ETV Bharat / sports

বন্দুক দেখিয়ে ডাকাতি, মারধর; আহত ইতালির বিশ্বকাপের ‘খলনায়ক’ বাজ্জিও - Roberto Baggio - ROBERTO BAGGIO

Roberto Baggio robbed at home: প্রাক্তন তারকা ফুটবলার রবার্তো বাজ্জিওর বাড়িতে ডাকাতি ৷ বাধা দিলে মারধর করা হয় আজ্জুরিদের গোলমেশিনকে ৷ আহত হয়ে হাসপাতালে ভর্তি বাজ্জিও ৷

Etv Bharat
রবার্তো বাজ্জিও (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jun 21, 2024, 2:46 PM IST

Updated : Jun 21, 2024, 3:52 PM IST

রোম, 21 জুন: জার্মানির ভেল্টিন্স এরিনায় স্পেনের কাছে হারতে হয়েছে ইতালিকে ৷ ঠিক সেসময়েই ডাকাতির শিকার আজ্জুরিদের প্রাক্তন তারকা রবার্তো বাজ্জিও ৷ জানা গিয়েছে, ভিসেঞ্জায় নিজের বাড়িতে জাতীয় দলের খেলা দেখছিলেন 94-এর বিশ্বকাপের খলনায়ক ৷ তখনই তাঁর বাড়িতে হানা দেয় ডাকাতদল ৷ বন্দুকের ভয় দেখিয়ে ডাকাতি হয়, বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয় ৷ আহত হয়ে হাসপাতালে ভর্তি বাজ্জিও ৷

ইতালির সংবাদমাধ্যম সূত্রে খবর, নর্দান সিটির ভিসেঞ্জায় থাকেন বাজ্জিও ৷ রাত 10টা নাগাদ বাড়িতে ইতালি-স্পেনের ইউরোর লড়াই দেখছিলেন ৷ সেসময়ই প্রায় 5 জন বন্দুকধারী ডাকাত তাঁর বাড়িতে ঢোকে ৷ আজ্জুরিদের প্রাক্তন তারকা বাধা দিলে বন্দুকের বাট দিয়ে তাঁর মাথায় আঘাত করে এক ডাকাত ৷ 57 বছর বয়সি বাজ্জিওকে ঘরে বন্ধ করে দিয়ে গয়না, দামি ঘড়ি ও নগদ টাকা নিয়ে পালায় ডাকাতরা ৷

ঘটনার পর বাজ্জিও দরজা ভেঙে পুলিশকে খবর দেন ৷ তাঁকে উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, মাথায় সেলাই পড়েছে ইতালির প্রাক্তন তারকার ৷ আপাতত স্থিতিশীল বাজ্জিও ৷

Etv Bharat
ইতালির বিশ্বকাপের ‘খলনায়ক’ বাজ্জিও (ইটিভি ভারত)

ইতালির বিশ্বকাপ অভিযানের নায়ক এবং খলনায়ক, দুই’য়ের তকমা লেগেছে বাজ্জিওর গায়ে ৷ 1994 সালের বিশ্বকাপে দুরন্ত ইতালিকে দেখে ফুটবলবোদ্ধারা ভেবেছিলেন, দু’বার জুলেরিমে, 82'র বিশ্বকাপ জেতার পর চতুর্থবার বিশ্বসেরা হবে আজ্জুরিরা ৷ তার মূলে ছিলেন বাজ্জিও ৷ গোটা টুর্নামেন্টে দারুণ খেলা বাজ্জিও পেনাল্টি মিস করে বসেন ফাইনালের টাইব্রেকারে ৷ বিশ্বকাপ যায় ব্রাজিলে ৷ নায়ক থেকে রাতারাতি খলনায়ক বনে যান ‘দ্য ডিভাইন পনিটেল’ ৷

রোম, 21 জুন: জার্মানির ভেল্টিন্স এরিনায় স্পেনের কাছে হারতে হয়েছে ইতালিকে ৷ ঠিক সেসময়েই ডাকাতির শিকার আজ্জুরিদের প্রাক্তন তারকা রবার্তো বাজ্জিও ৷ জানা গিয়েছে, ভিসেঞ্জায় নিজের বাড়িতে জাতীয় দলের খেলা দেখছিলেন 94-এর বিশ্বকাপের খলনায়ক ৷ তখনই তাঁর বাড়িতে হানা দেয় ডাকাতদল ৷ বন্দুকের ভয় দেখিয়ে ডাকাতি হয়, বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয় ৷ আহত হয়ে হাসপাতালে ভর্তি বাজ্জিও ৷

ইতালির সংবাদমাধ্যম সূত্রে খবর, নর্দান সিটির ভিসেঞ্জায় থাকেন বাজ্জিও ৷ রাত 10টা নাগাদ বাড়িতে ইতালি-স্পেনের ইউরোর লড়াই দেখছিলেন ৷ সেসময়ই প্রায় 5 জন বন্দুকধারী ডাকাত তাঁর বাড়িতে ঢোকে ৷ আজ্জুরিদের প্রাক্তন তারকা বাধা দিলে বন্দুকের বাট দিয়ে তাঁর মাথায় আঘাত করে এক ডাকাত ৷ 57 বছর বয়সি বাজ্জিওকে ঘরে বন্ধ করে দিয়ে গয়না, দামি ঘড়ি ও নগদ টাকা নিয়ে পালায় ডাকাতরা ৷

ঘটনার পর বাজ্জিও দরজা ভেঙে পুলিশকে খবর দেন ৷ তাঁকে উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, মাথায় সেলাই পড়েছে ইতালির প্রাক্তন তারকার ৷ আপাতত স্থিতিশীল বাজ্জিও ৷

Etv Bharat
ইতালির বিশ্বকাপের ‘খলনায়ক’ বাজ্জিও (ইটিভি ভারত)

ইতালির বিশ্বকাপ অভিযানের নায়ক এবং খলনায়ক, দুই’য়ের তকমা লেগেছে বাজ্জিওর গায়ে ৷ 1994 সালের বিশ্বকাপে দুরন্ত ইতালিকে দেখে ফুটবলবোদ্ধারা ভেবেছিলেন, দু’বার জুলেরিমে, 82'র বিশ্বকাপ জেতার পর চতুর্থবার বিশ্বসেরা হবে আজ্জুরিরা ৷ তার মূলে ছিলেন বাজ্জিও ৷ গোটা টুর্নামেন্টে দারুণ খেলা বাজ্জিও পেনাল্টি মিস করে বসেন ফাইনালের টাইব্রেকারে ৷ বিশ্বকাপ যায় ব্রাজিলে ৷ নায়ক থেকে রাতারাতি খলনায়ক বনে যান ‘দ্য ডিভাইন পনিটেল’ ৷

Last Updated : Jun 21, 2024, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.