প্যারিস, 6 অগস্ট: অলিম্পিক্সে নীরজের হাত ধরে সোনার স্বপ্ন দেখছেন দেশবাসী। এখনও পর্যন্ত প্যারিস গেমস থেকে তিনটি ব্রোঞ্জ এসেছে ভারতে। নীরজ কি সোনা দিতে পারবেন ? আজ ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামছেন বছর 26-এর ভারতীয় সুপারস্টার। তাঁর সঙ্গী তথা গতবছর এশিয়াডে রুপোজয়ী কিশোর কুমার জেনাও রয়েছেন তাঁর সঙ্গে ৷ তবে তাঁদের গ্রুপ আলাদা ৷ 11তম দিনে হকির সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ আজ জার্মানি ৷ থাকছে দঙ্গলকন্যা ও 'দিল্লির রাজপথে প্রতিবাদী' ভিনেশ ফোগতের ইভেন্টও ৷ কখন রয়েছে ভারতের অ্যাথলিটদের খেলা?
Day 1⃣0⃣ schedule of #ParisOlympics2024 is OUT✔️
— SAI Media (@Media_SAI) August 5, 2024
The OGs of Indian Sports, Neeraj Chopra👑, Vinesh Phogat🤼♀ and the Indian #Hockey🏑team are all set to be in action tomorrow at #Paris2024.
Check out the full schedule to find out other notable matches slated for Day 1⃣0⃣.… pic.twitter.com/13mlbVRJcM
একনজরে 11তম দিনে ভারতের ইভেন্ট-
- টেবিল টেনিস-
পুরুষদের দলগত ইভেন্টের রাউন্ড অফ 16-এ নামছেন, মানব বিকাশ ঠক্কর, শরৎ কমল এবং হরমিত দেশাই ৷ তাঁদের প্রতিপক্ষ চিন ৷ সময় দুপুর 1.30 ৷
- অ্যাথলেটিক্স-
গ্রুপ A থেকে পুরুষদের জ্যাভলিন থ্রো'য়ের যোগ্যতাঅর্জন পর্বে নামছেন কিশোর কুমার জেনা ৷ সময় দুপুর 01.50 ৷
গ্রুপ B থেকে পুরুষদের জ্যাভলিন থ্রো'য়ের যোগ্যতাঅর্জন পর্বে নামছেন নীরজ চোপড়া ৷ দুপুর 03.20 ৷
প্যারিস অলিম্পিক্সে নীরজ চোপড়ার থেকে পাহাড় সমান প্রত্যাশা রয়েছে ভারতবাসীর। টোকিয়ো অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রো-তে সোনা জিতে ইতিহাসের পাতায় নাম তুলেছিলেন পানিপথের ছেলে। তারপর থেকে সোনার ছেলেকে নিয়ে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের আগ্রহ, বিশ্বাস সবই বেড়েছে।
- কুস্তি
মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির 68 কেজি বিভাগে নামছেন ভারতের নিশা দাহিয়া ৷ সময় দুপুর 02.30-টার পর ৷
- মহিলাদের ফ্রি-স্টাইল কুস্তির 50 কেজি বিভাগে রাউন্ড অফ 16-এ নামছেন ভিনেশ ফোগত ৷ সময় দুপুর 03.00 ৷ জিততে পারলে ভিনেশ পৌঁছবেন কোয়ার্টার ফাইনালে ৷ সেইসময়টা হচ্ছে বিকেল 04.20 ৷ সেই ম্যাচে জিততে পারলে দঙ্গলকন্যা পৌঁছবেন সেমিফাইনালে ৷ রাত 10.30টার পর সেই খেলা হবে ৷
ভারতীয় কুস্তিতে দীর্ঘদিন ধরে চলেছে ডামাডোলের পরিবেশ। কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ শর্মার বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার গুরুতর অভিযোগ উঠেছিল। সেই নিয়ে তোলপাড় হয় ভারতীয় কুস্তির জগত। রাজধানী দিল্লির রাস্তায় নামেন ভারতের তাবড় কুস্তিগীররা ৷ আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ভিনেশ ফোগত ৷
- স্টেপলচেজ-
মহিলাদের 400 মিটার স্টিপলচেজ রাউন্ডে নামছেন কিরণ পাহাল ৷ সময় দুপুর 02.20 ৷
- হকি-
পুরুষদের হকিরর সেমিফাইনাল রয়েছে ৷ হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় দলের সামনে রয়েছে জার্মানি ৷ রাত 10:30টায় রয়েছে সেই ম্যাচ ৷
প্যারিস অলিম্পিকে পুরুষদের হকির সেমিফাইনালে উঠেছে ভারত। হকি থেকে সোনার স্বপ্ন দেখছেন দেশবাসী। এরই মাঝে অবশ্য আম্পায়িংয়ের সমস্যা ভারতীয় হকি সংস্থাকে ভাবাচ্ছে। ভারতকে হারাতে কোয়ার্টার ফাইনালে দুর্নীতির আশ্রয় নিয়েছিল গ্রেট ব্রিটেন, এমনটাই অভিযোগ করেছে হকি ইন্ডিয়া। এরই মাঝে এক ম্যাচ নির্বাসিত হন কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখা ভারতীয় হকি প্লেয়ার অমিত রোহিদাস ৷