ETV Bharat / sports

21 বছরে প্রথমবার, ব্য়ালন ডি'অরের দৌড়ে নেই মেসি-রোনাল্ডোর কেউ! - BALLON D OR 2024 - BALLON D OR 2024

BALLON D'OR NOMINATION: না মেসি, নয়তো রোনাল্ডো ৷ ব্যালন ডি'অর 2024-এর নমিনেশন পেলেন না দু'জনের কেউই ৷ দু'দশকেরও বেশি সময় বাদে ঘটল এমন ঘটনা ৷ 'ফ্রান্স ফুটবল' (ফরাসি ম্যাগাজিন)-এর তরফে দেওয়া বর্ষসেরা ফুয়বলারের দৌড়ে এবার হ্যালান্ড-বেলিংহ্যাম-ইয়ামালরা ৷

BALLON D OR 2024
ব্য়ালন ডি অরের দৌড়ে নেই মেসি রোনাল্ডো (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 5, 2024, 3:33 PM IST

হায়দরাবাদ, 5 সেপ্টেম্বর: ফুটবল অনুরাগীদের অনাবিল আনন্দ দিয়ে শেষমেশ কি ফুরোল লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অধ্যায় ? দু'জনের কেরিয়ারই যে সায়াহ্নে তা বলার অপেক্ষা রাখে না ৷ তবু গ্রহের দুই সেরা ফুটবলার যতদিন মাঠে আছেন, ততদিনই পাওনা অনুরাগীরা ৷ তবে বুধবার 2024 ব্যালন ডি'অরের যে নমিনেশন ঘোষণা হল, সেখানে নেই লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে কোনও নাম ৷ একুশ বছর অর্থাৎ, 2003 সালের পর প্রথম ব্যালন ডি'অরের দৌড়ে রইলেন না দুই মহাতারকার কেউ ৷

কেরিয়ারের শেষবেলায় ইউরোপের টপ টিয়ার লিগ ছেড়েছেন দু'জনেই ৷ কিন্তু তা সত্ত্বেও এই দুইকে কেন্দ্র করে আবর্তিত হয় খবর ৷ স্বাভাবিকভাবেই দু'দশকেরও বেশি সময় বাদে দু'জনের কেউই ব্য়ালন ডি'অর জয়ের দৌড়ে নির্বাচিত না-হওয়ায় চলে এলেন শিরোনামে ৷ সর্বাধিক 8 বার ব্যালন ডি'অর জয়ী মেসি ইন্টার মিয়ামি'র হয়ে আর পাঁচ বারের জয়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলছেন সৌদি প্রো-লিগের ক্লাব আল নাসেরের হয়ে ৷

2008 সালে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় প্রথম ব্য়ালন ডি'অর পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো ৷ একইসঙ্গে প্রিমিয়র লিগের শেষ ফুটবলার হিসেবে এই খেতাব জিতেছিলেন সিআর সেভেন ৷ তবে ফেলে আসা মরশুমে ক্লাব কিংবা দেশের হয়ে সেভাবে কিছু করে উঠতে পারেননি ৷ ফলত খেতাবের দৌড়ে নাম নেই তাঁর ৷ অন্যদিকে 'লা আলবিসেলেস্তে'কে 36 বছর বিশ্বকাপ দিয়ে গতবছরই অষ্টম ব্য়ালন ডি'অর দিয়েছিলেন মেসি ৷ কিন্তু চলতি বছর খেতাবের দৌড়ে নেই এলএম টেন-ও ৷

পরিবর্তে 6 জন ইংরেজ ফুটবলার, 6 জন স্প্যানিশ ফুটবলার সর্বাধিক হিসেবে জায়গা করে নিয়েছেন দৌড়ে ৷ রয়েছেন এর বাইরে ৷ একনজরে 30 জন ফুটবলার যাঁরা মনোনিত হলেন: জুড বেলিংহ্য়াম, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রি, ড্য়ানি কার্ভাহাল, বুকায়ো সাকা, রুবেন দিয়াস, উইলিয়াম সালিমা, ফেডেরিকো ভালভের্দে, কোল পালমার, ল্যামিন ইয়ামাল, আর্লিং হ্য়ালান্ড, কিলিয়ান এমবাপে, টনি ক্রুজ, মার্টিন ওডেগার্ড, এমিলিয়ানো মার্তিনেজ, গ্র্যানিথ জাকা, আর্টেম ডভবিক, হ্যারি কেন, ম্যাটস হ্যামেলস, হাকাল কালহানোগলু, নিকো উইলিয়ামস, ফিল ফডেন, ফ্লোরিয়ান উইর্ৎজ, ড্যানি ওলমো, ডেকালান রাইস, ভিটিনহা, আডেমোলা লুকম্য়ান, লাউতারো মার্তিনেজ, আলেজান্দ্রো গ্রিমাল্ডো, আন্তোনিও রুডিগার ৷

হায়দরাবাদ, 5 সেপ্টেম্বর: ফুটবল অনুরাগীদের অনাবিল আনন্দ দিয়ে শেষমেশ কি ফুরোল লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অধ্যায় ? দু'জনের কেরিয়ারই যে সায়াহ্নে তা বলার অপেক্ষা রাখে না ৷ তবু গ্রহের দুই সেরা ফুটবলার যতদিন মাঠে আছেন, ততদিনই পাওনা অনুরাগীরা ৷ তবে বুধবার 2024 ব্যালন ডি'অরের যে নমিনেশন ঘোষণা হল, সেখানে নেই লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে কোনও নাম ৷ একুশ বছর অর্থাৎ, 2003 সালের পর প্রথম ব্যালন ডি'অরের দৌড়ে রইলেন না দুই মহাতারকার কেউ ৷

কেরিয়ারের শেষবেলায় ইউরোপের টপ টিয়ার লিগ ছেড়েছেন দু'জনেই ৷ কিন্তু তা সত্ত্বেও এই দুইকে কেন্দ্র করে আবর্তিত হয় খবর ৷ স্বাভাবিকভাবেই দু'দশকেরও বেশি সময় বাদে দু'জনের কেউই ব্য়ালন ডি'অর জয়ের দৌড়ে নির্বাচিত না-হওয়ায় চলে এলেন শিরোনামে ৷ সর্বাধিক 8 বার ব্যালন ডি'অর জয়ী মেসি ইন্টার মিয়ামি'র হয়ে আর পাঁচ বারের জয়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলছেন সৌদি প্রো-লিগের ক্লাব আল নাসেরের হয়ে ৷

2008 সালে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় প্রথম ব্য়ালন ডি'অর পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো ৷ একইসঙ্গে প্রিমিয়র লিগের শেষ ফুটবলার হিসেবে এই খেতাব জিতেছিলেন সিআর সেভেন ৷ তবে ফেলে আসা মরশুমে ক্লাব কিংবা দেশের হয়ে সেভাবে কিছু করে উঠতে পারেননি ৷ ফলত খেতাবের দৌড়ে নাম নেই তাঁর ৷ অন্যদিকে 'লা আলবিসেলেস্তে'কে 36 বছর বিশ্বকাপ দিয়ে গতবছরই অষ্টম ব্য়ালন ডি'অর দিয়েছিলেন মেসি ৷ কিন্তু চলতি বছর খেতাবের দৌড়ে নেই এলএম টেন-ও ৷

পরিবর্তে 6 জন ইংরেজ ফুটবলার, 6 জন স্প্যানিশ ফুটবলার সর্বাধিক হিসেবে জায়গা করে নিয়েছেন দৌড়ে ৷ রয়েছেন এর বাইরে ৷ একনজরে 30 জন ফুটবলার যাঁরা মনোনিত হলেন: জুড বেলিংহ্য়াম, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রি, ড্য়ানি কার্ভাহাল, বুকায়ো সাকা, রুবেন দিয়াস, উইলিয়াম সালিমা, ফেডেরিকো ভালভের্দে, কোল পালমার, ল্যামিন ইয়ামাল, আর্লিং হ্য়ালান্ড, কিলিয়ান এমবাপে, টনি ক্রুজ, মার্টিন ওডেগার্ড, এমিলিয়ানো মার্তিনেজ, গ্র্যানিথ জাকা, আর্টেম ডভবিক, হ্যারি কেন, ম্যাটস হ্যামেলস, হাকাল কালহানোগলু, নিকো উইলিয়ামস, ফিল ফডেন, ফ্লোরিয়ান উইর্ৎজ, ড্যানি ওলমো, ডেকালান রাইস, ভিটিনহা, আডেমোলা লুকম্য়ান, লাউতারো মার্তিনেজ, আলেজান্দ্রো গ্রিমাল্ডো, আন্তোনিও রুডিগার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.