ETV Bharat / sports

সামনে জার্মানি, 44 বছর পর হকিতে ফাইনালের হাতছানি ভারতের; কী বলছে পরিসংখ্যান - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

INDIA VS GERMANY HOCKEY SEMI FINAL: জার্মানির বিরুদ্ধে অলিম্পিক্স হকির সেমিতে আজ রাতে নামছে ভারত ৷ দু'দলের মুখোমুখি পরিসংখ্যান থেকে ম্যাচের লাইভ স্ট্রিমিং সম্পর্কিত সব তথ্য একনজরে ৷

INDIAN HOCKEY TEAM
44 বছর পর ফাইনালের হাতছানি ভারতের (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 6, 2024, 5:47 PM IST

প্যারিস, 6 অগস্ট: চার দশকের অপেক্ষার পর টোকিয়োয় এসেছিল ব্রোঞ্জ ৷ প্যারিসেও পদকজয় থেকে খুব একটা দূরে নেই ভারতীয় হকি দল ৷ মঙ্গলবার রাতে টানা দ্বিতীয়বার অলিম্পিক্সের সেমিফাইনাল খেলতে নামছে 'মেন ইন ব্লু' ৷ জিতলেই 44 বছর পর অলিম্পিক্স ফাইনাল খেলবে ভারতীয় হকি দল ৷ অর্থাৎ, আরও একবার নিশ্চিত হবে পদক ৷ সেমিতে ভারতের প্রতিপক্ষ, হেড টু হেড, খেলার সময় সবকিছু জেনে নেওয়া যাক বিস্তারিত ৷

প্রতিপক্ষ জার্মানি: কোয়ার্টারে গ্রেট ব্রিটেনকে হারানো ভারতীয় দলের সামনে সেমিতে জার্মানি ৷ যে জার্মানিকে হারিয়ে টোকিয়োয় ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় দল ৷ 5-4 গোলে জার্মানিকে হারিয়ে 41 বছর পর অলিম্পিক্স হকিতে পদক এসেছিল ভারতের ৷ আর্জেন্তিনাকে হারিয়ে এবার সেমিতে পৌঁছেছে জার্মানি ৷

ভারত বনাম জার্মানি হেড টু হেড: মুখোমুখি সাক্ষাতে যদি চোখ রাখা যায় তাহলে পাল্লা কিছুটা ভারী জার্মানির ৷ কারণ, এর আগে 35 বার দু'দলের মুখোমুখি সাক্ষাতে 16 বার জয় পেয়েছে ইউরোপের দেশটি ৷ পক্ষান্তরে 12 ম্যাচে জয় পেয়েছে ভারত ৷ দু'দলের মধ্যে 7টি ম্যাচ ড্র হয়েছে ৷ অলিম্পিক্সের মঞ্চে 12 বারের সাক্ষাতে যদিও এগিয়ে ভারত ৷ বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টিং ইভেন্টে 5টি ম্য়াচ জিতেছে ভারত, জার্মানি জিতেছে 4টি ম্য়াচ ৷ 3টি ম্যাচ ড্র ৷ শেষ পাঁচ সাক্ষাতেও এগিয়ে 'মেন ইন ব্লু' ৷

টোকিয়ো অলিম্পিক্সের পর দু'দলের সাক্ষাৎ: টোকিয়োয় জার্মানিকে হারিয়েই পদক এসেছিল ভারতের ঝুলিতে ৷ তবে 2020 অলিম্পিক্সের পরেও মুখোমুখি হয়েছে দু'টি দল ৷ টোকিয়োর পর এফআইএইচ প্রো-লিগে 6 বারের সাক্ষাত 5টি'র ফলাফল গিয়েছে ভারতের পক্ষে ৷ জার্মানি জিতেছে মাত্র 1টি ম্য়াচ ৷

অলিম্পিক্স রেকর্ড: অলিম্পিক্সে 8টি সোনার পদক-সহ ভারতের ঝুলিতে রয়েছে 12টি পদক ৷ তুলনায় অনেকটাই পিছিয়ে জার্মানি ৷ 4টি সোনার পদক রয়েছে তাঁদের ঝুলিতে ৷

কখন শুরু ম্যাচ: ভারত বনাম জার্মানির মধ্যে মঙ্গলবার অলিম্পিক্স সেমিফাইনাল শুরু হবে রাত 10টা 30 মিনিটে ৷

কোথায় দেখবেন ম্যাচ: ভারত বনাম জার্মানি অলিম্পিক্স হকি সেমিফাইনালের লাইভ স্ট্রিমিং হবে জিও সিনেমায় ৷ স্পোর্টস 18 নেটওয়ার্কের চ্যানেলগুলিতে বিভিন্ন ভাষায় সম্প্রচারিত হবে এই ম্য়াচ ৷

প্যারিস, 6 অগস্ট: চার দশকের অপেক্ষার পর টোকিয়োয় এসেছিল ব্রোঞ্জ ৷ প্যারিসেও পদকজয় থেকে খুব একটা দূরে নেই ভারতীয় হকি দল ৷ মঙ্গলবার রাতে টানা দ্বিতীয়বার অলিম্পিক্সের সেমিফাইনাল খেলতে নামছে 'মেন ইন ব্লু' ৷ জিতলেই 44 বছর পর অলিম্পিক্স ফাইনাল খেলবে ভারতীয় হকি দল ৷ অর্থাৎ, আরও একবার নিশ্চিত হবে পদক ৷ সেমিতে ভারতের প্রতিপক্ষ, হেড টু হেড, খেলার সময় সবকিছু জেনে নেওয়া যাক বিস্তারিত ৷

প্রতিপক্ষ জার্মানি: কোয়ার্টারে গ্রেট ব্রিটেনকে হারানো ভারতীয় দলের সামনে সেমিতে জার্মানি ৷ যে জার্মানিকে হারিয়ে টোকিয়োয় ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় দল ৷ 5-4 গোলে জার্মানিকে হারিয়ে 41 বছর পর অলিম্পিক্স হকিতে পদক এসেছিল ভারতের ৷ আর্জেন্তিনাকে হারিয়ে এবার সেমিতে পৌঁছেছে জার্মানি ৷

ভারত বনাম জার্মানি হেড টু হেড: মুখোমুখি সাক্ষাতে যদি চোখ রাখা যায় তাহলে পাল্লা কিছুটা ভারী জার্মানির ৷ কারণ, এর আগে 35 বার দু'দলের মুখোমুখি সাক্ষাতে 16 বার জয় পেয়েছে ইউরোপের দেশটি ৷ পক্ষান্তরে 12 ম্যাচে জয় পেয়েছে ভারত ৷ দু'দলের মধ্যে 7টি ম্যাচ ড্র হয়েছে ৷ অলিম্পিক্সের মঞ্চে 12 বারের সাক্ষাতে যদিও এগিয়ে ভারত ৷ বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টিং ইভেন্টে 5টি ম্য়াচ জিতেছে ভারত, জার্মানি জিতেছে 4টি ম্য়াচ ৷ 3টি ম্যাচ ড্র ৷ শেষ পাঁচ সাক্ষাতেও এগিয়ে 'মেন ইন ব্লু' ৷

টোকিয়ো অলিম্পিক্সের পর দু'দলের সাক্ষাৎ: টোকিয়োয় জার্মানিকে হারিয়েই পদক এসেছিল ভারতের ঝুলিতে ৷ তবে 2020 অলিম্পিক্সের পরেও মুখোমুখি হয়েছে দু'টি দল ৷ টোকিয়োর পর এফআইএইচ প্রো-লিগে 6 বারের সাক্ষাত 5টি'র ফলাফল গিয়েছে ভারতের পক্ষে ৷ জার্মানি জিতেছে মাত্র 1টি ম্য়াচ ৷

অলিম্পিক্স রেকর্ড: অলিম্পিক্সে 8টি সোনার পদক-সহ ভারতের ঝুলিতে রয়েছে 12টি পদক ৷ তুলনায় অনেকটাই পিছিয়ে জার্মানি ৷ 4টি সোনার পদক রয়েছে তাঁদের ঝুলিতে ৷

কখন শুরু ম্যাচ: ভারত বনাম জার্মানির মধ্যে মঙ্গলবার অলিম্পিক্স সেমিফাইনাল শুরু হবে রাত 10টা 30 মিনিটে ৷

কোথায় দেখবেন ম্যাচ: ভারত বনাম জার্মানি অলিম্পিক্স হকি সেমিফাইনালের লাইভ স্ট্রিমিং হবে জিও সিনেমায় ৷ স্পোর্টস 18 নেটওয়ার্কের চ্যানেলগুলিতে বিভিন্ন ভাষায় সম্প্রচারিত হবে এই ম্য়াচ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.