ETV Bharat / sports

নেওয়া যাচ্ছে না রিভিউ, অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড সিরিজে নেই থার্ড-আম্পায়ার; কী বলছে আইসিসি? - AUS VS SCOTLAND T20

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 7, 2024, 5:45 PM IST

SCO VS AUS T20: প্রযুক্তির বাড়বাড়ন্তের যুুগে ক্রিকেটে আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হচ্ছে থার্ড আম্পায়ার ছাড়া ৷ নেই ডিআরএসও ৷ এব্যাপারে কী জানাল আইসিসি?

SCO VS AUS T20
থার্ড আম্পায়ার নেই স্কটল্যান্ড বনাম অস্ট্রেলিয়া সিরিজে (AP Photo)

হায়দরাবাদ, 7 সেপ্টেম্বর: তিনম্য়াচের সিরিজের প্রথম দু'টিতে জিতে ইতিমধ্যেই সিরিজ মুঠোয় পুরেছে অস্ট্রেলিয়া ৷ শনিবার রয়েছে সিরিজের শেষ ম্যাচ ৷ কিন্তু স্কটল্য়ান্ডের বিরুদ্ধে তাদের দেশে ক্য়াঙারুব্রিগেডের কুড়ি-বিশের সিরিজে অনুরাগীদের নজরে এসেছে অদ্ভুত ঘটনা ৷ যা বেশি করে নজর কেড়েছে দ্বিতীয় ম্য়াচে জ্য়াক ফ্রেসার ম্য়াকগার্কের আউটের সময় ৷ তাঁকে স্টাম্প করে আবেদন করেছিলেন স্কটিশ স্টাম্পার চার্লি টিয়ার ৷ কিন্তু লেগ আম্পায়ার তৃতীয় আম্পায়ারের সাহায্য না-নিয়েই আবেদন নাকচ করেন ৷ পরে জানা যায়, পুরো সিরিজ অনুষ্ঠিত হচ্ছে থার্ড আম্পায়ার ছাড়াই ৷

ক্রিকেটে প্রযুক্তি এত বাড়বাড়ন্তের যুগে তৃতীয় আম্পায়ার ছাড়া আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হওয়ার খবরে চাঞ্চল্য ক্রিকেটমহলে ৷ তৃতীয় আম্পায়ার, ডিআরএস (ডিশিসন রিভিউ সিস্টেম) ছাড়া স্কটল্য়ান্ড-অস্ট্রেলিয়া সিরিজ অনুষ্ঠিত হওয়ার ফলে নেটপাড়ায় প্রতিক্রিয়া জানাচ্ছেন অনুরাগীরাও ৷ শুক্রবার এডিনবার্গে দু'দলের ম্য়াচে দুই ফিল্ড আম্পায়ার ছিলেন ইয়াইন ম্য়াকডোনাল্ড এবং রিয়ান মিলনে ৷ ম্য়াচ রেফারির দায়িত্বে ছিলেন রিচি রিচার্ডসন এবং রিজার্ভ আম্পায়ারের দায়িত্ব সামলাচ্ছিলেন ডেভিড ম্য়াকলিন ৷ কিন্তু ছিলেন না থার্ড আম্পায়ার কিংবা ফোর্থ আম্পায়ার ৷

কিন্তু কেন নেই থার্ড আম্পায়ার ? অনুরাগীদের কেউ মনে করেছেন আর্থিকভাবে ততটা স্বচ্ছল না-হওয়ার কারণে খরচ বাঁচাতে এই সিদ্ধান্ত ৷ তো কেউ আবার বলছেন স্টেডিয়ামে পরিকাঠামোর অভাবে ডিআরএস নেই চলতি সিরিজে ৷ কিন্তু আইসিসি'তরফে এখনও কিছুই সরকারিভাবে এই বিষয়ে জানানো হয়নি কিছুই ৷

প্রথম ম্যাচে সহজ জয়ের পর দ্বিতীয় ম্য়াচেও স্কটল্য়ান্ডের বিরুদ্ধে 70 রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ৷ সেই সঙ্গে সিরিজও মুঠোয় করে নিয়েছে তারা ৷ অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ম্য়াচে ব্য়াট হতে বিধ্বংসী ছিলেন জস ইংলিস ৷ 49 বলে 103 রান করেন তিনি ৷ প্রথম ব্য়াট করে 4 উইকেটে 196 রান তোলে অজিরা ৷ বল হাতে 4 উইকেট নেন মার্কাস স্টোইনিস ৷

হায়দরাবাদ, 7 সেপ্টেম্বর: তিনম্য়াচের সিরিজের প্রথম দু'টিতে জিতে ইতিমধ্যেই সিরিজ মুঠোয় পুরেছে অস্ট্রেলিয়া ৷ শনিবার রয়েছে সিরিজের শেষ ম্যাচ ৷ কিন্তু স্কটল্য়ান্ডের বিরুদ্ধে তাদের দেশে ক্য়াঙারুব্রিগেডের কুড়ি-বিশের সিরিজে অনুরাগীদের নজরে এসেছে অদ্ভুত ঘটনা ৷ যা বেশি করে নজর কেড়েছে দ্বিতীয় ম্য়াচে জ্য়াক ফ্রেসার ম্য়াকগার্কের আউটের সময় ৷ তাঁকে স্টাম্প করে আবেদন করেছিলেন স্কটিশ স্টাম্পার চার্লি টিয়ার ৷ কিন্তু লেগ আম্পায়ার তৃতীয় আম্পায়ারের সাহায্য না-নিয়েই আবেদন নাকচ করেন ৷ পরে জানা যায়, পুরো সিরিজ অনুষ্ঠিত হচ্ছে থার্ড আম্পায়ার ছাড়াই ৷

ক্রিকেটে প্রযুক্তি এত বাড়বাড়ন্তের যুগে তৃতীয় আম্পায়ার ছাড়া আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হওয়ার খবরে চাঞ্চল্য ক্রিকেটমহলে ৷ তৃতীয় আম্পায়ার, ডিআরএস (ডিশিসন রিভিউ সিস্টেম) ছাড়া স্কটল্য়ান্ড-অস্ট্রেলিয়া সিরিজ অনুষ্ঠিত হওয়ার ফলে নেটপাড়ায় প্রতিক্রিয়া জানাচ্ছেন অনুরাগীরাও ৷ শুক্রবার এডিনবার্গে দু'দলের ম্য়াচে দুই ফিল্ড আম্পায়ার ছিলেন ইয়াইন ম্য়াকডোনাল্ড এবং রিয়ান মিলনে ৷ ম্য়াচ রেফারির দায়িত্বে ছিলেন রিচি রিচার্ডসন এবং রিজার্ভ আম্পায়ারের দায়িত্ব সামলাচ্ছিলেন ডেভিড ম্য়াকলিন ৷ কিন্তু ছিলেন না থার্ড আম্পায়ার কিংবা ফোর্থ আম্পায়ার ৷

কিন্তু কেন নেই থার্ড আম্পায়ার ? অনুরাগীদের কেউ মনে করেছেন আর্থিকভাবে ততটা স্বচ্ছল না-হওয়ার কারণে খরচ বাঁচাতে এই সিদ্ধান্ত ৷ তো কেউ আবার বলছেন স্টেডিয়ামে পরিকাঠামোর অভাবে ডিআরএস নেই চলতি সিরিজে ৷ কিন্তু আইসিসি'তরফে এখনও কিছুই সরকারিভাবে এই বিষয়ে জানানো হয়নি কিছুই ৷

প্রথম ম্যাচে সহজ জয়ের পর দ্বিতীয় ম্য়াচেও স্কটল্য়ান্ডের বিরুদ্ধে 70 রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ৷ সেই সঙ্গে সিরিজও মুঠোয় করে নিয়েছে তারা ৷ অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ম্য়াচে ব্য়াট হতে বিধ্বংসী ছিলেন জস ইংলিস ৷ 49 বলে 103 রান করেন তিনি ৷ প্রথম ব্য়াট করে 4 উইকেটে 196 রান তোলে অজিরা ৷ বল হাতে 4 উইকেট নেন মার্কাস স্টোইনিস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.