ETV Bharat / sports

রোহিতের নজির, জ্বলল সূর্যর ব্যাটও; জিততে পঞ্জাব কিংসের চাই 193 - IPL 2024

PBKS vs MI: চলতি আইপিএলের 33তম ম্যাচ স্মরণীয় হয়ে রাখলেন হিটম্যান রোহিত ৷ পঞ্জাব কিংসের বিরুদ্ধে বৃহস্পতিবার মুল্লানপুরের 250তম আইপিএল ম্যাচে নামেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ৷ আইপিএলে 6500 রানের গণ্ডি পার করেন তিনি। সেইসঙ্গে মুম্বই শিবিরের সূর্য এদিন জ্বলে উঠল ৷ 78 রানের অনবদ্য ইনিংস খেলে প্রথমে ব্যাট করে পঞ্জাবকে 193 রানের টার্গেট দিলেন ৷

PBKS vs MI
PBKS vs MI
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 9:43 PM IST

Updated : Apr 18, 2024, 10:00 PM IST

মুল্লানপুর, 18 এপ্রিল: এবারে তিনি অধিনায়কের দায়িত্বে নেই ৷ মুম্বই শিবিরের দায়িত্ব সামলাছেন তাঁর সতীর্থ হার্দিক পান্ডিয়া ৷ যাঁকে নিয়ে কথা হচ্ছে তিনি ক্রিকেটের বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ মহেন্দ্র সিং ধোনির পর তিনিই প্রথম আইপিলে আজ 250তম ম্যাচ খেললেন ৷ সেইসঙ্গে কোটিপতি লিগে 6500 রান পূরণ করলেন ৷ পঞ্জাব কিংসের বিরুদ্ধে মুল্লানপুরের মাঠে নেমে 36 রানে সাজঘরে ফিরে গিয়েছেন তিনি ৷ তবে তাঁরসঙ্গে এদিন জুটি মিলিয়ে প্রতিপক্ষকে লড়াকু রানের টার্গেট দিয়েছেন সূর্যকুমার যাদব ৷ পঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কুরানের সিদ্ধান্তে এদিন প্রথমে ব্যাট করে মুম্বই শিবির 7 উইকেটের বিনিময়ে রান তোলে 192 ৷

প্রথমে ব্যাট করতে নেমে ঈশান কিষাণ 8 রানে আউট হন ৷ রোহিত থাকেন ক্রিজে ৷ সূর্যকুমার যাদব তিনে নেমে তাঁকে সঙ্গ দেন ৷ 36 রান করে আইপিএলে 6 হাজার 500 রান করেন ৷ 2টি চার ও 3টি ছয় আসে এদিন তাঁর ব্যাট থেকে ৷ অন্যদিকে, 53 বলে 78 রান করে জ্বলে ওঠে সূর্যকুমার ৷ 7বার বাউন্ডারি ও 3 বার ওভার বাউন্ডারিতে বলকে পাঠান ব্যাটার ৷ রোহিতের আউটের পর তিলক বর্মা নামেন বাইশ গজে ৷ 34 রান করে অপরাজিত থেকে যান ৷ হার্দিক পান্ডিয়ার ব্যাট এদিনও 'খামোশ' থেকেছে ৷ 10 রান করে সাজঘরে ফিরেছেন তিনি ৷ এবারের আইপিএলে রান পাচ্ছেন না তিনি। বল হাতেও খুব একটা প্রভাব ফেলতে পারছেন না। টিম ডেভিডের স্কোর 14 ৷ মাত্র এক রান করছেন রোমারিও শেপার্ড ৷ শূন্যতে ফিরছেন মহম্মদ নবি ৷

অন্যদিকে, পঞ্জাব বাহিনীর হর্ষল প্যাটেল 3টি উইকেট নিয়েছেন ৷ 2টি উইকেট নিয়েছেন দলের নয়া অধিনায়ক স্যাম কুরান ৷ শিখর ধাওয়ানের চোটের জন্য তিনি এখন দলে নেই ৷ দায়িত্ব পেয়েছেন স্যাম ৷ তিনি 2টি উইকেট নিয়েছেন ৷ 1টি উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা ৷ মহম্মদ রবিকে রান-আউট করেছেন হর্ষলই ৷

আরও পড়ুন:

  1. বোলারদের দাপটে 'সৌরভ' ছড়াল দিল্লি, ঋষভদের কাছে গোহারা গুজরাত
  2. বল হাতে দুরন্ত দিল্লির 'কিপার', মুকেশ-ইশান্তের দাপটে ছারখার শুভমনরা
  3. বাটলারের যশে ম্লান নারিনের কীর্তি, রেকর্ড রান তাড়া করে ইডেনে নাইট 'বধ' রাজস্থানের

মুল্লানপুর, 18 এপ্রিল: এবারে তিনি অধিনায়কের দায়িত্বে নেই ৷ মুম্বই শিবিরের দায়িত্ব সামলাছেন তাঁর সতীর্থ হার্দিক পান্ডিয়া ৷ যাঁকে নিয়ে কথা হচ্ছে তিনি ক্রিকেটের বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ মহেন্দ্র সিং ধোনির পর তিনিই প্রথম আইপিলে আজ 250তম ম্যাচ খেললেন ৷ সেইসঙ্গে কোটিপতি লিগে 6500 রান পূরণ করলেন ৷ পঞ্জাব কিংসের বিরুদ্ধে মুল্লানপুরের মাঠে নেমে 36 রানে সাজঘরে ফিরে গিয়েছেন তিনি ৷ তবে তাঁরসঙ্গে এদিন জুটি মিলিয়ে প্রতিপক্ষকে লড়াকু রানের টার্গেট দিয়েছেন সূর্যকুমার যাদব ৷ পঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কুরানের সিদ্ধান্তে এদিন প্রথমে ব্যাট করে মুম্বই শিবির 7 উইকেটের বিনিময়ে রান তোলে 192 ৷

প্রথমে ব্যাট করতে নেমে ঈশান কিষাণ 8 রানে আউট হন ৷ রোহিত থাকেন ক্রিজে ৷ সূর্যকুমার যাদব তিনে নেমে তাঁকে সঙ্গ দেন ৷ 36 রান করে আইপিএলে 6 হাজার 500 রান করেন ৷ 2টি চার ও 3টি ছয় আসে এদিন তাঁর ব্যাট থেকে ৷ অন্যদিকে, 53 বলে 78 রান করে জ্বলে ওঠে সূর্যকুমার ৷ 7বার বাউন্ডারি ও 3 বার ওভার বাউন্ডারিতে বলকে পাঠান ব্যাটার ৷ রোহিতের আউটের পর তিলক বর্মা নামেন বাইশ গজে ৷ 34 রান করে অপরাজিত থেকে যান ৷ হার্দিক পান্ডিয়ার ব্যাট এদিনও 'খামোশ' থেকেছে ৷ 10 রান করে সাজঘরে ফিরেছেন তিনি ৷ এবারের আইপিএলে রান পাচ্ছেন না তিনি। বল হাতেও খুব একটা প্রভাব ফেলতে পারছেন না। টিম ডেভিডের স্কোর 14 ৷ মাত্র এক রান করছেন রোমারিও শেপার্ড ৷ শূন্যতে ফিরছেন মহম্মদ নবি ৷

অন্যদিকে, পঞ্জাব বাহিনীর হর্ষল প্যাটেল 3টি উইকেট নিয়েছেন ৷ 2টি উইকেট নিয়েছেন দলের নয়া অধিনায়ক স্যাম কুরান ৷ শিখর ধাওয়ানের চোটের জন্য তিনি এখন দলে নেই ৷ দায়িত্ব পেয়েছেন স্যাম ৷ তিনি 2টি উইকেট নিয়েছেন ৷ 1টি উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা ৷ মহম্মদ রবিকে রান-আউট করেছেন হর্ষলই ৷

আরও পড়ুন:

  1. বোলারদের দাপটে 'সৌরভ' ছড়াল দিল্লি, ঋষভদের কাছে গোহারা গুজরাত
  2. বল হাতে দুরন্ত দিল্লির 'কিপার', মুকেশ-ইশান্তের দাপটে ছারখার শুভমনরা
  3. বাটলারের যশে ম্লান নারিনের কীর্তি, রেকর্ড রান তাড়া করে ইডেনে নাইট 'বধ' রাজস্থানের
Last Updated : Apr 18, 2024, 10:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.