ETV Bharat / sports

প্রথম ম্যাচে কিউয়ি 'বধ', রুদ্ধশ্বাস জয়ে হকিতে অভিযান শুরু ভারতের - PARIS OLYMPICS 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Jul 27, 2024, 10:47 PM IST

Updated : Jul 27, 2024, 11:04 PM IST

Paris Olympics 2024 Hockey: থ্রিলার জয়ে প্যারিস অলিম্পিক্স হকিতে অভিযান শুরু করল ভারতের ছেলেরা ৷ পুল বি'র প্রথম ম্য়াচে 3-2 গোলে নিউজিল্য়ান্ডকে পরাস্ত করল হরমনপ্রীত অ্য়ান্ড কোম্পানি ৷ জয়সূচক গোল অধিনায়ক হরমনপ্রীতের ৷

indian hockey team
রুদ্ধশ্বাস জয়ে হকিতে অভিযান শুরু ভারতের (AP Photo)

প্যারিস, 27 জুলাই: রুদ্ধশ্বাস জয়ে প্যারিস অলিম্পিক্স হকিতে অভিযান শুরু করল ভারতের ছেলেরা ৷ পুল বি'র প্রথম ম্য়াচে 3-2 গোলে নিউজিল্য়ান্ডকে পরাস্ত করল হরমনপ্রীত অ্য়ান্ড কোম্পানি ৷ ভারতের হয়ে এদিন গোলগুলি করেন মনদীপ সিং, বিবেক সাগর প্রসাদ এবং অধিনায়ক হরমনপ্রীত সিং ৷

41 বছর পর গত টোকিয়ো অলিম্পিক্সে পদক ধরা দিয়েছে ভারতীয় হকিতে ৷ স্বাভাবিকভাবেই পিআর শ্রীজেশ, হরমনপ্রীতদের থেকে প্য়ারিসে পদক প্রত্যাশা রয়েছে ভারতের ৷ সেই প্রত্য়াশায় সিলমোহর দিয়েই প্রথম ম্যাচে শক্তিশালী নিউজিল্য়ান্ডকে হারাল 'মেন ইন ব্লু' ৷ যদিও শুরুতে এদিন গোল করে ম্য়াচে এগিয়ে যায় কিউয়ি ব্রিগেড ৷ আট মিনিটে পেনাল্টি কর্নার থেকে লেন সামের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড ৷

24 মিনিটে সেই পেনাল্টি কর্নারে সুবিধা কাজে লাগিয়েই ভারতকে সমতায় ফেরান মনদীপ সিং ৷ প্রথমার্ধ শেষ হয় 1-1 গোলে ৷ এরপর তৃতীয় কোয়ার্টারে আধিপত্য দেখিয়ে ম্য়াচে প্রথমবারের জন্য এগিয়ে যায় গতবারের ব্রোঞ্জজয়ীরা ৷ 34তম মিনিটে ভারতের বিবেক সাগর প্রসাদ একটি দুর্দান্ত ফিল্ড গোল করে ভারতকে 2-1 গোলে এগিয়ে দেন। তৃতীয় কোয়ার্টারে নিউজিল্যান্ড একাধিক পেনাল্টি কর্নারের সুযোগ পেলেও শ্রীজেশের দক্ষতায় গোলদুর্গ অক্ষত থাকে ভারতের ৷

কিন্তু অন্তিম কোয়ার্টারে 53 মিনিটে কিউয়িরা সমতা ফিরিয়ে আনে ম্যাচে ৷ চাইল্ড সিমনের গোলে যখন মনে হচ্ছিল ভারত প্রথম ম্যাচ থেকে পয়েন্ট হারাতে চলেছে, তখনই প্রতি আক্রমণে হাঁটে তাঁরা ৷ ফলও মেনে হাতেনাতে ৷ একাধিক পেনাল্টি কর্নার থেকে গোলমুখ না-খুলতে পারলেও শেষমেশ পেনাল্টি স্ট্রোক পায় ভারত ৷ 59 মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেই দলকে থ্রিলার জয় এনে দেন অধিনায়ক হরমনপ্রীত ৷

প্যারিস, 27 জুলাই: রুদ্ধশ্বাস জয়ে প্যারিস অলিম্পিক্স হকিতে অভিযান শুরু করল ভারতের ছেলেরা ৷ পুল বি'র প্রথম ম্য়াচে 3-2 গোলে নিউজিল্য়ান্ডকে পরাস্ত করল হরমনপ্রীত অ্য়ান্ড কোম্পানি ৷ ভারতের হয়ে এদিন গোলগুলি করেন মনদীপ সিং, বিবেক সাগর প্রসাদ এবং অধিনায়ক হরমনপ্রীত সিং ৷

41 বছর পর গত টোকিয়ো অলিম্পিক্সে পদক ধরা দিয়েছে ভারতীয় হকিতে ৷ স্বাভাবিকভাবেই পিআর শ্রীজেশ, হরমনপ্রীতদের থেকে প্য়ারিসে পদক প্রত্যাশা রয়েছে ভারতের ৷ সেই প্রত্য়াশায় সিলমোহর দিয়েই প্রথম ম্যাচে শক্তিশালী নিউজিল্য়ান্ডকে হারাল 'মেন ইন ব্লু' ৷ যদিও শুরুতে এদিন গোল করে ম্য়াচে এগিয়ে যায় কিউয়ি ব্রিগেড ৷ আট মিনিটে পেনাল্টি কর্নার থেকে লেন সামের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড ৷

24 মিনিটে সেই পেনাল্টি কর্নারে সুবিধা কাজে লাগিয়েই ভারতকে সমতায় ফেরান মনদীপ সিং ৷ প্রথমার্ধ শেষ হয় 1-1 গোলে ৷ এরপর তৃতীয় কোয়ার্টারে আধিপত্য দেখিয়ে ম্য়াচে প্রথমবারের জন্য এগিয়ে যায় গতবারের ব্রোঞ্জজয়ীরা ৷ 34তম মিনিটে ভারতের বিবেক সাগর প্রসাদ একটি দুর্দান্ত ফিল্ড গোল করে ভারতকে 2-1 গোলে এগিয়ে দেন। তৃতীয় কোয়ার্টারে নিউজিল্যান্ড একাধিক পেনাল্টি কর্নারের সুযোগ পেলেও শ্রীজেশের দক্ষতায় গোলদুর্গ অক্ষত থাকে ভারতের ৷

কিন্তু অন্তিম কোয়ার্টারে 53 মিনিটে কিউয়িরা সমতা ফিরিয়ে আনে ম্যাচে ৷ চাইল্ড সিমনের গোলে যখন মনে হচ্ছিল ভারত প্রথম ম্যাচ থেকে পয়েন্ট হারাতে চলেছে, তখনই প্রতি আক্রমণে হাঁটে তাঁরা ৷ ফলও মেনে হাতেনাতে ৷ একাধিক পেনাল্টি কর্নার থেকে গোলমুখ না-খুলতে পারলেও শেষমেশ পেনাল্টি স্ট্রোক পায় ভারত ৷ 59 মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেই দলকে থ্রিলার জয় এনে দেন অধিনায়ক হরমনপ্রীত ৷

Last Updated : Jul 27, 2024, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.