আগরতলা, 7 অক্টোবর: অবসরে দেশের 'প্রোদুনোভা গার্ল' দীপা কর্মকার ৷ চোট-আঘাতকে পাশ কাটিয়ে শেষ কয়েকবছরে আর ফিরতে পারেননি পুরনো ছন্দে ৷ 2024 এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে সোনা জিতেও বুঝতে পেরেছিলেন মন চাইলেও শরীর আর সম্মতি দিচ্ছে না প্রোদুনোভা ভল্ট দিতে ৷ শেষমেশ সোমবার সোশাল মিডিয়ায় অবসর ঘোষণা করলেন 2016 রিও অলিম্পিক্সে চতুর্থ স্থানাধিকারী ত্রিপুরার মেয়ে ৷ ভারতীয় জিমন্যাস্টিককে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন যিনি ৷
সোমবার সোশাল মিডিয়ায় অবসর ঘোষণায় দীপা লেখেন, "অনেক ভাবার পর জিমন্যাস্টিক থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি আমি ৷ এই সিদ্ধান্ত আমার জন্য সহজ না-হলেও এটাই সঠিক সময়। জিমন্যাস্টিক আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে থেকেছে। তাই ওঠাপড়া সমস্ত মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ ৷ এখানেই শেষ নয়, অবসর ঘোষণায় তাঁর ছেলেবেলার কথাও মনে করেছেন 31 বছরের দীপা ৷
তিনি লেখেন, "আমার পাঁচ বছরের দীপার কথা মনে আছে, যাকে বলা হয়েছিল পা সমান হওয়ার জন্য কোনওদিন জিমন্যাস্ট হতে পারবে না। আজ আমি নিজের সাফল্যে গর্ব অনুভব করি। ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করা এবং পদক জিততে পারা কম গর্বের নয়। তবে সবচেয়ে বড় গর্বের রিও অলিম্পিক্সে প্রোদুনোভা ভল্ট দেওয়া ৷ যা আমার কেরিয়ারের সবথেকে স্মরণীয় মুহূর্ত। আজ সেই দীপাকে দেখে আমার আনন্দ হয় কারণ সে স্বপ্ন দেখার সাহস দেখিয়েছিল।"
Signing off from the mat! ❤️
— Dipa Karmakar (@DipaKarmakar) October 7, 2024
Thank you to everyone who has been a part of my journey.
Onto the next chapter🤸🏻♀️🙏🏻 pic.twitter.com/kW5KQZLr29
আর্ন্তজাতিক মঞ্চে দীপা কর্মকারের সাফল্য নজরকাড়া। 2018 আর্টিস্টিক জিমন্যাস্টিক বিশ্বকাপে সোনা ও ব্রোঞ্জ জয়। 2014 সালে গ্লাসগো কমনওয়েলথে ব্রোঞ্জ। 2015 হিরোসিমা এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ এবং সবশেষে চলতি বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা। কমনওয়েলথে পদক জিতে ইতিহাস গড়ার পর অলিম্পিক্সে দীপাকে নিয়ে আশায় বুক বেঁধেছিল আসমুদ্র-হিমাচল ৷ কিন্তু অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল তাঁর ৷ অবসর নিলেও ঘোষণায় ভবিষ্যতে কোচ হওয়ার জল্পনা জিইয়ে রাখলেন বাঙালি কন্যে ৷ বিদায়বেলায় ধন্যবাদ জানালেন গুরু বিশ্বেশ্বর নন্দীকে ৷