ETV Bharat / sports

গতিতে ভরপুর সবুজ পিচ পারথে, কোহলিদের সতর্ক করলেন কিউরেটর - BORDER GAVASKAR TROPHY 2024 25

সবুজ ঘাসে মোড়া পিচে পারথে ভারতীয় দলকে স্বাগত জানাবে অস্ট্রেলিয়া ৷ পিচ কিউরেটর যা জানিয়েছেন, তাতে সতর্ক থাকতে হবে সফরকারী দলকে ৷

PAT CUMMINS
প্য়াট কামিন্স (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 12, 2024, 7:16 PM IST

পারথ, 12 নভেম্বর: আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্য়াচে কেমন হবে পারথের বাইশ গজ? আগ্রহ ক্রমশ দানা বাঁধছে অনুরাগীদের মধ্যে ৷ তবে প্রথম টেস্ট শুরু দিনদশেক আগে অপটাস স্টেডিয়ামের পিচ কিউরেটর যেমনটা জানালেন, তাতে খুব একটা সুখে থাকবে না ভারতীয় দল ৷ সবুজ গতি ভরা পিচে ভারতীয় দলকে পারথে স্বাগত জানাতে চলেছে অস্ট্রেলিয়া ৷

টেস্ট শুরু দিনদশেক আগেই পিচের গতিপ্রকৃতি কেমন হবে, তা জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর সঙ্গে শেয়ার করেছেন অপটাস স্টেডিয়ামের কিউরেটর আইজ্যাক ম্যাকডোনাল্ড ৷ পিচ কিউরেটর যেমনটা জানিয়েছেন, পারথের ওয়াকা (WACA) স্টেডিয়ামের বাইশ গজের ঐতিহ্যের সঙ্গে তা মিলে যায় একেবারে ৷ সেই ওয়াকার ধাঁচেই এবার পিচ তৈরি হচ্ছে অপটাসেও ৷ তবে গতবছর পাকিস্তানকে এই অপটাস স্টেডিয়ামেই নাস্তানাবুদ করেছিল অজি পেস অ্যাটাক ৷ দ্বিতীয় ইনিংসে পাকিস্তান গুটিয়ে গিয়েছিল মাত্র 89 রানে ৷ অস্ট্রেলিয়া জয় পেয়েছিল 360 রানের বিশাল ব্যবধানে ৷

পিচ কিউরেটর জানিয়েছেন সেই ম্যাচের মতই এবারেও প্রস্তুত হচ্ছে পিচ ৷ ক্রিকইনফো'কে আইজ্য়াক ম্য়াকডোনান্ড বলেন, "এটা অস্ট্রেলিয়া, এটা পারথ ৷ আমি আমাদের ক্রিকেটারদের জন্য গতিতে ভরপুর পিচই তৈরি করতে চলেছি ৷ যেখানে খুব ভালো বাউন্স হবে এবং বল খুব সুন্দর ক্যারি হবে ৷" ম্যাচের শুরুতে অপটাস স্টেডিয়ামের বাইশ 10 মিলিমিটার পর্যন্ত ঘাস রাখা হবে বলেও জানিয়েছেন ম্যাকডোনাল্ড ৷ তাঁর মতে, পারথের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হচ্ছে পিচ ৷

পারথের অপটাস স্টেডিয়ামে ভারতের একমাত্র ব্য়াটার হিসেবে শতরানের নজির রয়েছে বিরাট কোহলির ঝুলিতে ৷ 2018-19 অস্ট্রেলিয়া সফরে শতরান এসেছিল বিরাটের ব্য়াটে ৷ যদিও সেই ম্যাচে ভারত হেরেছিল 148 রানে ৷ দু'ইনিংসে আট উইকেট নিয়েছিলেন অজি স্পিনার ন্য়াথন লায়ন ৷ সেই সফরের পর দ্বিতীয়বার অপটাস স্টেডিয়ামে খেলবে ভারতীয় দল ৷ তবে সেই ম্য়াচের আগে পিচ নিয়ে কার্যত হুঁশিয়ারির সুর কিউরেটরের গলায় ৷

পারথ, 12 নভেম্বর: আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্য়াচে কেমন হবে পারথের বাইশ গজ? আগ্রহ ক্রমশ দানা বাঁধছে অনুরাগীদের মধ্যে ৷ তবে প্রথম টেস্ট শুরু দিনদশেক আগে অপটাস স্টেডিয়ামের পিচ কিউরেটর যেমনটা জানালেন, তাতে খুব একটা সুখে থাকবে না ভারতীয় দল ৷ সবুজ গতি ভরা পিচে ভারতীয় দলকে পারথে স্বাগত জানাতে চলেছে অস্ট্রেলিয়া ৷

টেস্ট শুরু দিনদশেক আগেই পিচের গতিপ্রকৃতি কেমন হবে, তা জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর সঙ্গে শেয়ার করেছেন অপটাস স্টেডিয়ামের কিউরেটর আইজ্যাক ম্যাকডোনাল্ড ৷ পিচ কিউরেটর যেমনটা জানিয়েছেন, পারথের ওয়াকা (WACA) স্টেডিয়ামের বাইশ গজের ঐতিহ্যের সঙ্গে তা মিলে যায় একেবারে ৷ সেই ওয়াকার ধাঁচেই এবার পিচ তৈরি হচ্ছে অপটাসেও ৷ তবে গতবছর পাকিস্তানকে এই অপটাস স্টেডিয়ামেই নাস্তানাবুদ করেছিল অজি পেস অ্যাটাক ৷ দ্বিতীয় ইনিংসে পাকিস্তান গুটিয়ে গিয়েছিল মাত্র 89 রানে ৷ অস্ট্রেলিয়া জয় পেয়েছিল 360 রানের বিশাল ব্যবধানে ৷

পিচ কিউরেটর জানিয়েছেন সেই ম্যাচের মতই এবারেও প্রস্তুত হচ্ছে পিচ ৷ ক্রিকইনফো'কে আইজ্য়াক ম্য়াকডোনান্ড বলেন, "এটা অস্ট্রেলিয়া, এটা পারথ ৷ আমি আমাদের ক্রিকেটারদের জন্য গতিতে ভরপুর পিচই তৈরি করতে চলেছি ৷ যেখানে খুব ভালো বাউন্স হবে এবং বল খুব সুন্দর ক্যারি হবে ৷" ম্যাচের শুরুতে অপটাস স্টেডিয়ামের বাইশ 10 মিলিমিটার পর্যন্ত ঘাস রাখা হবে বলেও জানিয়েছেন ম্যাকডোনাল্ড ৷ তাঁর মতে, পারথের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হচ্ছে পিচ ৷

পারথের অপটাস স্টেডিয়ামে ভারতের একমাত্র ব্য়াটার হিসেবে শতরানের নজির রয়েছে বিরাট কোহলির ঝুলিতে ৷ 2018-19 অস্ট্রেলিয়া সফরে শতরান এসেছিল বিরাটের ব্য়াটে ৷ যদিও সেই ম্যাচে ভারত হেরেছিল 148 রানে ৷ দু'ইনিংসে আট উইকেট নিয়েছিলেন অজি স্পিনার ন্য়াথন লায়ন ৷ সেই সফরের পর দ্বিতীয়বার অপটাস স্টেডিয়ামে খেলবে ভারতীয় দল ৷ তবে সেই ম্য়াচের আগে পিচ নিয়ে কার্যত হুঁশিয়ারির সুর কিউরেটরের গলায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.