ETV Bharat / sports

আলোর রোশনাই ও টম ক্রুজের ধামাকা এন্ট্রিতে প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠান - Paris Olympics Closing Ceremony

Paris Olympics Closing Ceremony: 17 দিনের জাঁকজমকে ভরা প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক্সের সমাপ্তি হল ৷ আর এই সমাপ্তি অনুষ্ঠান থেকেই আগামী গ্রীষ্মকালীন অলিম্পিক্সের সূচনা হয়ে গেল ৷ অলিম্পিক্সের পতাকা প্যারিসের স্তেদ দে ফ্রান্স স্টেডিয়াম থেকে রওনা দিল তার পরবর্তী গন্তব্য লস অ্যাঞ্জেলসে ৷

Paris Olympics Closing Ceremony
স্ট্যাড ডে ফ্রান্সে প্যারিস অলিম্পিকের মহাসমাপ্তি অনুষ্ঠান ৷ (ছবি- এপি)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 12, 2024, 10:44 AM IST

Updated : Aug 12, 2024, 11:35 AM IST

প্যারিস, 12 অগস্ট: এক অভাবনীয় রাতের সাক্ষী থাকল প্যারিসের বিশালাকার স্তেদ দে ফ্রান্স ৷ যেখানে আলোর ছটা, আতসবাজির রোশনাই, নাচ, গান এবং সর্বপরী আগামীর সানন্দে গ্রহণ করার শপথ ৷ প্যারিস অলিম্পিক্স 2024-এর সমাপ্তি অনুষ্ঠানের মূল নির্যাস এটাই ৷ যেখানে হলিউড মহাতারকা টম ক্রুজের হাতে তুলে দেওয়া হল, অলিম্পিক্সের পতাকা ৷ যার পরবর্তী গন্তব্য মার্কিন শহর লস অ্যাঞ্জেলস ৷

চার ঘণ্টার বেশি উদ্বোধনী উৎসব হয়েছিল স্যেন নদীতে ৷ যেখানে নদী তীরে গড়ে ওঠা প্যারিস শহরের স্থাপত্য এবং দেশের সমৃদ্ধশীল ঐতিহ্যকে তুলে ধরা হয়েছিল ৷ আর সমাপ্তি অনুষ্ঠানের সন্ধ্যা ঠিক ততটাই মোহময়ী হয়ে উঠেছিল হলিউড ব্যান্ডের পারফর্ম্যান্স, সঙ্গীত, নাচ এবং টম ক্রুজের ধামাকা এন্ট্রিতে ৷ হার্নেস ঝুলে শূন্য থেকে স্তেদ দে ফ্রান্সের মাটিতে পদার্পণ ৷ সেখানে লস অ্যাঞ্জেলসের মেয়রের হাতে তাঁর অলিম্পিক্স ফ্ল্যাগ তুলে দেওয়া ৷

Paris Olympics Closing Ceremony
স্ট্যাড ডে ফ্রান্সে লেজার শো ৷ (ছবি- এপি)

এই মহাসমাপ্তি অনুষ্ঠান নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাচ বলেন, "শুরু থেকে শেষ পর্যন্ত অলিম্পিক গেমের সবক’টি খেলা উত্তেজনাময় ছিল ৷ এই গেম আমাদের দেখিয়েছে, যে আমরা মানুষ হিসেবে মহত্ত্ব অর্জন করতে কতটা সক্ষম ৷ আপনারা (প্রতিযোগীরা) একে অপরকে আলিঙ্গন করেছেন ৷ একে অপরকে সম্মান দেখিয়েছেন ৷ তা সে যতই আপনাদের দুই দেশের মধ্যে যুদ্ধ, দ্বন্দ্ব ও বিভাজন থাকুক না কেন ! ধন্যবাদ আপনাদের সকলকে, এই বিশ্বাসের বার্তা দেওয়ার জন্য, যে আগামী দিনে আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলব ৷"

Paris Olympics Closing Ceremony
আতসবাজির রোশনাইয়ে প্য়ারিস অলিম্পিক্সের সমাপ্তি ৷ (ছবি- এপি)

শুরু থেকেই শোনা যাচ্ছিল টম ক্রুজ সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করবেন ৷ যদিও, এনিয়ে কোন ঘোষণা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি করেনি ৷ তবে, স্তেদ দে ফ্রান্সে উপস্থিত সকল দর্শককে হতাশ করেননি হলিউড সুপারস্টার ৷ তাঁর জগৎ খ্যাত 'মিশন ইমপসিবল'-এর থিম সংয়ে স্টেডিয়ামের ছাদ থেকে ধুমধামের সঙ্গে এন্ট্রি করেন টম ক্রুজ ৷ এরপর মূল মঞ্চে যাওয়ার আগে স্টেডিয়ামে উপস্থিত সকল অ্যাথলিটদের সঙ্গে করমর্দন করেন হলিউড মহাতারকা ৷ এরপর তারকা জিমন্যাস্ট সিমোন বাইলসের হাত থেকে অলিম্পিক ফ্ল্যাগ নেন ৷ এরপর সেটিকে লস অ্যাঞ্জেলসের মেয়রের হাতে তুলে দেন তিনি ৷ সেখান থেকে বাইকের পিছনে অলিম্পিকের পতাকা বাইকের পিছনে বেঁধে প্যারিসের রাস্তা দিয়ে বিমানবন্দরের দিকে এগোন টম ক্রুজ ৷ যেখানে একটি কার্গো বিমানকে প্রস্তুত রাখা হয়েছিল ৷ সেই কার্গো বিমানে অলিম্পিকের পতাকা প্যারিস থেকে লস অ্যাঞ্জেলসের পাড়ি দিয়েছে ৷

Paris Olympics Closing Ceremony
প্যারিসের অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে হলিউড তারকা টম ক্রুজের পারফর্ম্যান্স ৷ (ছবি- এপি)

এর আগে, টমাস জলির 2 ঘণ্টার মেগা শো উপস্থিত দর্শক এবং অ্যাথলিটদের মনোরঞ্জন করে ৷ ফরাসি গায়ক জাহো ডি সাগাজান বিখ্যাত 'সুস লে সিয়েল দে প্যারিস' পারফর্ম করেন ৷ যা বিশ্বের জন্য প্যারিসের প্রতীক হয়ে উঠেছে ৷ 205টি অংশগ্রহণকারী দেশের পতাকা বাহক অ্যাথলিটরা এরপর স্টেডিয়ামে প্রবেশ করেন ৷ তাঁদের হাতে ছিল নিজেদের দেশের জাতীয় পতাকা ৷ ভারতের হয়ে এই গৌরবময় মুহূর্তের সাক্ষী থাকলেন জোড়া পদকজয়ী মনু ভাকের এবং হকি দলের সদস্য প্রাক্তন গোলকিপার পিআর শ্রীজেস ৷

Paris Olympics Closing Ceremony
প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে শিল্পীদের প্রদর্শন ৷ (ছবি- এপি)

উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সে ভারত 6টি পদক জিতেছে এবার ৷ যেখানে নীরজ চোপড়ার রুপো, শ্যুটিংয়ে মনু ভাকেরের জোড়া ব্রোঞ্জ ও ভারতীয় হকি দলের ব্রোঞ্জ রয়েছে ৷ এই অলিম্পিক্সে পদক জয়ের তালিকায় শীর্ষস্থানে শেষ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ তারা মোট 126টি পদক জিতেছেন ৷ যার মধ্যে 40টি সোনা রয়েছে ৷ আয়োজক দেশ ফ্রান্স 64টি পদক জিতেছে ৷ যার মধ্যে 16টি সোনা জিতেছেন ফ্রান্সের প্রতিযোগীরা ৷

Paris Olympics Closing Ceremony
স্ট্যাড ডে ফ্রান্সে 2024 গ্রীষ্মকালীন অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে প্রতিযোগীরা ৷ (ছবি- এপি)

প্যারিস, 12 অগস্ট: এক অভাবনীয় রাতের সাক্ষী থাকল প্যারিসের বিশালাকার স্তেদ দে ফ্রান্স ৷ যেখানে আলোর ছটা, আতসবাজির রোশনাই, নাচ, গান এবং সর্বপরী আগামীর সানন্দে গ্রহণ করার শপথ ৷ প্যারিস অলিম্পিক্স 2024-এর সমাপ্তি অনুষ্ঠানের মূল নির্যাস এটাই ৷ যেখানে হলিউড মহাতারকা টম ক্রুজের হাতে তুলে দেওয়া হল, অলিম্পিক্সের পতাকা ৷ যার পরবর্তী গন্তব্য মার্কিন শহর লস অ্যাঞ্জেলস ৷

চার ঘণ্টার বেশি উদ্বোধনী উৎসব হয়েছিল স্যেন নদীতে ৷ যেখানে নদী তীরে গড়ে ওঠা প্যারিস শহরের স্থাপত্য এবং দেশের সমৃদ্ধশীল ঐতিহ্যকে তুলে ধরা হয়েছিল ৷ আর সমাপ্তি অনুষ্ঠানের সন্ধ্যা ঠিক ততটাই মোহময়ী হয়ে উঠেছিল হলিউড ব্যান্ডের পারফর্ম্যান্স, সঙ্গীত, নাচ এবং টম ক্রুজের ধামাকা এন্ট্রিতে ৷ হার্নেস ঝুলে শূন্য থেকে স্তেদ দে ফ্রান্সের মাটিতে পদার্পণ ৷ সেখানে লস অ্যাঞ্জেলসের মেয়রের হাতে তাঁর অলিম্পিক্স ফ্ল্যাগ তুলে দেওয়া ৷

Paris Olympics Closing Ceremony
স্ট্যাড ডে ফ্রান্সে লেজার শো ৷ (ছবি- এপি)

এই মহাসমাপ্তি অনুষ্ঠান নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাচ বলেন, "শুরু থেকে শেষ পর্যন্ত অলিম্পিক গেমের সবক’টি খেলা উত্তেজনাময় ছিল ৷ এই গেম আমাদের দেখিয়েছে, যে আমরা মানুষ হিসেবে মহত্ত্ব অর্জন করতে কতটা সক্ষম ৷ আপনারা (প্রতিযোগীরা) একে অপরকে আলিঙ্গন করেছেন ৷ একে অপরকে সম্মান দেখিয়েছেন ৷ তা সে যতই আপনাদের দুই দেশের মধ্যে যুদ্ধ, দ্বন্দ্ব ও বিভাজন থাকুক না কেন ! ধন্যবাদ আপনাদের সকলকে, এই বিশ্বাসের বার্তা দেওয়ার জন্য, যে আগামী দিনে আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলব ৷"

Paris Olympics Closing Ceremony
আতসবাজির রোশনাইয়ে প্য়ারিস অলিম্পিক্সের সমাপ্তি ৷ (ছবি- এপি)

শুরু থেকেই শোনা যাচ্ছিল টম ক্রুজ সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করবেন ৷ যদিও, এনিয়ে কোন ঘোষণা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি করেনি ৷ তবে, স্তেদ দে ফ্রান্সে উপস্থিত সকল দর্শককে হতাশ করেননি হলিউড সুপারস্টার ৷ তাঁর জগৎ খ্যাত 'মিশন ইমপসিবল'-এর থিম সংয়ে স্টেডিয়ামের ছাদ থেকে ধুমধামের সঙ্গে এন্ট্রি করেন টম ক্রুজ ৷ এরপর মূল মঞ্চে যাওয়ার আগে স্টেডিয়ামে উপস্থিত সকল অ্যাথলিটদের সঙ্গে করমর্দন করেন হলিউড মহাতারকা ৷ এরপর তারকা জিমন্যাস্ট সিমোন বাইলসের হাত থেকে অলিম্পিক ফ্ল্যাগ নেন ৷ এরপর সেটিকে লস অ্যাঞ্জেলসের মেয়রের হাতে তুলে দেন তিনি ৷ সেখান থেকে বাইকের পিছনে অলিম্পিকের পতাকা বাইকের পিছনে বেঁধে প্যারিসের রাস্তা দিয়ে বিমানবন্দরের দিকে এগোন টম ক্রুজ ৷ যেখানে একটি কার্গো বিমানকে প্রস্তুত রাখা হয়েছিল ৷ সেই কার্গো বিমানে অলিম্পিকের পতাকা প্যারিস থেকে লস অ্যাঞ্জেলসের পাড়ি দিয়েছে ৷

Paris Olympics Closing Ceremony
প্যারিসের অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে হলিউড তারকা টম ক্রুজের পারফর্ম্যান্স ৷ (ছবি- এপি)

এর আগে, টমাস জলির 2 ঘণ্টার মেগা শো উপস্থিত দর্শক এবং অ্যাথলিটদের মনোরঞ্জন করে ৷ ফরাসি গায়ক জাহো ডি সাগাজান বিখ্যাত 'সুস লে সিয়েল দে প্যারিস' পারফর্ম করেন ৷ যা বিশ্বের জন্য প্যারিসের প্রতীক হয়ে উঠেছে ৷ 205টি অংশগ্রহণকারী দেশের পতাকা বাহক অ্যাথলিটরা এরপর স্টেডিয়ামে প্রবেশ করেন ৷ তাঁদের হাতে ছিল নিজেদের দেশের জাতীয় পতাকা ৷ ভারতের হয়ে এই গৌরবময় মুহূর্তের সাক্ষী থাকলেন জোড়া পদকজয়ী মনু ভাকের এবং হকি দলের সদস্য প্রাক্তন গোলকিপার পিআর শ্রীজেস ৷

Paris Olympics Closing Ceremony
প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে শিল্পীদের প্রদর্শন ৷ (ছবি- এপি)

উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সে ভারত 6টি পদক জিতেছে এবার ৷ যেখানে নীরজ চোপড়ার রুপো, শ্যুটিংয়ে মনু ভাকেরের জোড়া ব্রোঞ্জ ও ভারতীয় হকি দলের ব্রোঞ্জ রয়েছে ৷ এই অলিম্পিক্সে পদক জয়ের তালিকায় শীর্ষস্থানে শেষ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ তারা মোট 126টি পদক জিতেছেন ৷ যার মধ্যে 40টি সোনা রয়েছে ৷ আয়োজক দেশ ফ্রান্স 64টি পদক জিতেছে ৷ যার মধ্যে 16টি সোনা জিতেছেন ফ্রান্সের প্রতিযোগীরা ৷

Paris Olympics Closing Ceremony
স্ট্যাড ডে ফ্রান্সে 2024 গ্রীষ্মকালীন অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে প্রতিযোগীরা ৷ (ছবি- এপি)
Last Updated : Aug 12, 2024, 11:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.