ETV Bharat / sports

ফেডেক্সের আরও একটি রেকর্ড ভেঙে সবার উপরে নোভাক - Novak Djokovic

Novak Djokovic: সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড অনেক আগেই গড়েছিলেন নোভাক জকোভিচ ৷ এবার রজার ফেডেরারের আরও একটি রেকর্ড ভাঙলেন তিনি ৷ পুরুষদের টেনিসে সবচেয়ে বেশি বয়সে একনম্বর ব়্যাকিংয়ে থাকার রেকর্ডও এবার নোভাকের নামে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 4:27 PM IST

লন্ডন, 9 এপ্রিল: একটা সময় বিশ্বের সবচেয়ে বয়স্ক টেনিস খেলোয়াড় হিসেবে এক নম্বরে ছিলেন কিংবদন্তি রজার ফেডেরার ৷ এবার সেই রেকর্ডটাও চলে গেল সার্বিয়ান তারকা টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচের কাছে ৷ রজার ফেডেরারকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে টেনিসের 1 নম্বর ব়্যাংকে রয়েছেন নোভাক ৷ জকোভিচের বয়স বর্তমানে 36 বছর ৷ আগামী মাসে তিনি 37 পূরণ করবেন ৷

উল্লেখ্য, 2018 সালের জুন মাস পর্যন্ত সবচেয়ে বেশি বয়সের খেলোয়াড় হিসেবে টেনিস ব়্যাংকিংয়ে এক নম্বরে ছিলেন রজার ফেডেরার ৷ উল্লেখ্য, সোমবার প্রকাশিত বিশ্ব টেনিস ব়্যাংকিংয়ের পরিসংখ্যান অনুযায়ী, সব মিলিয়ে ব়্যাংকিংয়ে 1 নম্বরে মোট 420 সপ্তাহ ধরে রয়েছেন জকোভিচ ৷ ফেডেরারের এই রেকর্ডটি অবশ্য অনেক আগেই ভেঙে দিয়েছিলেন নোভাক ৷ রজার ফেডেরার সব মিলিয়ে মোট 310 সপ্তাহ বিশ্ব ব়্যাংকিংয়ে এক নম্বরে ছিলেন ৷

গ্র্যান্ড স্ল্যাম জয়ের নিরিখে এখন নোভাক জকোভিচ সবার আগে ৷ 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক তিনি ৷ সেখানে রজার ফেডেরার 20টি ও রাফায়েল নাদাল 22টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ৷ এমনকি 1968 সাল থেকে শুরু হওয়া ওপেন এরায় সর্বাধিক সিঙ্গলস খেতাব জয়ের রেকর্ডও সার্বিয়ান টেনিস তারকার নামে ৷ উল্লেখ্য, পুরুষদের সিঙ্গলসে গ্র্যান্ড স্ল্যাম জয়ের নিরিখে কিংবদন্তি পিট সাম্প্রাসের 14টি খেতাবের রেকর্ড ভেঙেছিলেন রজার ফেডেরার ৷ দীর্ঘ সময় সেই রেকর্ড নিজের দখলে রেখেছিলেন তিনি ৷

এই সপ্তাহে মন্টে কার্লো মাস্টার্সে ক্লে-কোর্টে নামছেন নোভাক জকোভিচ ৷ এটি তাঁর ক্লে-কোর্টের গ্র্যান্ড স্ল্যাম অর্থাৎ, ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি ৷ আগামী 26 মে শুরু হচ্ছে রোলাঁ গারো ৷ কোচ গোরান ইভানিসেভিচের থেকে আলাদা হয়ে যাওয়ার পর এটাই নোভাক জকোভিচের প্রথম গ্র্যান্ড স্ল্যাম হতে চলেছে ৷ গত সেপ্টেম্বর মাসে শেষ গ্র্যান্ড স্ল্যাম খেতাব যুক্তরাষ্ট্র ওপে জিতেছিলেন নোভাক ৷ সেই সময় 1 নম্বর ব়্যাংকিং পুনরায় ফিরে পান তিনি ৷ সোমবার প্রকাশিত ব়্যাংকিং অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছেন জানিক সিনার, তিন নম্বরে কার্লোস আলকারাজ, চারে ড্যানিয়েল মেদভেদেভ এবং পাঁচে আলেকজান্ডার জেভেরেভ ৷

আরও পড়ুন:

  1. 123 নম্বর বিশ্ব ব়্যাংকিংয়ের কাছে হেরে পারিবাস ওপেন থেকে বিদায় নোভাকের
  2. রড লেভার এরিনায় ইন্দ্রপতন, চতুর্থ বাছাই সিনারের কাছে হেরে বিদায় জোকারের
  3. 14 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল চেন্নাই, চলতি আইপিএলে প্রথম হার নাইটদের

লন্ডন, 9 এপ্রিল: একটা সময় বিশ্বের সবচেয়ে বয়স্ক টেনিস খেলোয়াড় হিসেবে এক নম্বরে ছিলেন কিংবদন্তি রজার ফেডেরার ৷ এবার সেই রেকর্ডটাও চলে গেল সার্বিয়ান তারকা টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচের কাছে ৷ রজার ফেডেরারকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে টেনিসের 1 নম্বর ব়্যাংকে রয়েছেন নোভাক ৷ জকোভিচের বয়স বর্তমানে 36 বছর ৷ আগামী মাসে তিনি 37 পূরণ করবেন ৷

উল্লেখ্য, 2018 সালের জুন মাস পর্যন্ত সবচেয়ে বেশি বয়সের খেলোয়াড় হিসেবে টেনিস ব়্যাংকিংয়ে এক নম্বরে ছিলেন রজার ফেডেরার ৷ উল্লেখ্য, সোমবার প্রকাশিত বিশ্ব টেনিস ব়্যাংকিংয়ের পরিসংখ্যান অনুযায়ী, সব মিলিয়ে ব়্যাংকিংয়ে 1 নম্বরে মোট 420 সপ্তাহ ধরে রয়েছেন জকোভিচ ৷ ফেডেরারের এই রেকর্ডটি অবশ্য অনেক আগেই ভেঙে দিয়েছিলেন নোভাক ৷ রজার ফেডেরার সব মিলিয়ে মোট 310 সপ্তাহ বিশ্ব ব়্যাংকিংয়ে এক নম্বরে ছিলেন ৷

গ্র্যান্ড স্ল্যাম জয়ের নিরিখে এখন নোভাক জকোভিচ সবার আগে ৷ 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক তিনি ৷ সেখানে রজার ফেডেরার 20টি ও রাফায়েল নাদাল 22টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ৷ এমনকি 1968 সাল থেকে শুরু হওয়া ওপেন এরায় সর্বাধিক সিঙ্গলস খেতাব জয়ের রেকর্ডও সার্বিয়ান টেনিস তারকার নামে ৷ উল্লেখ্য, পুরুষদের সিঙ্গলসে গ্র্যান্ড স্ল্যাম জয়ের নিরিখে কিংবদন্তি পিট সাম্প্রাসের 14টি খেতাবের রেকর্ড ভেঙেছিলেন রজার ফেডেরার ৷ দীর্ঘ সময় সেই রেকর্ড নিজের দখলে রেখেছিলেন তিনি ৷

এই সপ্তাহে মন্টে কার্লো মাস্টার্সে ক্লে-কোর্টে নামছেন নোভাক জকোভিচ ৷ এটি তাঁর ক্লে-কোর্টের গ্র্যান্ড স্ল্যাম অর্থাৎ, ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি ৷ আগামী 26 মে শুরু হচ্ছে রোলাঁ গারো ৷ কোচ গোরান ইভানিসেভিচের থেকে আলাদা হয়ে যাওয়ার পর এটাই নোভাক জকোভিচের প্রথম গ্র্যান্ড স্ল্যাম হতে চলেছে ৷ গত সেপ্টেম্বর মাসে শেষ গ্র্যান্ড স্ল্যাম খেতাব যুক্তরাষ্ট্র ওপে জিতেছিলেন নোভাক ৷ সেই সময় 1 নম্বর ব়্যাংকিং পুনরায় ফিরে পান তিনি ৷ সোমবার প্রকাশিত ব়্যাংকিং অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছেন জানিক সিনার, তিন নম্বরে কার্লোস আলকারাজ, চারে ড্যানিয়েল মেদভেদেভ এবং পাঁচে আলেকজান্ডার জেভেরেভ ৷

আরও পড়ুন:

  1. 123 নম্বর বিশ্ব ব়্যাংকিংয়ের কাছে হেরে পারিবাস ওপেন থেকে বিদায় নোভাকের
  2. রড লেভার এরিনায় ইন্দ্রপতন, চতুর্থ বাছাই সিনারের কাছে হেরে বিদায় জোকারের
  3. 14 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল চেন্নাই, চলতি আইপিএলে প্রথম হার নাইটদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.