কাবুল, 4 অক্টোবর: আফগানিস্তান বিশ্বকাপ না-জেতা পর্যন্ত তিনি বিয়ে করবেন না ৷ বছরকয়েক আগে জানিয়েছিলেন আফগান ক্রিকেটার রশিদ কান ৷ কিন্তু অনুরাগীদের দেওয়া মজার সেই প্রতিশ্রুতি ভেঙে বিয়ের পিঁড়িতে তারকা লেগস্পিনার ৷ বৃহস্পতিবার কাবুলে রাজকীয় বিয়ে সারলেন সংক্ষিপ্ত ফর্ম্যাটে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ৷ রশিদের পাশাপাশি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁর আরও তিন ভাই ৷
আফগানিস্তানের রাজধানী শহরের একটি হোটেলে রাজকীয় বিয়ের আসর বসেছিল এদিন ৷ সেই ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ রশিদের সঙ্গেই বিয়ে সারলেন তাঁর তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ এবং রাজা খান ৷ আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রথমসারির আধিকারিকরা তো বটেই, কাবুলের হোটেলে রশিদের নয়া ইনিংসের সূচনায় হাজির ছিলেন তাঁর জাতীয় দলের সতীর্থরাও ৷
Scenes outside the hotel which is hosting Rashid Khan's wedding in Kabul. pic.twitter.com/LIpdUYVZcA
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 3, 2024
প্রাক্তন আফগান অধিনায়ক মহম্মদ নবিও উপস্থিত ছিলেন রশিদের বিবাহ অনুষ্ঠানে ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় (এক্স হ্য়ান্ডল) পোস্ট করে অলরাউন্ডার লেখেন, "এক এবং অদ্বিতীয় রাজা রশিদ খানকে বিবাহের অভিনন্দন ৷ জীবনভর তোমার ভালোবাসা, খুশি, সাফল্য অটুট থাকুক ৷" এছাড়া রহমত শাহ-সহ অন্যান্য ক্রিকেটাররাও রশিদ খানের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থেকে সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷
Congratulations to the one and only King Khan, Rashid Khan, on your wedding! Wishing you a lifetime of love, happiness, and success ahead.@rashidkhan_19 pic.twitter.com/fP1LswQHhr
— Mohammad Nabi (@MohammadNabi007) October 3, 2024
বিশ্ব ক্রিকেটে বিশেষ করে সাদা বলের ক্রিকেটে রশিদ খানকে অন্যতম সেরা স্পিনার হিসেবে বিবেচনা করা হয় ৷ বর্তমানে কুড়ি-বিশের ব়্য়াংকিংয়ে তিন নম্বর বোলার হওয়ার পাশাপাশি ব্য়াট হাতে ঝোড়ো ইনিংস খেলতেও সিদ্ধহস্ত কাবুলিওয়ালার দেশের এই স্পিনার ৷ ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে বেশ কিছু নজিরও নিজের নামে করে নিয়েছেন মাত্র 17 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করা এই ক্রিকেটার ৷ 93টি আন্তর্জাতিক টি-20 ম্যাচে 152 উইকেট রয়েছে রশিদ খানের নামের পাশে ৷ 105টি ওডিআই ম্যাচে রশিদের ঝুলিতে 190টি উইকেট ৷