ETV Bharat / sports

প্রথম থ্রো'য়েই ফাইনালে নীরজ, প্যারিসে টোকিয়োর রেকর্ড ছাপিয়ে গেলেন 'সোনার ছেলে' - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

NEERAJ CHOPRA QUALIFIED FOR THE FINAL: বৃহস্পতিবার ফাইনালের যোগ্যতা অর্জনের পথে নীরজ বর্শা ছুড়লেন 89.34 মিটার ৷ যা গতবারের সোনাজয়ের থ্রো থেকে অনেকটাই বেশি ৷ প্রথম থ্রোয়েই ফাইনাল নিশ্চিত করে এদিন ট্র্যাক ছাড়লেন পানিপথের ছেলে ৷

NEERAJ CHOPRA IN FINAL
ফাইনালে নীরজ (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 6, 2024, 3:52 PM IST

Updated : Aug 6, 2024, 5:02 PM IST

প্যারিস, 6 অগস্ট: টোকিয়োয় যে দূরত্ব ছুড়ে সোনা এনেছিলেন, প্য়ারিসে যোগ্যতাঅর্জনের প্রথম থ্রো'য়েই সেই রেকর্ড ছাপিয়ে গেলেন নীরজ চোপড়া ৷ এযাবৎ অলিম্পিক্সে নিজের সেরা থ্রোয়ে ফাইনাল নিশ্চিত করে ফেললেন ভারতের 'সোনার ছেলে' ৷ বৃহস্পতিবার ফাইনালের যোগ্যতা অর্জনের পথে নীরজ বর্শা ছুড়লেন 89.34 মিটার ৷ গতবার যেটা ছিল 87.58 মিটার ৷ অর্থাৎ, এদিন প্রথম থ্রোয়েই ফাইনাল নিশ্চিত করে ট্র্যাক ছাড়লেন পানিপথের ছেলে ৷

এখনও পর্যন্ত নীরজের কেরিয়ার বেস্ট থ্রো 89.94 মিটার ৷ 90 মিটার বর্শা ছোড়ার লক্ষ্যপূরণ করে দ্বিতীয়বার অলিম্পিক্সে পদক জিততে মরিয়া নাীরজ ৷ সেই লক্ষ্যে প্যারিসের শুরুটাকে শুভারম্ভ বলাই যায় ৷ যোগ্যতা অর্জন পর্বে এদিন ছোড়া সর্বাধিক 89.34 মিটার ব্যক্তিগতভাবে নীরজের কেরিয়ারের দ্বিতীয় সর্বাধিক থ্রো ৷ নীরজের পাশাপাশি ফাইনালের যোগ্যতা অর্জন করলেন পাকিস্তানের তারকা জ্যাভলিন থ্রোয়ার নাদিম আরশাদ ৷ তিনি ছুড়লেন 86.59 মিটার ৷

তবে যোগ্য়তা অর্জন পর্বে হতাশ করলেন আরেক ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার কিশোর জেনা ৷ 80.73 মিটার ছুড়ে নবমস্থানে শেষ করলেন তিনি ৷ এদিন যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ 'বি'তে ছিলেন নীরজ ৷ 87.76 মিটার জ্যাভলিন ছুড়ে গ্রুপ 'এ'তে শীর্ষে থেকে ফাইনালে প্রবেশ করেন জার্মানির জুলিয়ান ওয়েবার ৷ যিনি প্য়ারিসে অল্পের জন্য হাতছাড়া করেছিলেন ব্রোঞ্জ ৷

যোগ্যতা অর্জন পর্বে দু'টি গ্রুপের প্রথম 12 জনকে নিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ফাইনাল ৷ নাদিম ছাড়াও যোগ্যতা অর্জনে নজর কাড়লেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স ৷ তিনি এদিন বর্শা ছুড়লেন 88.63 মিটার ৷ যা গতবার নীরজের সোনাজয়ের দূরত্বের চেয়ে বেশি ৷

প্যারিস, 6 অগস্ট: টোকিয়োয় যে দূরত্ব ছুড়ে সোনা এনেছিলেন, প্য়ারিসে যোগ্যতাঅর্জনের প্রথম থ্রো'য়েই সেই রেকর্ড ছাপিয়ে গেলেন নীরজ চোপড়া ৷ এযাবৎ অলিম্পিক্সে নিজের সেরা থ্রোয়ে ফাইনাল নিশ্চিত করে ফেললেন ভারতের 'সোনার ছেলে' ৷ বৃহস্পতিবার ফাইনালের যোগ্যতা অর্জনের পথে নীরজ বর্শা ছুড়লেন 89.34 মিটার ৷ গতবার যেটা ছিল 87.58 মিটার ৷ অর্থাৎ, এদিন প্রথম থ্রোয়েই ফাইনাল নিশ্চিত করে ট্র্যাক ছাড়লেন পানিপথের ছেলে ৷

এখনও পর্যন্ত নীরজের কেরিয়ার বেস্ট থ্রো 89.94 মিটার ৷ 90 মিটার বর্শা ছোড়ার লক্ষ্যপূরণ করে দ্বিতীয়বার অলিম্পিক্সে পদক জিততে মরিয়া নাীরজ ৷ সেই লক্ষ্যে প্যারিসের শুরুটাকে শুভারম্ভ বলাই যায় ৷ যোগ্যতা অর্জন পর্বে এদিন ছোড়া সর্বাধিক 89.34 মিটার ব্যক্তিগতভাবে নীরজের কেরিয়ারের দ্বিতীয় সর্বাধিক থ্রো ৷ নীরজের পাশাপাশি ফাইনালের যোগ্যতা অর্জন করলেন পাকিস্তানের তারকা জ্যাভলিন থ্রোয়ার নাদিম আরশাদ ৷ তিনি ছুড়লেন 86.59 মিটার ৷

তবে যোগ্য়তা অর্জন পর্বে হতাশ করলেন আরেক ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার কিশোর জেনা ৷ 80.73 মিটার ছুড়ে নবমস্থানে শেষ করলেন তিনি ৷ এদিন যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ 'বি'তে ছিলেন নীরজ ৷ 87.76 মিটার জ্যাভলিন ছুড়ে গ্রুপ 'এ'তে শীর্ষে থেকে ফাইনালে প্রবেশ করেন জার্মানির জুলিয়ান ওয়েবার ৷ যিনি প্য়ারিসে অল্পের জন্য হাতছাড়া করেছিলেন ব্রোঞ্জ ৷

যোগ্যতা অর্জন পর্বে দু'টি গ্রুপের প্রথম 12 জনকে নিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ফাইনাল ৷ নাদিম ছাড়াও যোগ্যতা অর্জনে নজর কাড়লেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স ৷ তিনি এদিন বর্শা ছুড়লেন 88.63 মিটার ৷ যা গতবার নীরজের সোনাজয়ের দূরত্বের চেয়ে বেশি ৷

Last Updated : Aug 6, 2024, 5:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.