প্যারিস, 28 জুলাই: প্রেমের শহরে শুরু হয়ে গিয়েছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ৷ প্রথম দিনে ভালো-মন্দয় কেটেছে ভারতীয় দলের ৷ দ্বিতীয় দিনে আজ একাধিক ইভেন্টে পদকের সন্ধানে নামবে ভারত ৷ শ্যুটিং, ব্যাডমিন্টন, বক্সিং, টেবিল টেনিস এবং তিরন্দাজির মতো ইভেন্টে নামবে ভারতীয় ক্রীড়াবিদরা ৷ জেনে নিন, আজ অলিম্পিক্সে ভারতের কোন কোন ম্যাচ রয়েছে...
রোয়িং: ভারতের হয়ে রোয়িং ইভেন্টে দেখা যাবে বলরাজ পানওয়ারকে । রোয়িংয়ে চতুর্থ হয়ে রেপেচেজে নিজের জায়গা নিশ্চিত করেছেন তিনি । বলরাজ 7:07:11 মিনিট সময় নিয়ে চতুর্থ স্থান অর্জন করেন । এখন তাকে ব্রোঞ্জ পদকের জন্য দাবি উপস্থাপন করতে দেখা যাবে।
- পুরুষদের একক স্কালস রিপেচেজ রাউন্ড: দুপুর 12:30
শুটিং: ভালারিভান ইলাভেনিল এবং রমিতা রামিতা ভারতের হয়ে 10 মিটার এয়ার রাইফেল শ্যুটিং মহিলাদের যোগ্যতা অর্জনের ম্যাচে অংশ নেবেন । সন্দীপ সিং এবং অর্জুন বাবুতাকে দেখা যাবে 10 মিটার এয়ার রাইফেল শ্যুটিং পুরুষদের যোগ্যতা অর্জনের ম্যাচে । দু’জনেই থেকে পদকের আশা রয়েছে ভারতের । অন্যদিকে, দুপুরে 10 মিটার এয়ার পিস্তলের ফাইনালে নামছেন মনু ভাকের ৷
Each #Olympics has been different for @Pvsindhu1. 💪🏸#Paris2024 #Badminton pic.twitter.com/SkpRCMvMWS
— BWF (@bwfmedia) July 27, 2024
- 10 মিটার এয়ার রাইফেল (মহিলাদের যোগ্যতা অর্জন): দুপুর 12:45
- 10 মিটার এয়ার পিস্তল (পুরুষদের যোগ্যতা অর্জন): দুপুর 1টা
- 10 মিটার এয়ার রাইফেল (পুরুষদের ফাইনাল): দুপুর 2:45
- 10 মিটার এয়ার পিস্তল (মহিলা ফাইনাল): দুপুর 3:30
স্ট্রেট গেমে জয়, পদকের 'লক্ষ্য়ে' প্যারিসে দারুণ শুরু সেনের
প্রথম ম্যাচে কিউয়ি 'বধ', রুদ্ধশ্বাস জয়ে হকিতে অভিযান শুরু ভারতের
ব্যাডমিন্টন: প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনটি ভারতের জন্য ব্যাডমিন্টনে রোমাঞ্চকর দিন হতে চলেছে । মহিলাদের সিঙ্গলসে জার্মানির রথ ফ্যাবিয়ানের বিরুদ্ধে নামবেন পিভি সিন্ধু । যেখানে পুরুষদের সিঙ্গলসে দেখা যাবে এইচএস প্রণয়কে।
The first round of #Boxing matches have been released for our 🇮🇳 boxers! 🥊
— SAI Media (@Media_SAI) July 26, 2024
Let’s get ready to enjoy the action packed moments at #ParisOlympics2024 ✅#Paris2024
Let's support the boxers and #Cheer4Bharat. #OlympicsOnJioCinema pic.twitter.com/72aR2rP7ln
- মহিলা সিঙ্গলস, পিভি সিন্ধুর ম্যাচ: দুপুর 12টা
- পুরুষদের সিঙ্গলস, এইচ এস প্রণয়: রাত 8.30
টেবিল টেনিস: ভারতের হয়ে টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলসে নামবেন আকুলা শ্রীজা ৷ সুইডেনের কালবার্গ ক্রিস্টিনার বিরুদ্ধে খেলবেন তিনি ৷ মহিলাদের ‘রাউন্ড অফ 64’-এর ম্যাচে মণিকা বাত্রা খেলবেন গ্রেট ব্রিটেনের হার্সি আন্নার বিরুদ্ধে ৷ পুরুষদের সিঙ্গলসে অচিন্ত শরথ কমল খেলবেন স্লোভেনিয়ার কোজুল ডেনির বিরুদ্ধে ।
- টেবিল টেনিস, মহিলাদের রাউন্ড অফ 64: দুপুর 2:15
- টেবিল টেনিস, পুরুষদের রাউন্ড অফ 64: দুপুর 3টে
- টেবিল টেনিস, মহিলাদের রাউন্ড অফ 64: বিকেল 4:30
টোকিয়োর কালো অধ্যায় ভুলে অলিম্পিক্স ফাইনালে মনু, পদকের গন্ধ শুটিংয়ে
বক্সিং: মহিলাদের 50 কেজি বিভাগে ‘রাউন্ড অব 32’-এ জার্মানির ক্লটজার ম্যাক্সি ক্যারিনার মুখোমুখি ভারতীয় কুস্তিগীর নিখাত জারিন ৷
- বক্সিং, মহিলাদের 50 কেজি: বিকাল 3:50
তিরন্দাজি: দীপিকা কুমারীর নেতৃত্বাধীন মহিলা তিরন্দাজি দল কোয়ার্টার ফাইনাল খেলতে চলেছে । এই ম্যাচে ভারতের হয়ে থাকবেন অঙ্কিতা ভক্ত, ভজন কৌর এবং দীপিকা কুমারী ।
- তিরন্দাজি, মহিলা দলের কোয়ার্টার ফাইনাল: বিকেল 5.45
সাঁতার: পুরুষদের মধ্যে শ্রীহির নটরাজ এবং মহিলাদের মধ্যে ধনিধি দেশিংহুকে ভারতের হয়ে সাঁতারে দেখা যাবে ।
- পুরুষদের 100 মিটার ব্যাকস্ট্রোক (হিট 2): বিকেল 3.16
- মহিলাদের 200 মিটার ফ্রিস্টাইল (হিট 1): বিকেল 3.30