ETV Bharat / sports

দশমদিন প্যারিস অলিম্পিক্সে ভারতের ইভেন্ট একনজরে - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

5 August India Olympics Schedule: ব্রোঞ্জ জয়ের অদূরে দাঁড়িয়ে লক্ষ্য সেন ৷ রয়েছে টেবল টেনিস এবং অ্যাথলেটিক্স ইভেন্টও ৷ একনজরে আজ গেমসের দশমদিন প্য়ারিসে ভারতের ইভেন্ট ৷

India Olympics Schedule
দশমদিন প্যারিস অলিম্পিক্সে ভারতের ইভেন্ট (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 5, 2024, 12:11 AM IST

নয়াদিল্লি, 5 অগস্ট: গেমসের নবমদিন হকিতে গ্রেট ব্রিটেনকে হারিয়ে ভারতের সেমিতে পৌঁছনো যেমন আনন্দ দিয়েছে, একইভাবে হতাশ করেছে ব্যাডমিন্টনের সেমিতে ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে লক্ষ্য সেনের হার কিংবা লভলিনা বরগোহাইনের পদক হাতছাড়া হওয়ার বিষয়টি ৷ গেমসের দশমদিন অর্থাৎ, সোমবার ভারতের পদকের আশা লক্ষ্যকে ঘিরেই ৷ ব্রোঞ্জের লক্ষ্যে মালয়েশিয়ার প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন তিনি ৷ এছাড়াও রয়েছে টেবল টেনিস, অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্ট ৷ দেখে নেওয়া যাক আজ একনজরে প্য়ারিস অলিম্পিক্সে ভারতের ইভেন্ট ৷

শুটিং:

স্কিট মিক্সড টিম যোগ্যতা অর্জন পর্ব (অনন্তজিৎ সিং নারুকা এবং মহেশ্বরী চৌহান)- দুপুর 12টা 30 মিনিট

টেবল টেনিস:

মহিলাদের দলগত রাউন্ড অফ 16- দুপুর 1টা 30 মিনিট

অ্যাথলেটিক্স:

মহিলাদের 400 মিটার রাউন্ড 1- দুপুর 3টে 25 মিনিট

পুরুষদের 3000 মিটার স্টিপলচেজ রাউন্ড 1- রাত 10টা 34 মিনিট

ব্যাডমিন্টন:

পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদকের ম্যাচ (লক্ষ্য সেন)- সন্ধে 6টা

সেইলিং:

পুরুষ সেইলিং রেস 9 এবং রেস 10 (বিষ্ণু সর্বানন)- দুপুর 3টে 35 মিনিট

মহিলা সেইলিং রেস 9 এবং রেস 10 (নেত্রা কুমানন)- সন্ধে 6টা 10 মিনিট

নয়াদিল্লি, 5 অগস্ট: গেমসের নবমদিন হকিতে গ্রেট ব্রিটেনকে হারিয়ে ভারতের সেমিতে পৌঁছনো যেমন আনন্দ দিয়েছে, একইভাবে হতাশ করেছে ব্যাডমিন্টনের সেমিতে ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে লক্ষ্য সেনের হার কিংবা লভলিনা বরগোহাইনের পদক হাতছাড়া হওয়ার বিষয়টি ৷ গেমসের দশমদিন অর্থাৎ, সোমবার ভারতের পদকের আশা লক্ষ্যকে ঘিরেই ৷ ব্রোঞ্জের লক্ষ্যে মালয়েশিয়ার প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন তিনি ৷ এছাড়াও রয়েছে টেবল টেনিস, অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্ট ৷ দেখে নেওয়া যাক আজ একনজরে প্য়ারিস অলিম্পিক্সে ভারতের ইভেন্ট ৷

শুটিং:

স্কিট মিক্সড টিম যোগ্যতা অর্জন পর্ব (অনন্তজিৎ সিং নারুকা এবং মহেশ্বরী চৌহান)- দুপুর 12টা 30 মিনিট

টেবল টেনিস:

মহিলাদের দলগত রাউন্ড অফ 16- দুপুর 1টা 30 মিনিট

অ্যাথলেটিক্স:

মহিলাদের 400 মিটার রাউন্ড 1- দুপুর 3টে 25 মিনিট

পুরুষদের 3000 মিটার স্টিপলচেজ রাউন্ড 1- রাত 10টা 34 মিনিট

ব্যাডমিন্টন:

পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদকের ম্যাচ (লক্ষ্য সেন)- সন্ধে 6টা

সেইলিং:

পুরুষ সেইলিং রেস 9 এবং রেস 10 (বিষ্ণু সর্বানন)- দুপুর 3টে 35 মিনিট

মহিলা সেইলিং রেস 9 এবং রেস 10 (নেত্রা কুমানন)- সন্ধে 6টা 10 মিনিট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.