প্য়ারিস, 29 জুলাই: প্য়ারিস অলিম্পিক্সে দ্বিতীয় পদকজয় থেকে হ্যান্ডশেকিং দূরত্বে দাঁড়িয়ে মনু ভাকের ৷ প্রথম পদকজয়ের 24 ঘণ্টা পেরনোর আগেই ফের আরও এক ইভেন্টে ব্রোঞ্জপদক ম্যাচের যোগ্যতা অর্জন করলেন ঝজ্জরের শুটার ৷ তবে এবার একা নন ৷ সোমবার সরবজোৎ সিংকে সঙ্গে নিয়ে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জপদক ম্যাচের যোগ্যতা অর্জন করে ফেললেন মনু ৷ এদিন যোগ্যতা অর্জন পর্বে তৃতীয়স্থানে শেষ করে ভারতীয় শুটার জুটি ৷
ব্রোঞ্জপদক ম্যাচে যোগ্যতা অর্জনের পথে এদিন 580 পয়েন্ট স্কোর করেন দুই ভারতীয় শুটার ৷ মনু-সরবজোৎ ফের পদকজয়ের সম্ভাবনা উসকে দিলেও যোগ্যতা অর্জনে আবারও হতাশ করলেন রিদম সাঙ্গুয়ান এবং অর্জুন চিমা জুটি ৷ 576 পয়েন্ট স্কোর করে দশমস্থানে শেষ করলেন তাঁরা ৷ অথচ প্রথম সিরিজের পর মনু-সরবজোৎ জুটিকে পিছনে ফেলে পাঁচে ছিলেন রিদম-অর্জুন ৷ ছয়ে ছিলেন মনু-সরবজোৎ ৷
পরবর্তী দু'টি সিরিজে দুর্দান্ত বাউন্সব্যাক করে তৃতীয়স্থানে শেষ করেন তাঁরা ৷ মঙ্গলবার ভারতীয় সময় দুপুর 1টায় ব্রোঞ্জ পদকের লক্ষ্যে নামবে ভারতীয় জুটি ৷ তবে পদক জিততে গেলে কোরিয়ান চ্যালেঞ্জ সামলাতে হবে দু'জনকে ৷ এদিন যোগ্যতা অর্জন রাউন্ডে 20টি ইনার মারেন মনু এবং সরবজোৎ ৷
🇮🇳 𝗔𝗡𝗢𝗧𝗛𝗘𝗥 𝗠𝗘𝗗𝗔𝗟 𝗜𝗡𝗖𝗢𝗠𝗜𝗡𝗚? A superb performance from Manu Bhaker and Sarabjot Singh as they finish 03rd to have a chance at securing a Bronze medal for India.
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) July 29, 2024
🔫 They finished with a score of 580-2x.
👉🏻 They will face 🇰🇷 in the 🥉 match.
😔 Rhythm Sangwan… pic.twitter.com/Ii4Uhb8IBV
রবিবারই ব্যক্তিগত ইভেন্টে (10 মিটার এয়ার পিস্তল) ব্রোঞ্জ জিতে ইতিহাসে নাম তুলেছেন মনু ভাকের ৷ প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে পদক জয়ের নজির গড়েছেন ঝজ্জরের শুটার ৷ সার্বিকভাবে পঞ্চম ভারতীয় শুটার হিসেবে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-এ পদক জিতলেন মনু ৷ মঙ্গলে ফের পদক ঘরে আনলে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে একই অলিম্পিক্সে একাধিক পদকের নয়া নজির গড়বেন মনু ৷