কলকাতা, 27 সেপ্টেম্বর: চাকরি যাওয়ার শঙ্কা আপাতত নেই। তবে যে সমর্থকেরা তাঁকে 'প্রফেসর' বানিয়েছিল, সেই লাল-হলুদ জনতার রোষানলেই এখন কার্লেস কুয়াদ্রাত ৷ আইএসএলের প্রথম দু'ম্যাচে জয়হীন ৷ তার আগে এসিএল-টু যোগ্যতা অর্জন পর্ব, ডুরান্ড কাপে ব্যর্থতা ৷ সবমিলিয়ে শুক্রবার যুবভারতীতে আইএসএলের প্রথম হোম ম্যাচে অগ্নিপরীক্ষা কার্লেস কুয়াদ্রাতের সামনে ৷
অগ্নিপরীক্ষায় বসার ম্য়াচে স্প্যানিশ কোচ আবার পাচ্ছেন না দলের দুই বিদেশিকে ৷ কেরালা ব্লাস্টার্স ম্য়াচে হালকা চোট পাওয়ায় গোয়ার বিরুদ্ধে দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে খেলানোর ঝুঁকি নেবেন না বলে জানালেন কোচ নিজেই ৷ অন্যদিকে ডেঙ্গি আক্রান্ত সউল ক্রেসপোও নেই মানোলো মার্কুয়েজের দলের বিরুদ্ধে ৷ চোটের তালিকায় রয়েছেন মহম্মদ রাকিপ ৷ মরশুমের শুরুতেই এত চোট-আঘাতের ঘটনায় আঙুল উঠছে ফিটনেস কোচকে ঘিরে ৷ যদিও কার্লোস জিমেনেসকে ম্যাচের আগেরদিন আড়ালই করলেন কুয়াদ্রাত ৷
অনুরাগীমহলে সমালোচনা প্রসঙ্গে প্রাক-ম্য়াচ সাংবাদিক সম্মেলনে মাদিহ তালালকে পাশে নিয়ে কুয়াদ্রাত বললেন, "এত বড় ক্লাব। সাফল্য না-আসলে সমালোচনা হবেই। বিশ্বজুড়েই তা হয়। ভালো ফুটবলার সই করানো হয়েছে। স্বাভাবিকভাবেই প্রত্যাশা বেশি। কিন্তু মাথায় রাখতে হবে গতদিন ছিল আনোয়ারের প্রথম ম্যাচ। হেক্টর দ্বিতীয় ম্যাচ খেলেছিল। শুক্রবার তিন পয়েন্টের জন্যই নামব।" গত ম্যাচের পর প্রশ্নের মুখে গোলরক্ষক প্রভসুখন সিং গিলের পারফরম্য়ান্স ৷ পরিবর্তে গোয়ার বিরুদ্ধে কি দেবজিৎ মজুমদারকে দেখা যাবে? তা নিয়েও ধোঁয়াশা জিইয়ে রাখলেন লাল-হলুদ কোচ ৷
Matchday minus one preparations ✅ #JoyEastBengal #ISL #EBFCFCG pic.twitter.com/XagvTuokIp
— East Bengal FC (@eastbengal_fc) September 26, 2024
রাকিপের পরিবর্তে সাইডব্যাক হিসেবে শুক্রবার প্রভাত লাকড়ার অভিষেক হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ যদিও কুয়াদ্রাত এ ব্য়াপারে স্পষ্ট করেননি কিছু ৷ দিয়ামানতাকোস না-থাকায় শুরু করবেন ক্লেইটন সিলভা ৷ সেন্টার-ব্য়াক হিসেবে হেক্টর-আনোয়ার শুরু করায় ক্রেসপো না-থাকলেও হিজাজি মাহের বেঞ্চেই থাকবেন বলে মনে করা হচ্ছে ৷
একনজরে সম্ভাব্য লাল-হলুদ একাদশ: দেবজিৎ মজুমদার (গোলরক্ষক), হেক্টর ইয়ুস্তে, আনোয়ার আলি, প্রভাত লাকড়া, মার্ক জোথানপুইয়া, জিকসন সিং, সৌভিক চক্রবর্তী, মাদিহ তালাল, নাওরেম মহেশ সিং, নন্দকুমার শেকর, ক্লেইটন সিলভা ৷