রাওয়ালপিন্ডি, 23 অগস্ট: খেলার মাঠে তাদের বন্ধুত্ব সর্বজনবিদিত ৷ খেলার মাঠে তাদের ছবি ভাতৃত্ববোধের ছবি মেলে ধরে ৷ এবার সেই বাবর আজমের দিকেই ব্যাট ছুড়লেন মহম্মদ রিজওয়ান ৷ রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে চলছে পাকিস্তানের প্রথম টেস্ট ৷ দ্বিতীয় দিনে অপরাজিত 171 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ডানহাতি পাক স্টাম্পার-ব্যাটার রিজওয়ান ৷ যদিও তিনি দ্বি-শতরানে পৌঁছনোর আগেই ইনিংস ডিক্লেয়ার করে দেন বাবর আজম ৷
Bangladesh openers see off a testing period of play after Pakistan called for declaration late on Day 2 🙌#WTC25 | 📝 #PAKvBAN: https://t.co/EUbigvmymm pic.twitter.com/gUD0nZ4O7B
— ICC (@ICC) August 22, 2024
239 বলে খেলা তাঁর ইনিংসটি 11টি চার ও 3টি ছয়ে সাজানো ৷ একসময় 16 রানে 3 উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান ৷ রিজওয়ানের ওই ইনিংসের সুবাদে সেখান থেকে 448 রানের বিশাল স্কোর গড়ে পাকিস্তান ৷ সঙ্গত করেন সৌদ শাকিলের 141 রানের ইনিংস ৷ তারপরেই অধিনায়ক শান মাসুদ ইনিংস ডিক্লেয়ার করে দেন ।
দুর্দান্ত ইনিংস শেষে প্যাভিলিয়নে ফিরছিলেন দুই ব্যাটার ৷ তখনই প্রাক্তন অধিনায়ক বাবরের দিকে ব্যাট ছুড়ে দেন রিজওয়ান ৷ যদিও ভিডিয়ো থেকে স্পষ্ট, হালকা চালেই ব্যাট ছোড়েন রিজওয়ান ৷ হাসিমুখে ব্যাট লুফে ঠাট্টায় মেতে ওঠেন বাবরও । এই মজার মুহূর্তের ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷
Love em ♥️ pic.twitter.com/NU9bB7yzsF
— Zahra🇵🇰 (@itsZahra2_0) August 22, 2024
মাঝে বাবরের দলে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দুই সতীর্থ ৷ মহম্মদ আমির এবং ইমাদ ওয়াসিমের মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছিল পাক ক্রিকেট ৷ সে সময় বন্ধুর পাশে দাঁড়িয়েছিলেন রিজওয়ান ৷ বাবরের একসময়ের ডেপুটি সোশাল মিডিয়ায় লিখেছিলেন, ‘‘তুমি পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার ৷ অধিনায়ক হিসাবে তুমি আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছ ৷’’