ETV Bharat / sports

খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের সূচনা হল লাদাখে, দ্বিতীয়পর্ব গুলমার্গে - Ladakh Khelo India Winter Games

Khelo India Winter Games 2024: খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024-এর উদ্বোধন হল আজ ৷ লেহতে এ দিন এবারের খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের সূচনা করলেন লাদাখের উপ-রাজ্যপাল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিডি মিশ্র ৷ খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের আয়োজকদের উদ্দেশ্য আজ একটি বার্তাও পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 4:59 PM IST

নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024-এর সূচনা হল শনিবার ৷ এবারই প্রথমবার লাদাখে এই টুর্নামেন্টের আসর বসেছে ৷ 15টি রাজ্য ও দু’টি পাবলিক প্রতিষ্ঠান পাঁচ দিনের আইস হকি এবং আইস-স্কেটিং ইভেন্টে অংশ নিয়েছে ৷ লাদাখের উপ-রাজ্যপাল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিডি মিশ্র এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৷

লাদাখে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024-এর প্রথম পর্বটি আয়োজিত হয়েছে ৷ টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব আয়োজিত হবে জম্মু ও কাশ্মীরের গুলমার্গে ৷ 21 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত হবে দ্বিতীয় পর্বের খেলা ৷ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024 এর আয়োজকদের একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যেখানে তিনি উল্লেখ্য করেছেন, কীভাবে 'খেলো ইন্ডিয়া' সমগ্র ভারতকে আরও কাছাকাছি নিয়ে আসছে ৷

মোদি তাঁর বার্তায় বলেন, "আমরা সম্প্রতি তামিলনাড়ুতে আয়োজিত 'খেলো ইন্ডিয়া ইউথ গেমস'-এর সাফল্য দেখতে পেলাম ৷ দক্ষিণ থেকে উত্তর প্রান্ত খেলো ইন্ডিয়ার সফর ও তার প্রভাব অব্যাহত রয়েছে ৷ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস এই প্রভাবকে আরও বাড়িয়ে তুলবে ৷ এর লক্ষ্য চ্যাম্পিয়ন প্রতিভাদের খুঁজে বের করা ৷ সঙ্গে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে বিশ্বের সামনে গুরুত্বপূর্ণ ক্রীড়াক্ষেত্র হিসেবে তুলে ধরাই আসল উদ্দেশ্য ৷"

আজকের পর থেকে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ খেলো ইন্ডিয়া এক্সেলেন্সের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল ৷ শুক্রবার লাদাখের ক্রীড়া দফতর এবং কেন্দ্রের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই ক্রীড়াক্ষেত্রে বোঝাপড়া গড়ে তোলার জন্য একটি স্মারকলিপিতে সই করেছে ৷ প্রথমবার কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে কোনও জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হল ৷ আর খেলো ইন্ডিয়া এক্সেলেন্সের ফলে লাদাখের মতো দুর্গম অঞ্চলের ক্রীড়া প্রতিভারা নিজেদের তুলে ধরার সুযোগ পাবেন ৷

আরও পড়ুন:

  1. 'যশস্বীময়' ভাইজ্যাগ টেস্ট! প্রথম ডাবল সেঞ্চুরি জয়সওয়ালের
  2. নিলামে উঠছে মেসি-বার্সেলোনার প্রথম 'রুমাল' চুক্তি
  3. কবাডিতে বাবার আপত্তি, খেলো ইন্ডিয়ায় ব্রোঞ্জ জয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তুহিনার

নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024-এর সূচনা হল শনিবার ৷ এবারই প্রথমবার লাদাখে এই টুর্নামেন্টের আসর বসেছে ৷ 15টি রাজ্য ও দু’টি পাবলিক প্রতিষ্ঠান পাঁচ দিনের আইস হকি এবং আইস-স্কেটিং ইভেন্টে অংশ নিয়েছে ৷ লাদাখের উপ-রাজ্যপাল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিডি মিশ্র এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৷

লাদাখে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024-এর প্রথম পর্বটি আয়োজিত হয়েছে ৷ টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব আয়োজিত হবে জম্মু ও কাশ্মীরের গুলমার্গে ৷ 21 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত হবে দ্বিতীয় পর্বের খেলা ৷ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024 এর আয়োজকদের একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যেখানে তিনি উল্লেখ্য করেছেন, কীভাবে 'খেলো ইন্ডিয়া' সমগ্র ভারতকে আরও কাছাকাছি নিয়ে আসছে ৷

মোদি তাঁর বার্তায় বলেন, "আমরা সম্প্রতি তামিলনাড়ুতে আয়োজিত 'খেলো ইন্ডিয়া ইউথ গেমস'-এর সাফল্য দেখতে পেলাম ৷ দক্ষিণ থেকে উত্তর প্রান্ত খেলো ইন্ডিয়ার সফর ও তার প্রভাব অব্যাহত রয়েছে ৷ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস এই প্রভাবকে আরও বাড়িয়ে তুলবে ৷ এর লক্ষ্য চ্যাম্পিয়ন প্রতিভাদের খুঁজে বের করা ৷ সঙ্গে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে বিশ্বের সামনে গুরুত্বপূর্ণ ক্রীড়াক্ষেত্র হিসেবে তুলে ধরাই আসল উদ্দেশ্য ৷"

আজকের পর থেকে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ খেলো ইন্ডিয়া এক্সেলেন্সের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল ৷ শুক্রবার লাদাখের ক্রীড়া দফতর এবং কেন্দ্রের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই ক্রীড়াক্ষেত্রে বোঝাপড়া গড়ে তোলার জন্য একটি স্মারকলিপিতে সই করেছে ৷ প্রথমবার কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে কোনও জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হল ৷ আর খেলো ইন্ডিয়া এক্সেলেন্সের ফলে লাদাখের মতো দুর্গম অঞ্চলের ক্রীড়া প্রতিভারা নিজেদের তুলে ধরার সুযোগ পাবেন ৷

আরও পড়ুন:

  1. 'যশস্বীময়' ভাইজ্যাগ টেস্ট! প্রথম ডাবল সেঞ্চুরি জয়সওয়ালের
  2. নিলামে উঠছে মেসি-বার্সেলোনার প্রথম 'রুমাল' চুক্তি
  3. কবাডিতে বাবার আপত্তি, খেলো ইন্ডিয়ায় ব্রোঞ্জ জয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তুহিনার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.