ETV Bharat / sports

ডর্টমুন্ডকে হারিয়ে ফের ইউরোপের সিংহাসনে রিয়াল - UEFA Champions League Final - UEFA CHAMPIONS LEAGUE FINAL

UEFA Champions League 2023-2024: ফের 'ইউরোপের রাজা' রিয়াল মাদ্রিদ ৷ বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে 15তম চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলল কোচ কার্লো আন্সেলোত্তির ছেলেরা ৷ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ড প্রথম থেকে আক্রমণাত্মক থাকলেও 2-0 গোলে খেতাব জয় করল 'লস ব্ল্যাঙ্কোস' ৷

UEFA Champions League 2023-2024
15 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতল রিয়াল মাদ্রিদ (উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 2, 2024, 9:52 AM IST

Updated : Jun 2, 2024, 11:00 AM IST

লন্ডন, 2 জুন: আবারও ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদ ৷ শনিবার (ভারতীয় সময় অনুযায়ী) রাত সাড়ে বারোটা ওয়েম্বলি'তে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে 15তম চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলল 'লস ব্ল্যাঙ্কোস' ৷ ফাইনালে এদিন ফেভারিট হয়ে শুরু করেছিল রিয়াল ৷ সেই ফেভারিট তকমাকে মান্যতা দিয়েই জার্মানির ক্লাবটিকে 2-0 গোলে হারাল স্প্যানিশ জায়ান্টরা ৷ মেগা ফাইনালে এদিন রিয়াল-এর হয়ে গোল করলেন ড্যানি কার্বাহাল ও ভিনিসিয়াস জুনিয়র ৷

যদিও দর্শক ঠাসা ওয়েম্বলি'তে প্রথমার্ধে এদিন দাপট ছিল ডর্টমুন্ডেরই ৷ একাধিক সুয়োগ তৈরি করেও তা হেলায় নষ্ট করেন আদেইয়েমি, ফুলক্রুগরা ৷ দ্বিতীয়বার ইউরোপ সেরা হওয়ার লক্ষ্যে ডর্টমুন্ডদের আগ্রাসী মনোভাব প্রথমার্ধে খানিকটা পিছিয়েই রেখেছিল কার্লো আন্সেলোত্তির ছেলেদের ৷ ফুলক্রুগের একটি শট পোস্টে লেগে প্রতিহত হয় ৷ পাশাপাশি গোলরক্ষক থিবু কুর্তোয়া ত্রাতা না-হয়ে দাঁড়ালে প্রথমার্ধে দু'গোলে এগিয়ে যেতে পারত ডর্টমুন্ড ৷ কিন্তু তা হয়নি ৷ ওয়েম্বলিতে এদিন প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই ৷

বিরতিতে সাজঘরে আন্সেলোত্তির পেপটক দ্বিতীয়ার্ধে বদলে দেয় রিয়াল'কে ৷ আক্রমণে একের পর এক ঝড় তুলতে থাকেন ভিনিসিয়াস, রদ্রিগোরা ৷ বিদায়ী ম্যাচে টনি ক্রুজের পা-থেকে ঠিকরে বেরোয় একের পর এক বিষাক্ত ফ্রি-কিক ৷ যদিও তা রুখে দেন ডর্টমুন্ড গোলরক্ষক ৷ কিন্তু শেষমেশ প্রতিরোধ ধরে রাখা সম্ভব হয়নি ডর্টমুন্ড রক্ষণের ৷ 74 মিনিটে ক্রুজেরই বাঁক খাওয়ানো কর্নার থেকে হেডে রিয়ালকে এগিয়ে দেন ড্যানি কার্বাহাল ৷ ঠিক ন'মিনিট বাদে অর্থাৎ 83 মিনিটে প্রতিপক্ষ রক্ষণের ভুলের সুযোগ কাজ লাগিয়ে 2-0 করে যান ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনি ৷ সেইসঙ্গে শেষ হয়ে যায় ডর্টমুন্ডদের ম্যাচে ফেরার স্বপ্ন ৷

87 মিনিটে ফুলক্রুগ বল জালে জড়ালেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায় ৷ শেষ পর্যন্ত 2-0 ব্যবধান ধরে রেখে খেতাব নিশ্চিত করে রিয়াল ৷ এই নিয়ে পঞ্চমবার কোচ হিসাবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলেন কার্লো আন্সেলোত্তি ৷

লন্ডন, 2 জুন: আবারও ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদ ৷ শনিবার (ভারতীয় সময় অনুযায়ী) রাত সাড়ে বারোটা ওয়েম্বলি'তে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে 15তম চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলল 'লস ব্ল্যাঙ্কোস' ৷ ফাইনালে এদিন ফেভারিট হয়ে শুরু করেছিল রিয়াল ৷ সেই ফেভারিট তকমাকে মান্যতা দিয়েই জার্মানির ক্লাবটিকে 2-0 গোলে হারাল স্প্যানিশ জায়ান্টরা ৷ মেগা ফাইনালে এদিন রিয়াল-এর হয়ে গোল করলেন ড্যানি কার্বাহাল ও ভিনিসিয়াস জুনিয়র ৷

যদিও দর্শক ঠাসা ওয়েম্বলি'তে প্রথমার্ধে এদিন দাপট ছিল ডর্টমুন্ডেরই ৷ একাধিক সুয়োগ তৈরি করেও তা হেলায় নষ্ট করেন আদেইয়েমি, ফুলক্রুগরা ৷ দ্বিতীয়বার ইউরোপ সেরা হওয়ার লক্ষ্যে ডর্টমুন্ডদের আগ্রাসী মনোভাব প্রথমার্ধে খানিকটা পিছিয়েই রেখেছিল কার্লো আন্সেলোত্তির ছেলেদের ৷ ফুলক্রুগের একটি শট পোস্টে লেগে প্রতিহত হয় ৷ পাশাপাশি গোলরক্ষক থিবু কুর্তোয়া ত্রাতা না-হয়ে দাঁড়ালে প্রথমার্ধে দু'গোলে এগিয়ে যেতে পারত ডর্টমুন্ড ৷ কিন্তু তা হয়নি ৷ ওয়েম্বলিতে এদিন প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই ৷

বিরতিতে সাজঘরে আন্সেলোত্তির পেপটক দ্বিতীয়ার্ধে বদলে দেয় রিয়াল'কে ৷ আক্রমণে একের পর এক ঝড় তুলতে থাকেন ভিনিসিয়াস, রদ্রিগোরা ৷ বিদায়ী ম্যাচে টনি ক্রুজের পা-থেকে ঠিকরে বেরোয় একের পর এক বিষাক্ত ফ্রি-কিক ৷ যদিও তা রুখে দেন ডর্টমুন্ড গোলরক্ষক ৷ কিন্তু শেষমেশ প্রতিরোধ ধরে রাখা সম্ভব হয়নি ডর্টমুন্ড রক্ষণের ৷ 74 মিনিটে ক্রুজেরই বাঁক খাওয়ানো কর্নার থেকে হেডে রিয়ালকে এগিয়ে দেন ড্যানি কার্বাহাল ৷ ঠিক ন'মিনিট বাদে অর্থাৎ 83 মিনিটে প্রতিপক্ষ রক্ষণের ভুলের সুযোগ কাজ লাগিয়ে 2-0 করে যান ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনি ৷ সেইসঙ্গে শেষ হয়ে যায় ডর্টমুন্ডদের ম্যাচে ফেরার স্বপ্ন ৷

87 মিনিটে ফুলক্রুগ বল জালে জড়ালেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায় ৷ শেষ পর্যন্ত 2-0 ব্যবধান ধরে রেখে খেতাব নিশ্চিত করে রিয়াল ৷ এই নিয়ে পঞ্চমবার কোচ হিসাবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলেন কার্লো আন্সেলোত্তি ৷

Last Updated : Jun 2, 2024, 11:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.