ETV Bharat / sports

'দলের স্বার্থে অহংকার সরিয়ে রেখেছিলাম', প্রধানমন্ত্রীর সঙ্গে আড্ডায় বললেন কোহলি - PM with T20 World Cup winning Team - PM WITH T20 WORLD CUP WINNING TEAM

PM Modi Hails Team India: টি-20 বিশ্বকাপের ট্রফি আনতে যাওয়ার সময় নাচছিলেন ক্যাপ্টেন রোহিত ৷ কেন ? আবার ওয়েস্ট ইন্ডিজের দ্বীপপুঞ্জে গিয়ে ইডলি, পরোটা না-পেয়ে কোনওরকমে দিন কাটিয়েছেন বুমরা ৷ টিম ইন্ডিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর আড্ডায় সামনে এল হরেক রহস্য ৷

PM Modi with Team India
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টিম ইন্ডিয়া (ছবি সৌজন্য: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক্স হ্যান্ডেল)
author img

By ANI

Published : Jul 5, 2024, 9:32 PM IST

Updated : Jul 5, 2024, 9:56 PM IST

নয়াদিল্লি, 5 জুলাই: "দলের জন্য আমি আমার অহংকার সরিয়ে রেখেছিলাম ৷ খেলাটাকে শ্রদ্ধা করেছি এবং খেলা আমায় সেই শ্রদ্ধা ফিরিয়ে দিয়েছে", বিশ্বকাপ জিতে দেশে ফিরে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীকে এমনটাই বললেন টি-20 বিশ্বকাপ ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ বিরাট কোহলি ৷ বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট দলকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে আড্ডার ফাঁকে এমন মন্তব্য করেন 'দ্য রানমেশিন' ৷

বৃহস্পতিবার সকালে নয়াদিল্লিতে অবতরণ করে ভারতীয় ক্রিকেট দল ৷ আইসিসি টি-20 বিশ্বকাপ জয়ীদের সঙ্গে প্রাতঃরাশ সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দলের সঙ্গে ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ ৷

নাচতে নাচতে বিশ্বকাপের ট্রফি নিতে যাওয়ার পরামর্শ কে দিয়েছিল ক্যাপ্টেন রোহিত শর্মাকে ? প্রধানমন্ত্রীর সঙ্গে খোশগল্পে তা বলেই ফেলেন দলের অধিনায়ক ৷ এদিকে ওয়েস্ট ইন্ডিজের দ্বীপটিতে ইডলি আর পরোটা না-পেয়ে হতাশই হয়েছিলেন জসপ্রীত বুমরা ৷ আবার সূর্যকুমারের যে দুর্দান্ত ক্যাচ খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল, তার জন্য তিনি কী পরিশ্রম করেছেন, তা সূর্য নিজেই জানান প্রধানমন্ত্রী মোদিকে ৷

রোহিত বলেন, "আমাদের সবার জন্য একটা দুর্দান্ত মুহূর্ত ছিল ৷ কতদিন ধরে আমরা এর জন্য অপেক্ষা করেছি ৷ খেলোয়াড়রা আমায় বলেছিল, সাধারণভাবে হেঁটে স্টেজে ট্রফি নিতে যাবে না ৷ একটু অন্যকিছু করো ৷" পালটা প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, 'এই আইডিয়াটা কি যুজবেন্দ্র চাহাল দিয়েছিল ?' সঙ্গে সঙ্গে হাসিতে ফেটে পড়েন সবাই ৷ রোহিতও হাসতে হাসতে বলেন, "এই ছকটা চাহাল আর কুলদীপ, দু'জনের ছিল ৷"

প্রধানমন্ত্রী তখন কুলদীপকে প্রশ্ন করে বসেন, তিনি দলের ক্যাপ্টেনকে এমন সেলিব্রেশনের কথা কেন বললেন ? এর উত্তরে কুলদীপ পালটা বলেন, "আমি যে ভাবে বলেছিলাম, রোহিত সেভাবে করেনি ৷"

উল্লেখ্য, টুর্নামেন্ট সেরা হয়েছেন জসপ্রীত বুমরা ৷ তিনি 15টি উইকেট নিয়েছেন ৷ তবে তাঁর আক্ষেপ, "আমি ওয়েস্ট ইন্ডিজে ইডলি, পরোটা পাইনি ৷ যা পেয়েছি, তাই দিয়ে কাজ চালিয়ে নিয়েছি ৷ গুরুত্বপূর্ণ জায়গাগুলিতেই আমি বোল্ড করে দিয়েছিলাম ৷ আমি খুশি যে, সেগুলো দলকে কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিল এবং ট্রফিটা জিততে পেরেছি ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন টিম ইন্ডিয়ার সদস্যদের বলেন, "আমি তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই ৷ আমাদের জন্য এটা খুবই আনন্দের বিষয় ৷ আপনারা দেশের মানুষকে আনন্দ দিয়েছেন ৷ আমি অনেক রাত পর্যন্ত কাজ করি ৷ টিভিটা চলছিল এবং আমি কাজ করছিলাম ৷ আপনারা সেদিন টিম স্পিরিট, প্রতিভা এবং ধৈর্য্য দেখিয়েছিলেন ৷ আপনাদের কাজে কোনও দ্বিধা-দ্বন্দ্ব ছিল না ৷ আপনারা আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন ৷"

নয়াদিল্লি, 5 জুলাই: "দলের জন্য আমি আমার অহংকার সরিয়ে রেখেছিলাম ৷ খেলাটাকে শ্রদ্ধা করেছি এবং খেলা আমায় সেই শ্রদ্ধা ফিরিয়ে দিয়েছে", বিশ্বকাপ জিতে দেশে ফিরে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীকে এমনটাই বললেন টি-20 বিশ্বকাপ ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ বিরাট কোহলি ৷ বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট দলকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে আড্ডার ফাঁকে এমন মন্তব্য করেন 'দ্য রানমেশিন' ৷

বৃহস্পতিবার সকালে নয়াদিল্লিতে অবতরণ করে ভারতীয় ক্রিকেট দল ৷ আইসিসি টি-20 বিশ্বকাপ জয়ীদের সঙ্গে প্রাতঃরাশ সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দলের সঙ্গে ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ ৷

নাচতে নাচতে বিশ্বকাপের ট্রফি নিতে যাওয়ার পরামর্শ কে দিয়েছিল ক্যাপ্টেন রোহিত শর্মাকে ? প্রধানমন্ত্রীর সঙ্গে খোশগল্পে তা বলেই ফেলেন দলের অধিনায়ক ৷ এদিকে ওয়েস্ট ইন্ডিজের দ্বীপটিতে ইডলি আর পরোটা না-পেয়ে হতাশই হয়েছিলেন জসপ্রীত বুমরা ৷ আবার সূর্যকুমারের যে দুর্দান্ত ক্যাচ খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল, তার জন্য তিনি কী পরিশ্রম করেছেন, তা সূর্য নিজেই জানান প্রধানমন্ত্রী মোদিকে ৷

রোহিত বলেন, "আমাদের সবার জন্য একটা দুর্দান্ত মুহূর্ত ছিল ৷ কতদিন ধরে আমরা এর জন্য অপেক্ষা করেছি ৷ খেলোয়াড়রা আমায় বলেছিল, সাধারণভাবে হেঁটে স্টেজে ট্রফি নিতে যাবে না ৷ একটু অন্যকিছু করো ৷" পালটা প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, 'এই আইডিয়াটা কি যুজবেন্দ্র চাহাল দিয়েছিল ?' সঙ্গে সঙ্গে হাসিতে ফেটে পড়েন সবাই ৷ রোহিতও হাসতে হাসতে বলেন, "এই ছকটা চাহাল আর কুলদীপ, দু'জনের ছিল ৷"

প্রধানমন্ত্রী তখন কুলদীপকে প্রশ্ন করে বসেন, তিনি দলের ক্যাপ্টেনকে এমন সেলিব্রেশনের কথা কেন বললেন ? এর উত্তরে কুলদীপ পালটা বলেন, "আমি যে ভাবে বলেছিলাম, রোহিত সেভাবে করেনি ৷"

উল্লেখ্য, টুর্নামেন্ট সেরা হয়েছেন জসপ্রীত বুমরা ৷ তিনি 15টি উইকেট নিয়েছেন ৷ তবে তাঁর আক্ষেপ, "আমি ওয়েস্ট ইন্ডিজে ইডলি, পরোটা পাইনি ৷ যা পেয়েছি, তাই দিয়ে কাজ চালিয়ে নিয়েছি ৷ গুরুত্বপূর্ণ জায়গাগুলিতেই আমি বোল্ড করে দিয়েছিলাম ৷ আমি খুশি যে, সেগুলো দলকে কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিল এবং ট্রফিটা জিততে পেরেছি ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন টিম ইন্ডিয়ার সদস্যদের বলেন, "আমি তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই ৷ আমাদের জন্য এটা খুবই আনন্দের বিষয় ৷ আপনারা দেশের মানুষকে আনন্দ দিয়েছেন ৷ আমি অনেক রাত পর্যন্ত কাজ করি ৷ টিভিটা চলছিল এবং আমি কাজ করছিলাম ৷ আপনারা সেদিন টিম স্পিরিট, প্রতিভা এবং ধৈর্য্য দেখিয়েছিলেন ৷ আপনাদের কাজে কোনও দ্বিধা-দ্বন্দ্ব ছিল না ৷ আপনারা আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন ৷"

Last Updated : Jul 5, 2024, 9:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.