই ম্যাচে ওসাসুনার বিরুদ্ধে 1-1 গোলে ড্র করেছে লিগানেস ৷ আরেক ম্যাচে লাস পালমাসের কাছে আটকে গিয়েছে সেভিয়া ৷ 2-2 গোলে ম্যাচ ড্র করে ফিরেছে জুয়ানলু সাঞ্জেজরা ৷ অ্যালেক্স সুয়ারেজ আত্মঘাতী গোল না-করলে ঘরের মাঠে 3 পয়েন্ট নিয়েই ম্যাচ শেষ করত লাস পালমাস ৷

অন্যদিকে, আজ মাল্লোর্কার বিরুদ্ধে লা লিগা অভিযান শুরু করছে রিয়াল মাদ্রিদ ৷ দু’দিন আগেই আটলান্টাকে হারিয়ে সুপার কাপ ঘরে তুলেছে ‘লস ব্ল্যাঙ্কোস’রা ৷ অভিষেকেই গোল পেয়েছেন কিলিয়ান এমবাপে ৷লা লিগার অভিষেকেও ফরাসি তারকা তেকাঠি ভেদ করতে পারেন কি না, সেদিকেই নজর ফুটবল বিশ্বের ৷

বার্সেলোনা, 18 অগস্ট: জোড়া গোল করলেন রবার্ট লেওয়ানডস্কি ৷ কোচ হ্যান্সি ফ্লিকের স্প্যানিশ লিগ অভিষেকেই জিতল বার্সেলোনা । পোলিশ তারকার জোড়া গোলের সৌজন্যে ভ্যালেন্সিয়াকে 2-1 গোলে হারাল কাতালান ক্লাব ৷ গত মরশুমে জাভি হার্নান্দেজের স্থলাভিষিক্ত হওয়ার পর এটি ছিল ফ্লিকের প্রথম অফিসিয়াল ম্যাচ ৷ ফ্লিক বলেন, ‘‘জয় দিয়ে অভিষেক হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ।’’

44 মিনিটে হুগো ডুরোর হেডারে ভ্যালেন্সিয়া এগিয়ে যায় ৷ প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল শোধ করে দেন লেওয়ানডস্কি ৷ লামিন ইয়ামালের পাস থেকে বল জালে জড়িয়ে দেন পোল্যান্ডের তারকা ফরোয়ার্ড ৷ দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের দলকে এগিয়ে দেন তিনি ৷ 49 মিনিটে পাওয়া স্পটকিক থেকে বিপক্ষের জাল খুঁজে নিতে ভুল করেননি তিনি ৷ পরের ম্যাচে অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে নামবে লিও মেসির প্রাক্তন ক্লাব ৷

লা লিগার বাকি দুই ম্যাচে ওসাসুনার বিরুদ্ধে 1-1 গোলে ড্র করেছে লিগানেস ৷ আরেক ম্যাচে লাস পালমাসের কাছে আটকে গিয়েছে সেভিয়া ৷ 2-2 গোলে ম্যাচ ড্র করে ফিরেছে জুয়ানলু সাঞ্জেজরা ৷ অ্যালেক্স সুয়ারেজ আত্মঘাতী গোল না-করলে ঘরের মাঠে 3 পয়েন্ট নিয়েই ম্যাচ শেষ করত লাস পালমাস ৷

অন্যদিকে, আজ মাল্লোর্কার বিরুদ্ধে লা লিগা অভিযান শুরু করছে রিয়াল মাদ্রিদ ৷ দু’দিন আগেই আটলান্টাকে হারিয়ে সুপার কাপ ঘরে তুলেছে ‘লস ব্ল্যাঙ্কোস’রা ৷ অভিষেকেই গোল পেয়েছেন কিলিয়ান এমবাপে ৷লা লিগার অভিষেকেও ফরাসি তারকা তেকাঠি ভেদ করতে পারেন কি না, সেদিকেই নজর ফুটবল বিশ্বের ৷

Last Updated : Aug 18, 2024, 12:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.