জয়পুর, 28 মার্চ: দিল্লি ক্য়াপিটালসের জার্সিতে এদিন শততম ম্যাচ খেলছেন অধিনায়ক ঋষভ পন্ত ৷ মৃত্যুকে জয় করে চলতি আইপিএলেই বাইশ গজে প্রত্যাবর্তন হয়েছে দিল্লির অধিনায়ক তথা উইকেটরক্ষক ব্যাটার ৷ মাইলস্টোন ম্যাচে জয়পুরের মাঠে এদিন টস জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠান পন্ত ৷ রাজস্থানের হয়ে একাই 84 রান করেন রিয়ান পরাগ ৷ দিল্লি বাহিনীর বিরুদ্ধে প্রথমে ব্যাট করে এদিন ঘরের মাঠে 5 উইকেট খুইয়ে 185 রান তোলে পিংক ব্রিগেড ৷
বৃহস্পতিবারের ম্যাচ নিঃসন্দেহে পন্তের কাছে খুব স্পেশাল। আর এদিন সেই ম্যাচকে আরও স্পেশাল করে তুলল পন্তের ফ্র্যাঞ্চাইজি। 100 লেখা একটি স্মারক জার্সি উপহার দেওয়া হয় দিল্লি অধিনায়ককে ৷ পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচে হারের পর, দিল্লি অধিনায়ক চাইবে ম্যাচটি জিতে স্মরণীয় রাখতে ৷ তাই 186 রানের টার্গেট নিয়ে ব্যাটাররা নামছেন ক্রিজে ৷ জস বাটলারকে সঙ্গে নিয়ে ওপেনিংয়ে নামেন যশস্বী জয়সওয়াল ৷ যদিও 5 রান করে মুখভার করে ফিরে যান তরুণ ব্যাটার যশস্বী ৷ এরপর নামেন অধিনায়ক সঞ্জজু স্যামসন ৷ তাঁর ব্যাটেও রান আসে না এদিন ৷ 15 রান করে তাঁকেও প্যাভিলিয়নমুখী হতে হয় ৷ নামেন রিয়ান পরাগ ৷
রিয়ান নামতেই আউট হন জস বাটলার (11) ৷ এরপরই একাই 'বিহু ডান্সার' দলকে এগোতে রানের বোঝা কাঁধে নিয়ে নেন ৷ অশ্বিনও পরে বড় শট মারতে থাকেন ৷ 29 রানে তাঁকে সাজঘরে ফেরান অক্ষর প্যাটেল ৷ শেষপর্যন্ত রিয়ান পরাগ 45 বলে 84 রান করে অপরাজিত থেকে যান ৷ তাঁর ব্যাট থেকে এদিন আসে 7টি চার ও 6টি ছক্কা ৷ পক্ষান্তরে দিল্লির বোলাররা খানিকটা ব্যর্থ হন ৷ প্রথমে পরপর ব্যাটারদের ফেরালেও পরে ক্রিজ থেকে তাঁদের ফেরাতে ব্যর্থ হন ৷ জেতার জন্য খানিকটা হলেও বেশি রান তোলেন রাজস্থান রয়্যালস ৷ খলিল আহমেদ, মুখেশ কুমার, অ্যানরিচ নর্ৎজে, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব একটি করে উইকেট নেন ৷
আরও পড়ুন: