ETV Bharat / sports

'সেরাটা তুলে রাখা আছে', শীর্ষে থেকে ফাইনালের যোগ্যতা অর্জনের পর বললেন নীরজ - PARIS OLYMPICS 2024

NEERAJ REACTS AFTER QUALIFYING FOR THE FINAL: আস্তিনের সেরা তাস লুকোনো আছে ৷ বের করবেন ফাইনালে ৷ প্য়ারিসে সিজন বেস্ট থ্রো'য়ে ফাইনালের যোগ্যতা অর্জনের পর এমনটাই জানালেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ৷ এদিন যোগ্যতা অর্জনে তাঁর থ্রো অলিম্পিক্সে ব্যক্তিগত সেরাও বটে ৷

NEERAJ CHOPRA WITH ARSHAD NADEEM
আরশাদ নাদিমের সঙ্গে নীরজ (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 6, 2024, 7:06 PM IST

প্যারিস, 6 অগস্ট: এলেন, ছুড়লেন, শীর্ষে থেকে ফাইনালের যোগ্যতা অর্জন করে বেরিয়ে গেলেন ৷ প্য়ারিসে আবির্ভাবেই 140 কোটি দেশবাসীকে আন্দোলিত করলেন 'সোনার ছেলে' নীরজ চোপড়া ৷ টোকিয়ো অলিম্পিক্সে সোনার থ্রো'য়ের দূরত্বকে ছাপিয়ে মঙ্গলবার কোয়ালিফিকেশনে কেরিয়ারের দ্বিতীয় সেরা থ্রো এল জ্য়াভলিন থ্রোয়ারের থেকে ৷ 89.34 মিটার বর্শা ছুড়ে সিজন বেস্টও করলেন তিনি ৷ তবে সেরাটা তুলে রাখা আছে ফাইনালের জন্য ৷ যোগ্যতা পর্বের পর জানালেন নীরজ ৷

এদিন সাংবাদিকদের নীরজ বলেন, "এটা কোয়ালিফিকেশন রাউন্ড ছিল মাত্র ৷ ফাইনালে পরিস্থিতি এবং মানসিকতা ভিন্ন থাকবে ৷ দারুণ শুরুর পর আপাতত আমার লক্ষ্য ফাইনালের জন্য পর্যাপ্ত প্রস্তুতি ৷" একইসঙ্গে কোয়ালিফিকেশনে যে তিনি আস্তিনের সেরা তাস লুকিয়ে রেখেছিলেন, সেটাও স্পষ্ট করলেন পানিপথের ছেলে ৷

নীরজ এ প্রসঙ্গে বলেন, "আমি সেরাটা ফাইনালের জন্য বাঁচিয়ে রেখেছি ৷ আপাতত সেদিকেই লক্ষ্য আমার ৷ আমি ফাইনালের জন্য প্রস্তুত ৷ অনুশীলনে খুব একটা ভালো পারফর্ম করতে পারছিলাম না ৷ কিন্তু প্রথম থ্রো'য়ে যোগ্যতা অর্জনের লক্ষ্যটা আমার ছিলই ৷ ফিটনেস এখন চূড়ান্ত ৷ প্রথম প্রয়াসের আগে প্রস্তুতিও ভালো হয়েছিল ৷" নীরজ ছাড়াও এদিন যোগ্যতা অর্জন পর্বে আরও আট জ্যাভলিন থ্রোয়ার অটোমেটিক কোয়ালিফিকেশন মার্ক ছুয়ে জায়গা করে নিয়েছেন ফাইনালে ৷ তাঁদের মধ্যে রয়েছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স (88.63 মিটার), জুলিয়ান ওয়েবার (87.76 মিটার), আরশাদ নাদিম (86.59 মিটার), জুলিয়াস ইয়েগো (85.97 মিটার) ৷

নীরজ বলছেন, "আমি সবসময় প্রথম থ্রো থেকেই ভালো করার চেষ্টা করি ৷ কিন্তু এমনটা সবসময় হয় না ৷" চোট কি কোনওভাবে সমস্যা করেছে অলিম্পিক্সের মঞ্চে? উত্তরে নীরজ বলেন, "আমি বেশ সুস্থ এখন ৷ প্রস্তুতির সঙ্গে যাবতীয় সতর্কতাও অবলম্বন করছি ৷" (IANS)

প্যারিস, 6 অগস্ট: এলেন, ছুড়লেন, শীর্ষে থেকে ফাইনালের যোগ্যতা অর্জন করে বেরিয়ে গেলেন ৷ প্য়ারিসে আবির্ভাবেই 140 কোটি দেশবাসীকে আন্দোলিত করলেন 'সোনার ছেলে' নীরজ চোপড়া ৷ টোকিয়ো অলিম্পিক্সে সোনার থ্রো'য়ের দূরত্বকে ছাপিয়ে মঙ্গলবার কোয়ালিফিকেশনে কেরিয়ারের দ্বিতীয় সেরা থ্রো এল জ্য়াভলিন থ্রোয়ারের থেকে ৷ 89.34 মিটার বর্শা ছুড়ে সিজন বেস্টও করলেন তিনি ৷ তবে সেরাটা তুলে রাখা আছে ফাইনালের জন্য ৷ যোগ্যতা পর্বের পর জানালেন নীরজ ৷

এদিন সাংবাদিকদের নীরজ বলেন, "এটা কোয়ালিফিকেশন রাউন্ড ছিল মাত্র ৷ ফাইনালে পরিস্থিতি এবং মানসিকতা ভিন্ন থাকবে ৷ দারুণ শুরুর পর আপাতত আমার লক্ষ্য ফাইনালের জন্য পর্যাপ্ত প্রস্তুতি ৷" একইসঙ্গে কোয়ালিফিকেশনে যে তিনি আস্তিনের সেরা তাস লুকিয়ে রেখেছিলেন, সেটাও স্পষ্ট করলেন পানিপথের ছেলে ৷

নীরজ এ প্রসঙ্গে বলেন, "আমি সেরাটা ফাইনালের জন্য বাঁচিয়ে রেখেছি ৷ আপাতত সেদিকেই লক্ষ্য আমার ৷ আমি ফাইনালের জন্য প্রস্তুত ৷ অনুশীলনে খুব একটা ভালো পারফর্ম করতে পারছিলাম না ৷ কিন্তু প্রথম থ্রো'য়ে যোগ্যতা অর্জনের লক্ষ্যটা আমার ছিলই ৷ ফিটনেস এখন চূড়ান্ত ৷ প্রথম প্রয়াসের আগে প্রস্তুতিও ভালো হয়েছিল ৷" নীরজ ছাড়াও এদিন যোগ্যতা অর্জন পর্বে আরও আট জ্যাভলিন থ্রোয়ার অটোমেটিক কোয়ালিফিকেশন মার্ক ছুয়ে জায়গা করে নিয়েছেন ফাইনালে ৷ তাঁদের মধ্যে রয়েছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স (88.63 মিটার), জুলিয়ান ওয়েবার (87.76 মিটার), আরশাদ নাদিম (86.59 মিটার), জুলিয়াস ইয়েগো (85.97 মিটার) ৷

নীরজ বলছেন, "আমি সবসময় প্রথম থ্রো থেকেই ভালো করার চেষ্টা করি ৷ কিন্তু এমনটা সবসময় হয় না ৷" চোট কি কোনওভাবে সমস্যা করেছে অলিম্পিক্সের মঞ্চে? উত্তরে নীরজ বলেন, "আমি বেশ সুস্থ এখন ৷ প্রস্তুতির সঙ্গে যাবতীয় সতর্কতাও অবলম্বন করছি ৷" (IANS)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.