মুম্বই, 4 সেপ্টেম্বর: তাঁর দেখানো পথেই চতুর্থ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া ৷ টি-20 ফর্ম্যাটে দেশকে বিশ্বসেরা করে কোচের পদ থেকে অব্যাহতি নিয়েছেন রাহুল দ্রাবিড় ৷ তারপরেই জানিয়েছিলেন, ‘আমি এখন বেকার ৷ কোনও অফার থাকলে জানাবেন ৷’ সূত্রের খবর, ফের ‘চাকরি’ পেয়েছেন ‘দ্য ওয়াল ৷’
ক্রিকেট থেকে অবসরের কাজ শুরু করেন তৃণমূল স্তর থেকে ক্রিকেটার তুলে আনার ৷ এনসিএ’র দায়িত্বে ছিলেন ৷ অনুর্ধ-19 দলের কোচ ছিলেন, জিতেছেন 2018 বিশ্বকাপও ৷ তাঁকে সিনিয়র দলের হেডস্যরের চেয়ারে বসায় বিসিসিআই ৷ দায়িত্ব নিয়েই 2023 ওডিআই বিশ্বকাপের ফাইনালে তোলেন দলকে, 2024 টি-20 বিশ্বকাপ জেতান ৷ জানা গিয়েছে, এবার রাজস্থান রয়্যালসের হেডস্যর হচ্ছেন জ্যামি ৷
2011-2013 মরশুমে রাজস্থানে খেলেছেন রাহুল ৷ 2013 মরশুমে বর্তমান অধিনায়ক সঞ্জু স্যামসন তাঁর সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছেন ৷ সব ঠিক থাকলে ফের একসঙ্গে আইপিএল জয়ের ব্লু-প্রিন্ট কষবেন দুই তারকা ৷
Rahul Dravid is set to return to Rajasthan Royals ahead of the 2025 IPL season
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 4, 2024
Full story: https://t.co/cwqMp9GAsw pic.twitter.com/135nLBmVgP
2008 সালে প্রথম সংস্করণেই আইপিএল ঘরে তোলে গোলাপি শহর ৷ তারপর থেকে টি-20 টুর্নামেন্টে ব্যর্থ রয়্যালসরা ৷ প্রতিবার ভালো দল গড়েও আইপিএল জেতা হয়নি ৷ অন্যদিকে দ্রাবিড়ীয় ‘সভ্যতার’ ছাঁচে পড়ে মনোভাব বদলে গিয়েছে ভারতীয় দলের খেলোয়াড়দেরও ৷ টি-20 ফাইনাল যখন প্রায় পকেটে পুরে ফেলেছে দক্ষিণ আফ্রিকা, সেখান থেকে ম্যাচে ফেরে টিম ইন্ডিয়া ৷ যেমনভাবে প্রায় হেরে যাওয়া বহু ম্যাচ ইস্পাত কঠিন মানসিকতার জেরে উৎরে দিয়েছেন দ্রাবিড় ৷ এবার সেই সভ্য়তার রাস্তায় হেঁটেই আইপিএল শীর্ষে চড়তে চাইছে রাজস্থানও ৷